Steem engagement challenge-S10/W6| If God gives me the power to read three minds.steemCreated with Sketch.

in Incredible Indialast year

কেমন আছেন বন্ধুরা সবাই অবশ্যই আপনারা ভালো আছেন। এই সিজনের শেষ এনগেজমেন্ট চ্যালেঞ্জে আমি আমার অংশগ্রহণ নিশ্চিত করছি,এবং সেটি আমাদের প্রিয় কমিউনিটি Incredible India মাধ্যমে আমি আমার মনোভাব প্রকাশ করার চেষ্টা করছি।

অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছে, যে বিষয়টি আসলে ভাবার মত। যেহেতু আমরা জানি এমন শক্তি আমরা কখনোই পাবো না, তবে যদি ভুলবশত কখনো পাই কারোর মন পড়ার। তাহলে সেটা অনেকটা ভালো প্রভাব ফেলবে আমাদের জীবনে।

Steem engagement challenge S10W6 If God gives me the power to read three minds..png
design by Canva

যে বিষয়টি আজকে আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে, আমি সেটির ছোটখাটো কিছু ধারণা নিজের মন থেকে অবশ্যই শেয়ার করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়বেন।

If God gives you the power to read three minds, whom would you select and why?

যদি আমি এই শক্তি উপরওয়ালার কাছ থেকে পাই। যদি কারোর মন সত্যি সত্যি আমি পড়তে পারি, অবশ্যই আমি এমন তিনজন ব্যক্তিকে সিলেক্ট করব যারা আমার জীবনযাত্রাকে বদলে দিতে পারে।

যাদের কাছ থেকে আমি অনেক বিষয়বস্তু শিখতে ও জানতে পারি। যদি এই মন পড়ার শক্তি আমি পাই আমি যে তিনজনকে সিলেক্ট করব তারা হলো:-

• প্রিয়জন
• রাজনীতিবিদ
• একজন অভাবী ব্যক্তি

এই তিনজন মানুষকে আমি সিলেক্ট করব যদি তাদের মন পড়ার সেই সুযোগ আমি পাই। কেননা এদের সবার কাছ থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারব।

প্রিয়জন:-
অবশ্যই চাইবো আমি আমার কাছের মানুষদের মন পড়ার, সেটা হতে পারে আমার পরিবারের সদস্য, হতে পারে আমার বন্ধু-বান্ধব। যারা আমার অনেক কাছের যাদের মন পড়ে আমি তাদের সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা, এবং আমাদের সম্পর্কটা আরও একটু উন্নত করতে পারব। তারা আসলে তাদের মনে কি চিন্তা ভাবনা নিয়ে চলাচল করে।

যদি তাদের মনের সঠিক মনোভাব আমি পড়তে পারি তারা কি চাই? এবং কিভাবে চলতে চাই। তাহলে আমাদের এই সুন্দর সম্পর্কটা আরও শক্তিশালী হয়ে আজীবন টিকে থাকবে।

রাজনীতিবিদ:-
যেহেতু রাজনীতি খুব একটা বেশি আমি পছন্দ করি না। তবে আমার এই পছন্দের তালিকায় এটা রাখার একটা বিশেষ কারণ রয়েছে। যদি একজন রাজনীতিবিদ এর মন পড়া যায়, তাহলে তার থেকে তার রাজনীতির ক্যারিয়ারের কিছু গোপন রহস্য জানা যাবে।

আমরা এটা সবাই জানি রাজনীতিবিদরা সবসময় অনেক প্রভাবশালী হয়ে থাকে। আর তাদের সিদ্ধান্তটাও অনেক গোপনীয়তার সাথে ব্যবহার হয়ে থাকে। তাদের উদ্দেশ্য, কৌশল এবং তাদের একটা সুন্দর সিদ্ধান্ত তারা তাদের পুরো ক্যারিয়ারে বহন করে থাকে। যেটা থেকে আমরাও অনেক বিষয় সম্পর্কে অবগত হতে পারব। তাই আমি আমার এই তালিকায় একজন রাজনীতিবিদকে বেছে নিয়েছি।

একজন অভাবী ব্যক্তি:-
এই তালিকায় একজন অভাবী ব্যক্তিকে পছন্দ করার একটা বিশেষ কারণ রয়েছে। কারণ একজন অভাবী ব্যক্তি একজন প্রভাবশালী ব্যক্তির মত চিন্তাভাবনা রাখেনা। তার চিন্তাভাবনা সবসময়ই আলাদা হয়ে থাকে, তারা এই সমাজে বাঁচার জন্য দৈনন্দিন সংগ্রামের সাথে বেঁচে থাকে। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য সংগ্রাম করে, সব সময় তাদের সামনে এমন এমন চ্যালেঞ্জ চলে আসে যেটা তাদের পার করতে অনেক সমস্যা দেখা দেয়।

