ফটোগ্রাফিঃ বসন্তের ছোঁয়ায় রক্তিম শিমুল গাছ
প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।
কয়েক দিন পুর্বে পার্শবর্তী জেলার আলমডাঙ্গা বাজারে গেছিলাম ব্যক্তিগত কাজে । বাইক নিয়ে ঘুরছি রাস্তের পাশে একটি শিমুল গাছে চোখ পড়তেই শুধু অবাক দৃশটিতে চেয়ে থাকার মত দৃশ্য চোখে পড়ে গেল । আমি কয়েক বছর ধরে নিয়মিত গ্রামে বাস করছি অতএব এই দৃশ্য দেখে আমার এতটাও অবাক হওয়ার কথা ছিল না কিন্তু, ভেবে দেখলাম এই কয়েক বছরে আমার চোখে এমন নয়ানাভিরাম দৃশ্য পড়েনি । তবে শুধু দেখেই স্বস্তি মিলল না সাথে কিছু ফটোগ্রাফিও করে ফেললাম, উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করা ।
তো চলুন বন্ধুরা দেখে ফেলি আমার ফোনেরে ক্যামেরায় ধারণকরা শিমুল গাছের ফটোগ্রাফিগুলো ।
একটা সময় আমাদের বাড়ির উঠানের শেষ প্রান্তে পুকুরের পাড় ঘেঁশে দাঁড়িয়ে থাকতো একটি শিমুলগাছ । বসন্তের ছোঁয়া লাগতেই লাল লাল ফুলে ছেঁয়ে যেত গাছটি । বসন্ত যে এসে গেছে তা জানার জন্য কোকিলের ডাকের প্রয়োজন ছিল না । সকালে উঠে দখিনের জানালা খুলে চোখমেললেই স্পষ্ট হয়ে যেত । না আর দেরি নেই । ফাগুন এসে গেছে ।
তবে আমার সাথে সাথে আরেকটি প্রাণী খুব খুশী হতো তা দুই মাস পর তাদের বৃদ্ধি দেখলেই বোঝা যেত সেগুলো হলো পুকুরের মাছ । কয়েকদিনের মাঝেই ফুল গুলো ঝরে পড়তো পুকুরের পানিতে । ধুসর রঙের পানি গুলো হয়ে উঠতো সবুজ আর বেড়ে চলতো তাদের পুকুর জুড়ে আহলাদি বিচরণ ।
আমাদের গ্রামে কখনো তুলার চাষ দেখিনি । কৃত্রিম তুলাও ছিল বাজারে অনুপস্থিত । সেসময় তুলার একমাত্র উৎস ছিল শিমুলগাছ । বৈশাখের ঝড়ের পুর্বেই ফল সংগ্রহ করে তুলা বের করে নতুন নতুন বালিশ, তোশক, লেপ তৈরির ধুম পড়ে যেত । দাদীর ব্যস্ততা ছিল চোখে পড়ার মত ।
এখন ও বাড়ি থেকে কিছুটা দূরে অন্য পুকুরপাড়ে আরো একটি শিমুলগাছ ঠাঁয় দাঁড়িয়ে আছে তবে সেদিকে যেন আর যাওয়ায় হয়না । কৃত্রিম তুলার ভীড়ে হারিয়ে গেছে তার রাজত্ব । আর আমার ও হয়ে গেছে তেমনটি "দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া" ।
শুধু আজকের এই পোস্ট করার সময় দৌড় দিয়ে গেলাম দেখে আসার জন্য অবস্থাটা কি । এটা আমার পুকুর পাড়ের শিমুলগাছের ছবি ।
গাছ থেকে ঝরে পড়া ফুল । তার অনেকটাই সৌন্দর্য হারিয়েছে । তবে যতটা আছেই সেটুকুই বা মন্দ কিসের ।
বন্ধুরা আমার আজকের ফটোগ্রাফি পোস্ট একানেই সমাপ্ত করছি । দীর্ঘ দিনের ছুটি আবার ছুটি শেষের বিরতিতে যোগাযোগ প্রায় বন্ধ । আজ কাল করতে করতে ৩ সপ্তাহ পার হয়ে গেছে খেয়াল ই করিনি । নতুন করে ফিরে আসার চেষ্টা আপনাদের মাঝে । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি ।
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |
এজন্য কথায় আছে শিমুল এবং কৃষ্ণচূড়া ফুল না ফুটলে যেন বাংলায় আসে না বসন্ত।। বসন্তের ছোঁয়ায় মেতে ওঠে শিমুল এবং কৃষ্ণচূড়া ফুল যার সৌন্দর্যে মুখরিত হয় মানুষ।।
আপনি শিমুল গাছের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ফুলগুলো দেখতে সত্যি রক্তিম দেখাচ্ছে খুব ভালো লেগেছে আমার।।
