বাগান বিলাস পেইন্টিং
" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "
আমি @mahmuda002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ... |
---|
🖼️ বাগান বিলাস পেইন্টিং।
বাগান বিলাস আমার পছন্দের ফুল। এই ফুলটির মধ্যে এমন কিছু রয়েছে এটা না চাইলেও মন কেড়ে নেয়। আর এই ভালোলাগা থেকেই আজকে বাগান বিলাস আঁকার চেষ্টা করেছি। জানিনা কতটুকু সফল হয়েছি বা সফলতা অর্জন করতে পেরেছি। তবে যথেষ্ট চেষ্টা করেছি ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
🎋উপকরণ সমূহ। |
---|
ক্রমিক নম্বর | উপাদান |
---|---|
১ | এক্রেলিক কালার। |
২ | ক্যানভাস। |
৩ | ব্রাশ। |
৪ | মাস্কিং টেপ। |
🖼️ ১ নং ধাপ। |
---|
প্রথমে একটি ক্যানভাস নিয়েছি।
🖼️ ২ নং ধাপ। |
---|
এরপর আমি যেখানে যেভাবে পেইন্টিং করব ঠিক সেভাবে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি।
🖼️ ৩ নং ধাপ। |
---|
এবার ভেতরের মাছ কিন্তু গুলোর পুরো পাশে রং করে নিয়েছি।
🖼️ ৪ নং ধাপ। |
---|
ভেতরের রং করা শেষ হয়ে গেলে এবার তার ভিতরে যেই মাস্কিং টেপ গুলো লাগিয়ে নিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি। এবং সেখানে লাল রং করে নিয়েছি। এটি মূলত আমি দরজা তৈরি করার জন্য করেছি। এবং দরজার ওপরের পাশে কিছু সবুজ পাতা পাতায় এঁকে নিয়েছি।
🖼️ ৫ নং ধাপ। |
---|
এবার সেই লতাপতার মাঝে কিছু ফুল এঁকে নিয়েছি।
🖼️ ৬ নং ধাপ। |
---|
ওপরে লতাপাতা ও ফুল আঁকা সম্পূর্ণ হয়ে গেলে আমি দরজা নিচেও কিছু লতাপাতা ও ফুল এঁকে নিয়েছি।
🖼️ ৭ নং ধাপ। |
---|
এবার আমি আমার পছন্দ মতো একটি ছবি তুলে নিয়েছি। এভাবে আমি আমার পেইন্টিংটি সম্পন্ন করেছি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
ডিভাইস | redmi12 |
---|---|
লোকেশন | মেহেরপুর। |
ফটোগ্রাফি | এক্রেলিক পেইন্টিং। |
👩🦰আমার নিজের পরিচয়👩🦰
আমি মাহমুদা রত্না। আমি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চৌদুয়ার গ্রামের মেয়ে। আর মেহেরপুর জেলার গাংনী থানার জুগীরগোফা গ্রামের বউ। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন করছি কুষ্টিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে,ক্রাফট এর কাজ করতে অনেক পছন্দ করি। বর্তমানে আমি ফ্রীল্যান্সিং সেক্টরে ডিজাইন এবং এসইও পদে কাজ করছি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (১৯ - ১১ - ২০২৩) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
বাগান বিলাস পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আপনার পেইন্টিং করার দক্ষতা সত্যিই অসাধারণ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
বাগান বিলাস ফুল আমার কাছে ও ভীষণ ভালো লাগে। তবে সাদা ফুলটি সব থেকে বেশি ভালো লাগে। বাগান বিলাস পেইন্টিং বাহ্ দারুন ছিলো আপু। আপনি যে বাগান বিলাস ফুল পছন্দ করেন। জানতে পেরে ভীষণ খুশি হলাম। আপনার পেইন্টিং গুলো সব সময়ই ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
বাগানবিলাস আমার প্রিয় ফুলগুলোর মধ্যে একটি। আমার বাসাতেও বাগানবিলাস গাছ আছে। আজকে আপনি সেই ফুলের ছবি অঙ্কন করে দেখালেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি বেশ চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। দরজাসহ বাগান বিলাস ফুলের দারুন একটি পেইন্টিং করেছেন। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এর আগেও আপনার খুব সুন্দর সুন্দর পেইন্টিং দেখেছি। ধন্যবাদ আপু এত চমৎকার সব পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে কাজের প্রতি আরো আগ্রহী করার জন্য।
যে কোনো পেইন্টিং দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আসলে জল রং দিয়ে যেকোন পেইন্টিং করলে খুবই অসাধারণ হয়ে থাকে। আপনার বাগান বিলাসের পেইন্টিং অনেক দুর্দান্ত হয়েছে। আপনার বাগান বিলাসের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। পেইন্টিং করার প্রক্রিয়া ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আমি জল রং এর পেইন্টিং করি নাই৷ এক্রেলিং রং দিয়ে করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপু,দারুণ একটা পেইন্টিং করেছেন।আসলে সব চেষ্টার মধ্যেই কিছু সফলতা আছে। সবাই চেষ্টার মাধ্যমেই এগিয়ে যায়।আর আজকে আপনি আপনার প্রিয় বাগানবিলাস ফুলের পেইন্টিং করেছেন।কন্সেপ্টটা দারুণ হয়েছে,আর পেইন্টিংটাও খুব ভালো লেগেছে আমার।
খুব সুন্দর একটি পেইন্টিং করলেন আপু আপনি। বাগান বিলাস পেইন্টিং করলেন দেখে ভালো লাগলো। ইদানিং আপনি খুব সুন্দর সুন্দর দৃশ্য পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করতেছেন। সত্যি দেখতে খুবই ভালো লাগলো আজকের পেইন্টিং টাও। অনেক ধন্যবাদ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
চেষ্টা করি আপু ভালো পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করতে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বাগান বিলাস এত চমৎকার একটি ফুল সত্যি মানুষের মন কেড়ে নেয়। দেখতে ভীষণ আকর্ষণীয় এই বাগান বিলাস ফুল। আপনি চমৎকার সুন্দর করে বাগান বিলাস ফুলের পেইন্টিং করেছেন। ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
জানালার পাশে বাগান বিলাস দেখে তো চোখ জুড়িয়ে গেল আপু। সত্যি আপু আপনি কিন্তু খুবই ভালো পেইন্টিং করেন। আর আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছি। অসাধারণ ছিল আপনার পেইন্টিং। চমৎকার একটি পেইন্টিং আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি খুব সুন্দর করে বাগান বিলাস এর পেইন্টিং করেছেন। তবে আপনার পেইন্টিং আমার কাছে অসম্ভব ভালো লাগলো। দরজার পাশে খুব সুন্দর করে সবুজ পাতার মধ্যে চমৎকার ফুল অঙ্কন করেছেন। বলতে গেলে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পেইন্টিং অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার বাগান বিলাস ফুলের চমৎকার পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পেইন্টিংটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।