ফটোগ্রাফি-আমার পছন্দের কয়েকটি ফল গাছের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার পছন্দের কয়েকটি ফল গাছের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


আমার পছন্দের কয়েকটি ফল গাছের ফটোগ্রাফি


IMG_20240508_120819_663.jpg
Device-XANON-X20
Location


আমার ছবি তুলতে খুবই ভালো লাগে।কোথাও কোনো সুন্দর কিছু দেখলেই ফ্রেমে বন্দী করি।ভালো কোনো কিছু দেখলেই ছবি তুলে রাখি। কোথাও ঘুরতে গেলে যদি ভালো কিছু চোখে পড়ে তখনই সেটা ছবি তুলে রাখি।ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে।আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ফলসহ গাছের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।



IMG_20240508_121610_505.jpg
Device-XANON-X20
Location


প্রথমত আমি একটি কাঁঠাল গাছের ফটোগ্রাফি করেছি। কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে। এটি খুবই মজার একটি ফল।এই ফলটি আমার ভীষণ পছন্দ। এমন কেউ নেই ফলটি পছন্দ করে না। এই কাঁঠাল গাছটি আমার নানী বাড়ির পিছনের করা বাগানে ছিল। এই গাছের কাঁঠাল খেতে ভীষণ মজা।



IMG_20240508_121351_971.jpg
Device-XANON-X20
Location


দ্বিতীয়ত আমি লিচু গাছের ফটোগ্রাফি করেছি। লিচু গাছ দেখতে ভীষণ ভালো লাগে। আর লিচু খেতে তো তার থেকে বেশি ভালো লাগে। লিচু আমার খুবই পছন্দের একটি ফল। এই গাছের লিচু খেতে ভীষণ মজাদার হয়। এটিও আমার নানি বাড়ির একটি ফলের গাছ। ছোটবেলা থেকে এই গাছের লিচু আমরা খেয়ে আসছি।



IMG_20240511_145114_036.jpg
Device-XANON-X20
Location


তৃতীয়ত আমি একটি আম গাছের ফটোগ্রাফি করেছি। আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটি হচ্ছে হাড়িভাঙ্গা আম। এগুলো আমার বাবার বাড়ির গাছের আম। বেশ কয়েক বছর ধরে এই গাছের ফল আমরা খেয়ে আসছি।এই হাড়িভাঙ্গা আম খেতে ভীষণ সুস্বাদু হয়। প্রতিবছরে আমরা বেশ মজা করে আমগুলো খেয়ে থাকি।



IMG_20240508_120827_936.jpg
Device-XANON-X20
Location


চতুর্থ ফটোগ্রাফিটি আমি একটি লটকন গাছের করেছি।এই গাছটি আমার নানি বাড়ির সামনের রাস্তায় থাকা একটি গাছ। এই গাছটিতে প্রতিবছরে অনেক লটকন ধরে থাকে। আর সেই লটকন গুলো আমরা খুবই মজা করে খাই যা না খেলে কেউ বুঝতে পারবে। লটকন গুলো ভালোভাবে পরিপূর্ণ হওয়ার আগে আমরা সেগুলোকে পেরে খেয়ে ফেলি। আমার খুবই ভালো লাগে লটকন খেতে।




IMG_20240508_121421_560.jpg
Device-XANON-X20
Location


পঞ্চম ফটোটি আমি একটি লেবু গাছের করেছিলাম। লেবু খেতে কমবেশি সকলেই পছন্দ করেন। ভাত সাথে কিংবা পোলার সাথে কিংবা কোনো ভারী আইটেমের সাথে আমরা লেবু খেতে ভীষণ পছন্দ করি। এছাড়াও লেবু দিয়ে তৈরি শরবত খেলে ভীষণ ভালো লাগে। লেবুর শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকার এই লেবুগুলোর এতটা রস হয় যা বাজারে কেনা লেবু থেকে অনেকটা পরিমাণে বেশি।



IMG_20240508_115412_680.jpg
Device-XANON-X20
Location


ষষ্ঠ ফটোগ্রাফিটি জাম্বুরা গাছের ফটোগ্রাফি করেছি। আর জাম্বুরা খেতে পছন্দ করে না এমন লোকই খুবই কম পাওয়া যাবে।এই ফলটি খেতে আমার খুবই ভালো লাগে। জাম্বুরা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। সকলেরই জাম্বুরা খাওয়া উচিত।এটি শরীরকে ঠান্ডা রাখে। এটি খেতে ভীষণ মজা লাগে। আমি মাঝে মাঝে এটাকে ঝাল করে মাখিয়ে খাই। আমার খুবই ভালো লাগে এটা মাখিয়ে খেতে।