একজন অভাবী ব্যক্তির চিন্তাভাবনা আবেগ ও সংগ্রাম যদি আমি সঠিকভাবে বুঝতে পারি। তাদের সহানুভূতি দেখাতে পারবো তাদের পাশে এসে দাঁড়াতে পারবো। তাদের কি কারণে কষ্টটা বেশি সে কারণটা উন্মোচন করার কিছু পদ্ধতি খুঁজে বের করতে পারব।

এটি আমাকে তাদের জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলতে, তাদের ব্যথা উপশম করতে এবং তাদের অসুবিধাগুলি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সংস্থান সরবরাহ করতে সহায়তা করবে।

What are the main things you would like to read from those minds?

আমি আমার প্রিয়জনের কাছ থেকে এটা জানতে চাই? আসলে তারা আমাকে কতটা চায়,তাদের চিন্তা ভাবনা কেমন আমার ক্ষেত্রে। তারা আসলে আমাকে কি মনে করে, তারা কি আসলেই আমাকে পছন্দ করে। নাকি লোক দেখানো সহানুভূতি দেখায়, তারা কি সত্যি সত্যি আমার এই জীবন চলার পথে সব সময় আমার সাথে থাকবে।

hal-gatewood-OgvqXGL7XO4-unsplash (1).jpg
Src

আসলে কি আমাদের এই সুন্দর সম্পর্কটা আরও শক্তিশালী এবং সমৃদ্ধ হবে,আমার এই জীবনে।আমি একজন রাজনীতিবিদের কাছ থেকে আমি তার রাজনৈতিক সিদ্ধান্তের পিছনে তার প্রকৃত উদ্দেশ্য, বৈশ্বিক সমস্যাগুলির প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং শান্তি ও সমৃদ্ধি প্রচারের জন্য তার কৌশলগুলি বুঝতে চাই।

যে বিষয়বস্তু গুলো জানার পরে আমি আমার এই সমাজটাকে আরো সুন্দর এবং মানবতার ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে পারবো সঠিক পদ্ধতিতে।

একজন অভাবী মানুষের কাছ থেকে তার বেঁচে থাকার সংগ্রাম, তার প্রতিনিয়ত যে সমস্যা গুলো নিরাময় করার সঠিক রাস্তা খুঁজে বের করার চেষ্টা করব। যাতে আমি তার পরিস্থিতি একটু উন্নত করতে পারি।

How could you react after reading their minds? Share your thought.

আমি যদি এটি বুঝে যায় তাদের উদ্দেশ্য গুলো মানবতার জন্য, অবশ্যই আমি তাদের সমর্থন করব। তাদের যতটুকু পারি আমি চেষ্টা করব সাহায্য করার।

ramon-salinero-vEE00Hx5d0Q-unsplash.jpg

Src

আর যদি এটি দেখি যে তারা যে কাজকর্মগুলো করছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা আমাদের মানব সভ্যতার একটা পতনের রাস্তা তৈরি করছে। অবশ্যই আমি যথাযথ ব্যবস্থা নেব, তারা যেন তাদের ওই কাজে সফল না হয়।

একজন অভাবী ব্যক্তির চিন্তাভাবনা ও আবেগ বোঝার পর আমি যদি এটি বুঝতে পারি যে আসলেই তারা সহযোগিতার পাত্র। অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো, তার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা করব।

Do you think some devices in the future will invent that work like our mobile to read other minds?

অবশ্যই এখানে বিশ্বাস না করার মত কোন প্রশ্নই আসে না। যেভাবে আমাদের টেকনোলজি দিনের পর দিন উন্নতি করছে, যেভাবে আমরা একটা মুঠোফোনের মাধ্যমে কত কিছুই করছি। অবশ্যই আমাদের বৈজ্ঞানিকরা আমাদের ইঞ্জিনিয়াররা এমন ডিভাইস তৈরি করার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে।

যেটার মাধ্যমে হয়তো মানুষের মনের কথাও বোঝা যাবে। তারা কি ভাবছে, তারা কি করতে চায়। এমনটা হতেও পারে, কারণ টেকনোলজি আমাদেরকে কত কিছুই দিচ্ছে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমরা উপরওয়ালার সাথে তুলনা কখনোই করতে পারবো না। আমরা যতই উন্নতি করি, যতই আবিস্কার করি, সবকিছুর মূল সেই উপরওয়ালা। তাই তাকে আমাদের সবসময়ই স্মরণ করতেই হবে।

Do you think some things should always need privacy, like our thought process? Describe.

