লেভেল-০৩ হতে আমার অর্জন My learning From Level-03 By @mancurious (১০% @shy-fox এবং ৫% @abb-school এর জন্য)

এই পোস্টের মাধ্যমে আমি লেভেল-০৩এর লিখিত পরীক্ষা দিচ্ছি।

s1.png

**১। মার্কডাউন কী?**

মার্কডাউন হলো একপ্রকার সহজ মার্কআপ ভাষা। স্টীমিটে নিজের লেখাকে সুন্দর করে উপস্থাপন করতে মার্কডাউন ব্যবহৃত হয়।

**২। মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?**

মার্কডাউনে লেখাকে সুন্দর করে নিজেকে প্রকাশ করতে কিছু সহজ কোড ব্যবহৃত হয়। এই কোডের মাধ্যমেই লেখার ফর্ম্যাটিঙ হয়। তাই কোডের ব্যবহার গুরুত্বপূর্ণ।

**৩। পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?**

মার্কডাউন কোডের শুরুতে চারটে স্পেস দিলেই কোডটি দৃশ্যমান হয়। যেমন, লেখা মোটা করার কোড হলো

**‌A**
**৪। নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।**

image.png

প্রশ্নের টেবলটির কোড হলো

|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|user2|20|9000|
**৫। সোর্স উল্লেখ করার নিয়ম কি?**
[সোর্স](লিঙ্ক)

এটা এভাবে দৃশ্যমান হবে --

সোর্স

দেখুন এখানে সোর্স কথাটার রঙ পাল্টে গেছে।

**৬। বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।**

ক্রমান্বয়ে হেডারগুলো হলো

হেডারের কোডগুলো ক্রমান্বয়ে নিম্নরূপ

# ক
## ক
### ক
#### ক
###### ক
###### ক
**৭। টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।**
টেক্সটকে জাস্টিফাই করতে তার শুরুতে <div class="text-justify"> এবং নিচে </div> লিখব।
**৮। কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?**

কন্টেন্টের টপিক নির্বাচনের জন্য যে বিষয়ে আমার জ্ঞান আছে, সেবিষয়ের ওপরেই জোর দেওয়া উচিত। এতে লেখার সময়ে ভুলের সম্ভাবনা অনেক কম থাকবে।‌

**৯। কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন?**

ব্লগ লেখার মাধ্যমে আমরা কোনো একটি বিষয়ের উপরে সবাইকে জানাই। স্টীমিটে অপরের লেখা কপি না করে মৌলিক লেখা লিখতে হয়। কোনো বিষয়ে নিজের জ্ঞান না থাকলে মৌলিকভাবে লেখা যাবে না।

**১০। ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন?**

স্টীম কয়েনের মূল্য 0.5 ডলার ও স্টীম-ডলার কনভার্শন রেট যদি ২ হয়, তাহলে মোট $৭এর মধ্যে আমি অর্ধেক অর্থাৎ $৩.৫ পাব আর ‌৩.৫*২=৭ স্টীম পাব।

**১১। সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কী?**

সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাবার কৌশল নিম্নরূপ
১। কোনো পোস্ট হবার প্রথম পাঁচ মিনিটে ভোট দেব না।
২। ছয় মিনিট হলে ভোট দেব
৩। বড় স্টীম পাওয়ার যুক্ত কারোর ভোট পড়ার আগে ভোট দিলে বেশি কিউরেশন রিওয়ার্ড পাব।
৪। পোস্ট হবার ৬ দিন ১২ ঘণ্টার আগেই ভোট দেব। এরপরে ভোট দিলে রিওয়ার্ড পাব না।

s2.jpg

**১২। নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?**

যাঁরা স্টীমিটে নতুন, কম স্টীম পাওয়ার আছে, এমন ব্যক্তিদের জন্য @Heroism এ ডেলিগেশন করলেই সুবিধা হবে। তাঁরা নিজেরা ভোট দিলে রিওয়ার্ড পাবেন কয়েক সেন্ট মাত্র। তাতে লাভ হয় না। আবার রিওয়ার্ড ২ সেন্টের কম হলে তিনি তা পাবেনও না। আর ভাল পোস্ট খুঁজে খুঁজে ভোট দেওয়াটাও সমস্যার। তাই @Heroism এ ডেলিগেট করলে সে ভাল পোস্ট খুঁজে ভোট দেবে। আর তিনি লভ্যাংশ পেয়ে যাবেন। বেশি আয় করতে চাইলে, হাতে সময় কম থাকলে অবশ্যই @Heroism এ ডেলিগেট করবেন।

ধন্যবাদ ও নমস্কার জানিয়ে শেষ করছি।

Sort:  
 2 years ago 

সোর্স উল্লেখ করার নিয়ম কি?
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

এই দুটি প্রশ্নের কোডিং গুলো আপনি সঠিকভাবে দৃশ্যমান করতে পারেননি। এগুলো ঠিক করে আমাকে জানাবেন।