এখন তো রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গায় শুধু শিমুল ফুল দেখা যাচ্ছে আসলে শিমুল ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুবই সুন্দরভাবে শিমুল ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি একেবারে মুগ্ধ। শিমুল ফুল গুলোর ফটোগ্রাফি করার পর সৌন্দর্যতা যেন আরো বৃদ্ধি পেয়েছে। বসন্তের ছোঁয়ায় শিমুল ফুল সত্যি মনটা ভরে যায় দেখলে। অসম্ভব সুন্দরভাবে আজকের পোস্ট শেয়ার করলেন আপনি।
বসন্তের ছোঁয়ায় রক্তিম শিমুল ফুলের ফটোগ্রাফি দেখে আমার তো মনটা একেবারে ভরে গিয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে আজকে শিমুল ফুলের ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন। এবং খুবই সুন্দর ভাবে প্রত্যেকটি কথা তুলে ধরেছেন। এরকম পোস্টগুলো যত দেখি এবং পড়ি ততই ভালো লাগে আমার কাছে। ভালোই ছিল আপনার আজকের পোস্ট।
আসলে বর্তমান সময়ে বসন্ত যে চলে এসেছে সেটা শহরের মানুষের দিকে তাকালেই বোঝা যায় কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ তখনই বসন্তকাল বস্তু যখন এই শিমুল গাছে লাল ফুল দেখত। আপনি একদম সত্য কথা বলেছেন বসন্ত চলে এসেছে এটা জানার জন্য কোকিল দেখার কোন প্রয়োজন নেই যদি এরকম একটি শিমুলতলার গাছ থাকে। শিমুলতলার এই গাছ নিয়ে আমারও ছোট্ট একটি ঘটনা আছে আপনার এই পোস্ট পড়ে সেই ঘটনাটা মনে পড়ে গেল। আসলে বসন্তকালে এই শিমুল গাছ দেখতে অনেক বেশি সুন্দর দেখায়।
বাহ শিমুল গাছের এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর দৃশ্য অনেক দিন হলো বাস্তবে দেখা হয়না। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখে অনেক ভালো লাগলো। আমরা ছোটবেলায় শিমুল ফুলের নিচের অংশ দিয়ে গাড়ি বানিয়ে খেলাধুলা করতাম।ঘাসের উপর শিমুল পড়া দেখে অনেক ভালো লাগছে।ধন্যবাদ সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।
বসন্তের ছোঁয়ায় রক্তিম শিমুল গাছ দেখতে অসাধারন লাগতেছে। শিমুল গাছের ঝড়ে পড়া ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
মামা আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে বসন্তের ছোঁয়ায় রক্তিম শিমুল গাছ ও ফুল নিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ঠিক বলেছেন মামা আপনি গাছ থেকে ফুল যদি ঝরে পড়ে তাহলে গাছের সৌন্দর্যতা হারিয়ে যাবে। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে পোস্টি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
বসন্তের ছোঁয়ায় রক্তিম শিমুল গাছ দেখতে খুবই সুন্দর লাগছে। শিমুল ফুল আমার কাছে খুবই ভালো লাগে। দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। বসন্ত কালে চারদিকে শুধু ফুলের সমরাহ। তার মধ্যে শিমুল ফুল পলাশ ফুল আরো বিভিন্ন রকম ফুল আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ।
এখন যেদিকেই তাকাবেন সেদিকে সুন্দর সুন্দর শিমুল ফুলের গাছ দেখতে পাওয়া যায় ভাইয়া। পুরো গাছে এই ফুল গুলো যখন ফোটে তখন সেই ফুলগুলো দেখতে চমৎকার লাগে। বসন্তের ছোঁয়ায় শিমুল ফুলের এই ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া শিমুল ফুলের সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার পোস্ট ভালো হয়েছে, কিছুদিন পর পর পোস্ট করে হারিয়ে যাবেন না, পোস্ট করলে পোস্ট কন্টিনিউ করুন, আর ভাইবার সময় জানিয়ে দেয়া হলে ভাইবা দিয়ে অ্যাক্টিভ লিস্ট এ জয়েন হবেন। এর পর কিছু বলার বা জানার থাকলে টিকেট ক্রিয়েট করে আমাকে অবগত করবেন
ঠিক আছে আপু । নিয়মিত পোস্ট করার চেষ্টা করবো ।