Better Life with Steem || THE DIARY GAME || 01/12/2023 ||Friday means happy day.❤️

in Steem For Bangladesh6 months ago
আসসালামু আলাইকুম।

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারো, চলে এসেছি আমার কাটানো নতুন সুন্দর একটি দিন নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।

img_1701534606526.jpg

প্রতিদিনের মতোই আজকে সকাল বেলা আর দেরি করে ঘুম থেকে উঠলাম না। শুক্রবার হওয়ার সত্বেও আমি আজকে সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম কেন জানি আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে গেল। তো ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম এর কিছুক্ষণ পর আম্মু সকালের নাস্তা দিল আমি নাস্তা খেলাম আজকে নাস্তায় ছিল রুটি আর চা। নাস্তা খেয়ে আমি আমার রুমে এসে কিছুক্ষণ বসলাম তো বাসায় ভালো লাগছিল না তাই একটু বাহিরে থাকে হেটে আসার চিন্তা করলাম। কিছুক্ষণ পর আমি বের হলাম বেরিয়ে দেখি চারিদিকে বেশ কুয়াশা হয়েছে শীতের কারণে। অনেকদিন পর আমি দিনের বেলা কুয়াশা দেখলাম আর বাহিরে বেশ ঠান্ডাও ছিল মোটামুটি তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের এলাকার ১২ নম্বর রোডের মাঠের দিকে ওখানে গিয়ে দেখলাম মাঠে কেউ নেই সবাই হয়তো এত সকাল সকাল ঘুমাচ্ছে তাই আমি ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে বেশ ভালো একটা পরিবেশ উপভোগ করেছি এত সুন্দর হয় তা আমি আজকে তাড়াতাড়ি না উঠলে বুঝতে পারতাম না। আমি প্রতি সময় শুক্রবারে ঘুম থেকে উঠি দিনের ১১ টা বা বারোটা বাজে তাই এত সুন্দর একটি সকাল দেখতে পারিনা।

IMG_20231201_095639_754.jpg

তো এরপর বাসায় এসে আমি শুয়ে শুয়ে কিছুক্ষণ টিভি দেখলাম মোবাইল দেখলাম এবং সাড়ে বারোটার দিকে আযান দিয়ে দিল তো গোসল করে রেডি হয়ে চলে গেলাম মসজিদে, আজকেও গেলাম আমাদের এক নাম্বার রোড বন্ধন নতুন মার্কেট জামে মসজিদে আমরা বন্ধুরা সবাই এই মসজিদে ই জুমার নামাজ পড়ি। তো মসজিদে গিয়ে বন্ধুরা সবাই প্রথমে দেখা করলাম কিছুক্ষণ হালকা একটু কথাবার্তা বললাম তারপর নামাজ শুরু হয়ে গেল আমরা সবাই নামাজ পড়ে মুনাজাত ধরে চলে গেলাম যে যার বাসায়। আজকে আমাদের বাসায় গরুর মাংস রান্না হয়েছিল আমার আম্মুর হাতের রান্না করা গরুর মাংস বেশ ভালো হয় আমার মতে কিন্তু গরুর মাংস রান্না হওয়ার পরেও কেন জানি আজকে আমার খেতে ইচ্ছে করছিল না। তো আমি আম্মুকে বললাম যেন ভাত একটু কমায় দেয় তো আমি অল্প কিছু ভাত খেয়ে এবং দু এক পিস গরুর মাংস খেয়ে উঠে গেলাম কারণ আজকে আমার তেমন একটা শরীর ভালো লাগছিল না তাই অল্প খেয়ে উঠে গেলাম । খাওয়া-দাওয়া শেষে আমি উঠে আমার রুমে চলে আসলাম এসে তাড়াতাড়ি লাইট অফ করে ফ্যান চালিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে গেলাম কারণ আমার শরীর তেমন একটা ভালো লাগছিল না।