IMG_20240502_180958_903.jpg
Device-XANON-X20
Location


সপ্তম ফটোগ্রাফিটি দাদু বাড়িতে তোলা একটি পেয়ারা গাছের ফটোগ্রাফি। পেয়ারা খেতে আমার ভীষণ ভালো লাগে। যদি পেয়ারা সুন্দরভাবে মাখিয়ে খাওয়া যায় তাহলে সেটি খেতে আরো ভীষণ মজাদার হয়। আজকে আমি পেয়ারা গাছের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো সকলের কাছে ভালো লেগেছে। আমি যতটা সম্ভব ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 22 days ago 

বাহ প্রত্যেকটা ফল গাছই দেখছি ফলে পরিপূর্ণ। হাতের কাছে এত পুষ্টিকর ফল থাকলে আর কি চাই আপু। বিশেষ করে লটকন গাছের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই প্রথমবার আমি লটকন গাছের ফটোগ্রাফি দেখলাম আপনার মাধ্যমে। বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু কয়েকটি ফল গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 21 days ago 

আমার করা লটকন গাছের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 22 days ago 

ডিয়ার আপু চিমটি। আমিও না আজ ফটোগ্রাফি চেয়ার করেছি। কি করে যে মিলে গেল। তবে যে ভাবে লোভনীয় সব ফল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন তাতে তো মনে হয় পেট ব্যাথা করবে। বিশেষ করে আপনার কাঁচা আম দেখে তো আমার অবস্থা খারাপ।

 21 days ago 

এইসব লোভনীয় ফল দেখলে সত্যিই আমাদের পেটে ব্যথা হয়। ফটোগ্রাফি করতে গিয়ে আমার নিজেরও পেটে ব্যথা হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 22 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু সুন্দর কিছু দেখলেই আমরা ছবি তুলে রাখি। আর বিভিন্ন রকমের ফলের গাছগুলো দেখে অনেক ভালো লাগলো। আর ফল গুলো দেখতেও বেশ লোভনীয় লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো আপু। দারুন সব ফটোগ্রাফি আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

বিভিন্ন ধরনের ফলের গাছের ফটোগ্রাফি করতে আমারও ভীষণ ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 22 days ago 

ওয়াও আপু বিভিন্ন ধরনের ফলের গাছের ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। নটকন গাছ অবশ্যই এর আগে কখনো দেখেনি আপনার পোস্টে দেখতে পেরে বেশ ভালো লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 21 days ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার মতামত প্রকাশ করার জন্য।

 21 days ago 

সুন্দর কোন কিছু সামনে দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। যাই হোক আজকে বেশ সুন্দর কিছু ফল গাছের ফটোগ্রাফি করেছেন। লিচুগুলো দেখে খুব ভালো লাগছে। তাছাড়া আপনার দাদার বাড়িতে গিয়ে যে পেয়ারা গাছের ফটোগ্রাফি করেছেন সেই গাছটিও খুব সুন্দর লাগছে। কাঁচা আম দেখে লোভ লেগে গেলো। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে।

 21 days ago 

আমার পড়া ফটোগ্রাফির আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 21 days ago 

লটকন গাছের ফটোগ্রাফি টা দেখে তো আমি অবাক হলাম। পুরো গাছেই দেখছি ফল ধরেছে। এরকম আগে কখনো দেখিনি। বাকি ফটোগ্রাফি গুলো দেখেও খুবই ভালো লাগলো। কাঁঠাল, লিচু এবং আম সবকিছু দেখে খুবই ভালো লাগছে। দারুন ভাবে ক্যাপচার করেছেন আপনি সবকিছু। ধন্যবাদ আপু।

 19 days ago 

ফল সহ অনেক গুলো গাছের ছবি দেখলাম। তবে লটকন গাছের ফল দেখে আমি অবাক। গাছের মধ্যে এভাবে লটকন ধরে থাকে,আর তারা বিক্রয় করার সময় আকাশ ছোঁয়া দাম চাই। আমার গাছে এভাবে লটকন ধরলে ১০ টাকা কেজি বিক্রয় করতাম,হা হা হা। ধন্যবাদ।

 19 days ago 

ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68118.27
ETH 3793.84
USDT 1.00
SBD 3.46