recipe ।। আলু ও বেগুন দিয়ে মৃগেল মাছ রান্না ।
প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
মৃগেল মাছ | ১টি (চার টুকরা করেকেটে নেওয়া) |
লবণ | পরিমাণ মত |
মরিচ গুড়া | ১ চা চামচ |
হলুদ গুড়া | ১ চা চামচ |
জিরা | ১ চা চামচ |
পেয়াজ | চারটা |
বেগুন | দুটি |
আলু | ৪টি |
সয়াবিন তেল | পরিমাণ মত |
মাছ যেহেতু আগের দিন ধরে এনেছিলাম তাই এক রাত্রের জন্য ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এলাম।
এরপর মাছের সাথে হলুদ গুড়া, মরিচ গুড়া এবং লবণ দিয়ে নিলাম । ভালভাবে মাখিয়ে রেখে দিলাম ।
একটা কড়াই চুলার উপর বসিয়ে পর্যাপ্ত গরম করে নিলাম । সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মত । এবার একে একে মাছ গুলো কড়ায়ে দিয়ে নিলাম ।
এপিঠ ওপিঠ ভালভাবে উল্টিয়ে ভেজে নিলাম । আমি সহ আমার পরিবারের অন্য সবাই মাছ ভাজাটা একটু কড়া করেই খেতে ভালবাসে তাই একটু বেশী সময় নিয়ে ভেজে নিলাম ।
এবার আলুর খোসা ছাড়িয়ে কয়েক টুকরা করে কেটে নিলাম । একটু বড় সাইজের টুকরায় বেগুন গুলোও কেটে নিয়েছি।
রান্না করার জন্যে একটি কড়াই চুলার উপর বসিয়ে নিলাম। কড়ায়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম । এবার কড়ায়ে আলু কয়েকবার ধুয়ে দিয়ে দিয়ে দিলাম ।
এখন আমি লবণ, পেয়াজ বাটা, জিরা বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া দিয়ে ভাল ভাবে মিশিয়ে মাখিয়ে নিলাম এখন ভাল মত আলু গুলো কষিয়ে নিয়ে এর মাঝে বেগুণ দিয়ে দিলাম ।
আলু এবং বেগুন সিদ্ধ হয়ে এলে পরিমাণ মত পানি দিয়ে দিলাম । পানি দেওয়ার পর একটু নড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছ গুলো একে একে দিয়ে দিলাম ।
কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আচে চুলার উপর রেখে দিয়েছিলাম ঝোল একটু ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিলাম ।
এবার আমি একটা বড় বাটিতে সব টুকু তরকারী ঢেলে নিলাম । আর নিজের জন্য একটা ছোট প্লেটে নিয়ে নিলাম খাবার জন্য। স্বাদ আশানুরুপ দারুণ হয়েছে । নিজের পুকুরের মাছ নিজে ধরে এনে নিজের জন্য রান্না করে খাওয়া । খারাপ হওয়ার কথা ছিলনা মোটেও।
আজকে আমার রেসিপি পোস্ট এখানেই সমাপ্ত করছি । আশা করি এটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যারা একটু মাছের সাথে সবজি খেতে পছন্দ করেন বিশেষ করে তাদের কাছে এভাবে রান্না করে নেওয়াটা বেশ সুবিধা জনক । ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ।
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |
আলু বেগুন দিয়ে মজাদার মৃগেল মাছের রেসিপি তৈরি করেছেন ভাইয়া। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে মৃগেল মাছের মজাদার একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বড়শি দিয়ে মাছ ধরা আমার অন্যতম একটি শখ। খুব এঞ্জয় করি মাছ ধরার সময়। বিশেষ করে যখনি মাছ টেনে নেয় নিচের দিকে আমি খুবই এক্সাইটেড হয়ে যাই। যাই হোক আপনার আলু ও বেগুন দিয়ে মৃগেল মাছ রান্নার রেসিপি খুব চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
আলু বেগুন দিয়ে মেডিকেল মাছের সুস্বাদু লোভনীয় মজাদার একটি রেসিপি প্রস্তুত করেছেন রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো এ ধরনের রেসিপি আমারও খুব ফেভারেট মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে।। এস্পেশালী ভাজা মাছগুলা দেখে লোভ সামলানোর মুশকিল ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।।।
আপনি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি একটি রেসিপি তৈরি করেছেন। দেখি তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে। আলু ও বেগুন দিয়ে মেঘের মাছ রান্নার রেসিপি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করতেছে। আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আলু বেগুন দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালই লাগে। মৃগেল মাছ খুব কমই খাওয়া হয়। কিন্তু আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। বেগুন আমার সবচেয়ে পছন্দের একটি সবজি। অনেকেরই চুলকানির কারণে বেগুন খাওয়া হয় না। কিন্তু অনেকে আবার চুলকানি হলেও লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলে। ধন্যবাদ ভাইয়া অনেক লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য।