আপনজন হারানোর বেদনা বড়ই কঠিন
কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালো এবং শান্তিতে আছেন। তবে আমিও আছি বেশ ভালো। সত্যি বলতে আমিও আছি বেশ ভালো। তবে মাঝে মাঝে চারদিকের মানুষের খবর শুনে মনটাই বেশ খারাপ হয়ে যায়। তবুও চলে যাই সবার সাথে সমান তালে।কারন মন খারাপ তো আর কারো পথ চলা আটকাতে পারবে না।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।
জীবন ক্ষন স্থায়ী নয়। ক্ষন স্থায়ী নয় পৃথিবীর কেউ। সময়ের ব্যবধানে আর প্রকৃতির নিয়েমে আমাদের কে চলে যেতে হয়। আর আমরা চলেও যাই। কিন্তু সব চলে যাওয়া কে আমরা মেনে নিতে পারি না। আর সে যদি হয আমাদের প্রিয় কোন মানুষ তাহলে তো আমরা হয়ে পরি দিশেহারা। হয়ে পরি অসহায়।কারন প্রিয় মানুষের বিয়োগ জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়।
CANVA দিয়ে তৈরি
দেখতে দেখতে আমার জীবন থেকে হারিয়ে গেছে তিন তিনটি প্রিয় মানুষ। তাই প্রিয় মানুষ হারানোর বেদনা আমি মনে হয় কিছুটা হলেও বুঝি। বাবা মা হলো আমাদের মাথার তাজ। আমাদের জন্য সৃষ্টির সেরাই হলো আমাদের বাবা মা। একমাত্র তারাই বুঝে এই কষ্ট যারা কেবল বাবা মাকে হারিয়েছে। পৃথিবীটা শুন্য মনে হয় বাবা মা ছাড়া। প্রিয় মানুষ গুলো যখন একে একে হারিয়ে যায় তখনই কেবল তাদের জন্য বুকের মাঝে শূণ্যতা অনুভব হয়। অনুভব হয় বেশ কষ্ট। মনে হয় আমরা বেশ অসহায় পৃথিবীর বুকে। মনে হয় আরও যদিও কিছুটা সময় আমাদের মাঝে তারা থাকতো তাহলে হয়তো আমাদের কাছে বেশ ভালো লাগতো।
আসলে সত্যি বলতে বাবা মা আমাদের সবার পরম প্রিয়। সেই যে পৃথিবীতে নিয়ে আসা থেকে শুরু করে বাবা মা আমাদের জীবনে কত যে ভূমিকা পালন করেছে সেটা হিসেব করে আমরা পরিশোধ করতে পারবো না। দশ মাস পেটে রেখে মা তার রক্ত দিয়ে আমাদের কে পৃথিবীর আলো দেখিয়েছেন। আর বাবা আমাদের জন্য চিরটা জীবন ত্যাগ স্বীকার করেছে। আমাদের কে ভালো এবং সুখী রাখতে, আমাদের চাহিদা গুলোকে পূরণ করতে বাবা চিরটা জীবন শুধু অভিনয় করেই গেছে আমাদের সাথে। নিজে ভালো কিছু না পড়লে আমাদের কে ভালো রাখার জন্য সকল কিছুই করেছেন বাবা। অথচ সেই বাবা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন মনে হয় পৃথিবীটাই শূণ্য। সত্যি বলতে এখন একটাই প্রশ্ন শুধু মনের ভিতর ঘুরে সেটা হলো আমরা কেন এতটা অকৃতজ্ঞ? আমরা কেন পৃথিবীতে থাকতে তাদের প্রতি সঠিক ভালোবাসা দেখাতে পারিনি?তাই আজ বার বার একটাই চাওয়া মহাল আল্লাহর কাছে ভালো থাকুক তার মেহমান হয়ে যাওয়া প্রতিটা বাবা মা। পরিপূর্ণ হউক তাদের সকল অপূর্ণতা।
আজ যখন জানতে পারলাম আমাদের সকলের প্রিয় @shimulakter আপুর বাবা আর নেই। তখন মনটাই বেশ খারাপ হয়ে গেল। আসলে বাবা হারানোর কষ্টটা যেন আর একবার পেলাম। অবশ্য বেশ কিছুদিন হতেই শুনছিলাম যে আপুর বাবা বেশ অসুস্থ্য। হাসপাতালে ভর্তি। কিন্তু এমন করে হঠাৎ করে যে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করবেন সেটা বুঝতে পারিনি। আপু যে বেশ ভেঙ্গে পড়েছে সেটাই বুঝতেই পারছি। এই মূহূর্তে তাকে শান্তনা দেওয়ার কোন ভাষাই আমার জানা নেই। তবে এতটুকু বলবো যে আল্লাহ আপুর পরিবার কে ধৈর্য্য ধারন করার শক্তি দান করুক। তার পরিবারের সকলের মনে শান্তি ফিরে আসুক। আর সকল শোক কাটিয়ে আপুও আমাদের মাঝে আমার ফিরে আসুক তাড়াতাড়ি।
শেষ কথা
শেষ কথা
আসুন আমরা সবাই আপুর বাবা এবং তার শোকসপ্ত পরিবারের জন্য মন থেকে দোয়া করি। তারা যেন শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে বেশ তাড়াতাড়ি। অবশ্য এই শোক ভুলার নয়। আর এই অপূর্ণতা পূরণ হওয়ার নয়।
ধন্যবাদ সকলকে
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
বাবা মা অথবা যে কেউই হোক কেউ সারাজীবন বেচে থাকে না বা থাকবে না, তারপর ও তারা চলে যাওয়ায় যে অপুরনীয় ক্ষতি হয় পুষানো যায় না, আমার বাবা নেই আমি সেটা বুঝি। যাই শিমুল আপুর বাবার জন্য দোয়া রইলো আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন। আপনাকে ধন্যবাদ আপু, আপনার পোস্টের মাধ্যমে সবাইকে এই খবরটি দেওয়ার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
শিমুল আপুর বাবা মারা গিয়েছে জানতে পেরে খুবই খারাপ লাগছে। আপনজন হারানোর কষ্ট অনেক বেশি। এই কষ্ট কাউকে বলে বোঝানোর মত নয়। যার প্রিয়জন হারিয়েছে সেই এই কষ্ট বুঝতে পারে।
জি আপু ঠিক বলেছেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
হ্যাঁ আপু ঠিক বলেছেন মা-বাবা হচ্ছে আমাদের মাথার তাজ। আর আপন মানুষগুলো যখন এই পৃথিবী থেকে চলে যায় তখন তাদের কথা বারবার মনে পড়ে। দেখতে দেখতে আপনার তিন জন প্রিয় মানুষ বিদায় নিলেন। আর তাদের কথা যখন মনে পড়ে সত্যি এমনিতেই অনেক খারাপ লাগে ।আপনজন হারানো খুব কষ্টের। আর আপনজন মানুষ গুলো যেন ওই পারে ভালো থাকে এটাই কামনা করি আমরা সবাই। ভালো থাকবেন আপু।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু বেশ খারাপ লাগলো যে শুনে শিমুল আপুর বাবা মারা গেছেন। সত্যিকারের অর্থে বাবা হারানোর কষ্ট আমার চেয়ে ভালো কেউ বুঝে না। যাই হোক দোয়া রইল আপু বাবার জন্য। আর ধন্যবাদ আপনাকে সংবাদটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।