IMG_20231201_225120_546.jpg

ঘুম থেকে উঠলাম আমি মাগরিবের আজানের সময় অন্ধকার হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠার পর তো ঘুম থেকে উঠে আমি মুখ হাত ধুলাম তারপর রুমে আসলাম এসে কিছুক্ষণ বসলাম। এই কিছুক্ষণ পরে আমার বন্ধু মুমিন আমাকে কল দিল বলল একটু বাহিরে আসতে তো রেডি হয়ে বাইরে গেলাম ওর সাথে একটু মার্কেটে গেলাম ওর নাকি বাসার জন্য কিছু বাজার সদাই কেনাকাটা করার ছিল। তো আসার সময় আমরা দুই বন্ধু আমাদের নতুন মার্কেটে একটি চায়ের দোকানে গেলাম ওইখানে গিয়ে দুই প্লেট পিয়াজু অর্ডার করলাম বেশ গরম ছিল তাই খেতেও ভালো লাগছিল তার সাথে পেঁয়াজ এবং বিট লবণ বেশ ভালই লাগছিল খেতে। গরম গরম আর মুচমুচে খাওয়ার কারণে খেতে একটু বেশি ভালো লাগছিল। তো খাওয়া-দাওয়া শেষে আমি চলে আসলাম আমার বাসায় এবং সে চলে গেল তার বাসায়।

IMG_20231201_192625_458.jpgIMG_20231201_192625_769.jpg

IMG_20231201_204818_817.jpg

তো রাতের বেলা আমরা বন্ধুরা আবার সবাই একটু বের হলাম যেহেতু শুক্রবার ছিল সবার ছুটির দিন বেরিয়ে আমরা এলাকায় একটু ঘুরাঘুরি করলাম পারলাম কথাবার্তা বললাম আড্ডা দিলাম বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম প্রতি সপ্তাহে শুক্রবার দিনটি সবসময়ই আশা করি সবার ভালো যায় তেমনটাই আমাদেরও আজকের দিনটা বেশ ভালই দিয়েছে। তার সাথে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাকার ছেলেপেলেদের খেলাধুলা দেখলাম শীতকালে তারা লাইট লাগিয়ে ব্যাডমিন্টন খেলছিল এই খেলাটা আমার বেশ প্রিয় একটি খেলা এই খেলা খেলতাম আমি বেশ ভালোবাসি আমরাও কিছুদিনের মধ্যে আমাদের খেলাধুলা শুরু করব আমাদের সবকিছুর প্রস্তুতি চলছে এখন আশা করি কিছুদিনের মধ্যে আমি আমাদের ব্যাডমিন্টন খেলা নিয়ে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করব। তো এরপর আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিলাম গল্প গুজব করলাম বেশ ভালোই সময় কাটালাম বন্ধুরা সবাই একসাথে।

IMG_20231201_003937_994.jpg

তো এরপর সাড়ে নয়টার দিকে আমরা সবাই সবার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি প্রথমে হাত পা ধুয়ে নিলাম যেহেতু বাইরে থেকে এসেছি। এরপর রুমে বসে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। রাতে খাওয়া-দাওয়া শেষে আমি শুয়ে পড়লাম। এত রাতের প্রায় দুইটার দিকে আমি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলাম আর তখনই বাহিরে চোখ পরল আর দেখলাম চারদিকে বেশ ভালো বাহিরে গিয়ে দেখলাম চাঁদের আলোয় সবকিছু আলোকিত হয়ে আছে তোর সাথে সাথে আমার মোবাইল নিয়ে এনে চাঁদের একটি ছবি তুললাম আপনাদের সাথে শেয়ার করার জন্য গভীর রাতে চাঁদ বেশ সুন্দর লাগে। সত্যিই রাতের বেলা চাঁদের আলো এবং চাঁদ দুটোই দেখতে বেশ সুন্দর লাগে। তো এই ছিল আমার কাটানো অন্যতম সুন্দর একটি দিন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
 6 months ago 

আপনার পোস্টটি পড়ে বোঝা যাচ্ছে দিনটি আপনার খুব ভালো কেটেছে। রাত দুইটার সে জ্যোৎস্না ভরা চাঁদনীটি সত্যি বেশ মায়াবী লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর দিনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

TEAM 1
Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.
Curated by : @msharif

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI[ ? ] ( 0.00 % self, 22 upvotes, 16 accounts, last 7d )
Period2023-12-03
ResultClub100
  • use your voting power. Curate other user's posts.
 6 months ago 

প্রিয় ভাই,
আপনার ডায়েরি লেখা খুবই সুন্দর হয়েছে। আপনি শীতের সকালে গ্রামের একটি ছবি শেয়ার করেছেন। তারপর সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলার ছবি দিয়েছেন। এখন সারা দেশে ব্যাডমিন্টন খেলা চলে। তারপর রাতে চাঁদের একটি ছবি দিয়েছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

TEAM 1
Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.
Curated by : @msharif

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70855.94
ETH 3844.90
USDT 1.00
SBD 3.49