লেভেল ০৪ হতে আমার অর্জন - By @mancurious(১০% @shy-fox ও ৫% @abb-school এর জন্য)
এই লেখার মাধ্যমে আমি এবিবি স্কুলের চতুর্থ স্তরের লিখিত পরীক্ষা দিচ্ছি। এই স্তরে আর্থিক লেনদেন বিষয়ে শেখানো হয়। আশা করি ভালভাবে শিখতে পেরেছি।
উত্তর: পিটুপি বা p2p হলো পিয়ার টু পিয়ার ট্রান্সফার। সরাসরি একজনের অ্যাকাউন্ট থেকে অপরজনের অ্যাকাউন্টে স্টীম, এসবিডি বা টিআরএক্স লেনদেনকে পিটুপি বলা হয়। আমার বাংলা ব্লগ এক্ষেত্রে কঠোর অবস্থান নিয়ে থাকে। উপহার প্রদান ব্যতীত একজনের অ্যাকাউন্ট থেকে অপরের অ্যাকাউন্টে লেনদেন নিষিদ্ধ। সেক্ষেত্রে উভয় অ্যাকাউন্ট একই ব্যক্তি পরিচালনা করছেন বলে মনে করা হয় ও তাকে ব্যান করা হয়। তবে মেমোতে লিখে কাউকে উপহার দেওয়া চলে।
উত্তর: প্রথমে স্টীমিটওয়ালেটে লগিন করলাম।
তারপরে স্টীমডলারের পাশে মেনুতে গিয়ে ট্রান্সফার বেছে নিলাম
এরপরে টু-তে লেভেল৪টেস্ট আইডির নাম দিলাম। পরিমাণ ০.০০১ এসবিডি দিলাম। মেমোতে পাঠানোর কারণ লিখলাম।
এরপরে সবকিছু আরেকবার দেখে নিয়ে লেনদেন নিশ্চিত করলাম।
আগে ১.১৬৫ স্টীমডলার ছিল, এখন ১.১৬৪ স্টীমডলার আছে।
স্টীমিটওয়ালেটে গিয়ে তারপরে স্টীমের পাশ থেকে মেনুতে ট্রান্সফার বেছে নিলাম।
এরপরে ট্রানজাকশনের জন্য গ্রহীতার আইডি @level4test দিলাম, পরিমাণ ০.০০১ স্টীম ও পাঠানোর কারণ মেমোতে দিলাম।
পাঠানোর আগে আরেকবার সবকিছু দেখে নিলাম।
এরপরে পাঠিয়ে দিলাম। অ্যাকাউন্টে আগে ৩০.২৮১ স্টীম ছিল, বর্তমানে ৩০.২৮ স্টীম আছে।
স্টীমিটওয়ালেটে লগিন করে টিআরএক্সের পাশে মেনুতে গেলাম।
এখান থেকে ট্রান্সফারে ক্লিক করলে পরবর্তী দৃশ্য এরকম এল।
এরপরে গ্রহীতার আইডি @level4test দিলাম। পরিমাণ .০১ টিআরএক্স দিলাম। এক্ষেত্রে মেমো ফিল্ড না দিলেও হয়। সব কিছু ভর্তি করে পরের ধাপে গিয়ে নিশ্চিত করলাম।
পরের ধাপে ট্রন অ্যাকাউন্টের প্রাইভেট কী দিলাম।
এরপরে টিআরএক্স পাঠিয়ে দিলাম।
এরপরে অ্যাকাউন্টে ৪.৯৯ টিআরএক্স পড়ে আছে।
স্টীমিটওয়ালেটে গিয়ে উপরে ডানদিকে মেনু থেকে কারেন্সি মার্কেটে যাব।
স্টীমিটওয়ালেটে গেলে স্টীম কেনাবেচার সুযোগ আসবে। পাতাটা একবার রীলোড করলেই স্টীম ও এসবিডির পারস্পরিক দাম পর্দায় চলে আসবে।
০.১ স্টীম কেনার জন্য বাঈ স্টীম অপশনে ক্লিক করব। তারপরে সব দেখে নিশ্চিত করব।
পোলোনিক্স ডট কম ওয়েবসাইটে গেলাম।
যেহেতু কদিন আগে অ্যাকাউন্ট খুলেছি, তাই লগিন অপশনে গিয়ে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিলাম।
কারোর অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ অপশনে গিয়ে ইমেইল আইডি ও একটি শক্তপোক্ত পাসওয়ার্ড দিতে হবে। ইমেইল আইডি না থাকলে বানিয়ে নিতে হবে। এরপরে ক্যাপচা ভেরিফাই করে লগিন করলাম।