আসলে আমার পক্ষে এটার যথাযথ উত্তর দেওয়া সঠিক হবে কিনা বলতে পারিনা। হ্যাঁ এটা অবশ্যই ঠিক আমাদের কিছু কিছু গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে, যে গোপনীয়তা গুলো আমাদের নিজেদেরকে ক্ষতি করে, দশের সামনে আমাদের মাথা নত করে। সেই সকল গোপন বিষয় উপর খেয়াল রেখেই আমাদের মেনে চলা উচিত। সেগুলো যেন বাহিরে না আসে।

alex-knight-2EJCSULRwC8-unsplash (1).jpg

Src

ঠিক তেমনি আমাদের চিন্তাধারা একটা গোপন অংশ, এক একজন মানুষ এক এক ধরনের চিন্তা ভাবনা করে। তাদের এক এক ধরনের বুদ্ধি রয়েছে, তাই এমন কোন চিন্তা ভাবনা শেয়ার করা যাবে না। যেটার মাধ্যমে আমাদের ক্ষতি হয়। যেটার মাধ্যমে সমাজের ক্ষতি হয়।

তবে এমন কিছু চিন্তাভাবনা চিন্তাধারা আমরা শেয়ার করতেই পারি। আমাদের কাছের মানুষ আমাদের ভালবাসার মানুষদের সাথে। যা থেকে তারা সবসময় উপকৃত হবে।

পরিশেষে বন্ধুরা আশা করি আপনাদের মাঝে বেশ কিছু বিষয় তুলে ধরলাম। আমার মনে হয় আপনাদের মোটামুটি ভালই লাগবে, সাথে সাথে আমি আমার কয়েকজন বন্ধুদের এই এনগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@famillycooking1 @mikitaly @pelon53

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyPsMyHugtgimeGf4GaeSLBpLo19W7P5uB2gbyncoyGXD1NKkqukpZJFh2WSt...i2LbyGrGp3KDwaNNTVPj8pXyBbDECv2RUcQMZUuix3w2ie6U2tSFKHFnMAWiyM3Z4WSs5tmVVZtZLUo3r2H5Kjzj3KJAfwBB9Scd3Y8TwikXP8v6EJiisMZjQA.png

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই ।

আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

ভাই আপনি গুরুত্বপূর্ণ তিনজনকে বেছে নিয়েছেন মন পড়ার জন্য,। তবে আমি বলতে চাই যদি আমাদের মনপড়ার ক্ষমতা আল্লাহ সুবহানাতায়ালা দিতেন তাহলে হয়তোবা আমরা আরও একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করতাম। তবে একটি জায়গায় আমরা খুবই ভয় পেতাম যখন অন্য কারোর মৃত্যু আমাদের চোখের সামনে হত এবং আমি তার জন্য কিছুই করতে পারতাম না। তখন আফসোস ও ভয় দুটাই হতো।

 last year 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে সর্বোচ্চ দেয়ার

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য।

এরপরে দেখলাম আপনি বেশ সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি আপনার প্রিয় মানুষগুলোর কাছ থেকে জানতে চান,,, তাদের মনোভাব কি তারা কি সত্যিই আপনাকে ভালোবাসে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।

 last year 

যেহেতু এটা একটা এংগেজমেন্ট চ্যালেঞ্জ এবং একটি সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি

Hai @mamun123446

একজন অভাবী ব্যক্তি

Saya tidak tahu kenapa anda memilih orang yang membutuhkan. Bahkan daftar ini tidak ada dalam benak saya. Mungkin karena saya cukup egois dan memikirkan diri sendiri (Narcissus)?

Terima kasih atas publikasi anda. Bahkan jawaban anda membuka pikiran saya.

Mengenai isi pikiran politikus. Sebenarnya saya juga tertarik untuk mengetahuinya.

Semoga anda sehat selalu!

 last year 

অবশ্যই একজন অভাবী ব্যক্তির মন পড়ার কারণ আমি আমার পোস্টে শেয়ার করেছি কেন আমি একজন অভাবে ব্যক্তির মন পড়তে চাই ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য এবং সুন্দর মতামতের জন্য

My pleasure

With great emotion we notify you that this article has been curated by @malikusman1, member of team #2. Your content is amazing, keep working hard to opt for the weekly top.

Voting date: 15/07/2023

image.png

 last year 

Thank you so much for your support