পোলোনিক্সে লগিন করে ওয়ালেট সেকশন থেকে ডিপোজিটে গেলাম।
এবারে ডানদিকে ম্যাগ্নিফাইঙ গ্লাস চিহ্ন থেকে স্টীম বেছে নিলাম।
এরপরে তলায় মেমো ও অ্যাড্রেস পেলাম।
তারপরে স্টীমিটওয়ালেটে গিয়ে স্টীমের পাশে ড্রপডাউন মেনু থেকে ট্রান্সফারে যাব। টুতে পোলেনিক্সে পাওয়া অ্যাড্রেস আর মেমো ফিল্ডে মেমোটা দেব, সঙ্গে অ্যামাউন্ট দশ স্টীম দেব।
আরেকবার সব খুঁটিয়ে দেখে নিশ্চিত করব।
এরপর পোলোনিক্সে গিয়ে অ্যাক্টিভিটিতে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করলেই পরিমাণ দেখতে পাব।
এভাবে স্টীমিটওয়ালেট থেকে পোলোনিক্সে স্টীম পাঠানো যায়।
পোলোনিক্সে গিয়ে লগিন করে ডিপোজিটে গেলাম।
সার্চ করে টিআরএক্স অপশন বের করলাম। জমা দেবার ঠিকানা নিলাম।
স্টীমিটওয়ালেটে গিয়ে লগিন করে টিআরএক্সের পাশে মেনু থেকে ট্রান্সফার বেছে নিলাম।
এরপরে পোলোনিক্স থেকে পাওয়া ঠিকানা গ্রহীতার স্থানে বসালাম। অ্যাকাউন্টের প্রকার স্টীম থেকে পাল্টে ট্রন করলাম। যেহেতু এটা ট্রন ঠিকানায় পাঠানো হচ্ছে, তাই @ চিহ্ন দিতে হবে না। পরিমাণের স্থানে ২ টিআরএক্স বসালাম।
পরের ধাপে সব দেখে নিশ্চিত করলাম।
এরপরে ট্রন অ্যাকাউন্টের প্রাইভেট কী দিয়ে ট্রানজাকশন করলাম। তারপরে পোলোনিক্সে গিয়ে অ্যাক্টিভিটি থেকে দেখলাম যে পাঠানো টিআরএক্স জমা পড়েছে।
প্রথমে পোলোনিক্সে গিয়ে ট্রেড সেকশনে গেলাম। সেল অপশনে গেলাম, এরপর উপরে বাঁদিকে সার্চ বারে STEEM/USDT লিখতে হবে।
এরপর যে ফর্ম টা আসবে সেখানে দামটি নিজে থেকেই ফিলাপ হবে। অ্যামাউন্ট সেকশনে আমি কতটা অ্যামাউন্ট স্টীমকে ইউএসডিটিতে কনভার্ট করতে চাই তা লিখলাম। এরপর সেল স্টীমে ক্লিক করব।
এরপরে ওয়ালেটে গেলেই ব্যালেন্স দেখা যাবে।
এরপরে পোলোনিক্সে অ্যাকাউন্টে থাকা টিআরএক্সকে ইউএসডিটিতে পরিবর্তন করব। পোলোনিক্সে গিয়ে ট্রেড বেছে নেব। সার্চবক্স থেকে টিআরএক্স/ইউএসডিটি বাছব। দাম নিজে থেকেই চলে আসবে। পরিমাণ দশ টিআরএক্স দিলাম।
দিয়ে টিআরএক্স বেচে ইউএসডিটি কিনলাম।
এরপরে ওয়ালেটে গিয়ে দেখে নিলাম যে বেচাকেনা ঠিকভাবে হয়েছে কি না।
ধন্যবাদ ও নমস্কার।
ভালো লিখেছেন আপনি।আশা করবো লেভেল ৪ এ সকল নিয়ম কানুন মেনে চলবেন।শুভকামনা রইলো।
@mancurious
ধন্যবাদ ম্যাম
আপনার জন্য শুভকামনা রইলো । লেভেল 4 থেকে আপনি অনেক কিছু শিখেছেন। তা দেখে অনেক ভালো লাগলো। আশা করব সকল বিষয় আপনি মেনে চলবেন। ধন্যবাদ আপনাকে
ভাইয়া আপনি খুব সুন্দর করে লেভেল ফোর এর পরীক্ষা দিয়েছে। আশা করছি আপনি সবগুলো টপিক্স ভালোভাবে বুঝে নিয়েছেন। লেভেল ফোর এর বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।