পুরান ঢাকা থেকে কেন্ডি পান্ডা ক্রয়ের অভিজ্ঞতা //@shy- fox 10% beneficiary

আসসালামু আলাইকুম

আজ রোজ রবিবার,২৭ ই ফেব্রুয়ারি ২০২২।

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ও সুস্থ আছি। আশা করি আপনারাও অনেক ভালো ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো পুরান ঢাকার ইমামগঞ্জ থেকে কেন্ডি পান্ডা ক্রয়ের অভিজ্ঞতা।
পুরান ঢাকা বিভিন্ন ধরনের মাল পাইকারি ও খুচরা ক্রয় - বিক্রয়ের জন্য বিখ্যাত। আজ আমি পুরান ঢাকার ইমামগঞ্জ ঘুরতে এসেছিলাম। এখানে বেশ কিছু দেশী-বিদেশী কেন্ডি পান্ডা ও ব্যাগ পুতুলের পাইকারি ও খুচরা দোকান দেখতে পাই। কোন কিছু কেনার ইচ্ছা ছিল না। তার পরও ইচ্ছা হলো পুরান ঢাকার ইমামগঞ্জ যখন এসেছি স্মৃতি রক্ষার্থে কিছু না কিছু কিনে কিনে যায়। প্রথমে একটি দোকানে প্রবেশ করি।দোকানটির নাম ছিল আর. ডি. এস. স্টোর।প্রথমে আমাকে সালাম দেয় আমি ও সালামের জবাব দিই। আমাকে বিভিন্ন ধরনের কেন্ডি পান্ডা দেখায় এবং দাম বলে। এখানকার দাম আমাদের নড়াইল জেলা থেকে অনেক কম। কারণ এখান থেকে সারাদেশের খুচরা ব্যবসায়ীরা মাল কিনে ব্যবসা করে। দোকানদারের ব্যবহার ছিল খুবই অমায়িক। যা আমাকে মুগ্ধ করেছে। আমি তিনটি কেন্ডি পান্ডা ক্রয় করি।যার মূল্য ৮২০টাকা হয়।আমার কাছ থেকে ২০ টাকা কম নেই বলে আপনি চা খেয়েন। এটি আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। যাইহোক আমি তিনটি কেন্ডি পান্ডা ক্রয় করি। যা আমি আমার বাড়ির পাশের ছোট বাচ্চাদের দিব। তাহলে তারা খুব খুশি হবে।

IMG_20220201_191010.jpg
দোকানে বিভিন্ন ধরনের কেন্ডি পান্ডা ও পুতুল দেখা যাচ্ছে।

IMG_20220201_190346.jpg

IMG_20220201_190516.jpg

IMG_20220201_192012.jpg

IMG_20220201_190554.jpg

IMG_20220201_201214.jpg
একটি কেন্ডি পান্ডা নিয়ে আমি দাঁড়িয়ে আছি।

IMG_20220201_191952.jpg
এটি দোকানের ক্যাশ মেমো। আমি মোট তিনটি কেন্ডি পান্ডা ক্রয় করেছি যার মূল্য ৮২০ টাকা মাত্র।

ডিভাইসঃOnePlus 8
লোকেশনঃ https://what3words.com/successor.refrained.clutter

আশা করি আপনাদের সবার ভাল লেগেছে
আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
নতুন কিছু নিয়ে পরবর্তীতে দেখা হবে।সবার সুস্থতা কামনা করছি।
ইতি-
@mdjubaar

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর করে কেন্ডি পান্ডা ক্রয় এর বর্ননা আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইলো

আপনার জন্য ও শুভ কামনা রইল।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

আপনি মোট তিনটি ক্যান্ডি পান্ডা ক্রয় করলেন। ক্যান্ডি পান্ডা গুলো দেখতে বেশ মিষ্টি দেখাচ্ছিলো বিশেষ করে আপনার ছবির সঙ্গে দেখতে অনেক সুন্দর লাগছিল । আপনার ক্যান্ডি পান্ডার কেনার অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল আমাদের মাঝে এই গল্পটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য ও শুভ কামনা রইল।

 2 years ago 

ভাইয়া, ক্যান্ডি পান্ডার সাথে আপনার ছবিটা জোস লাগছে। আপনার ছবি তোলা দেখে আমার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার মেয়েকে একটি বড় ক্যান্ডি পান্ডা কিনে দিয়েছিলাম। প্রতিদিন রাতে ওই ক্যান্ডি পান্ডা ছাড়া কিছুতেই ঘুম আসত না। এখন আমার মেয়ে একটু বড় হয়ে গেছে যার কারণে ওই ক্যান্ডি পান্ডার প্রতি তেমন একটা আগ্রহ নেই। আপনার সুন্দর পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলেই কেন্ডি পান্ডা বাচ্চাদের খুব পছন্দের জিনিস।

বলতে অনেক লজ্জা করে যে আমি কখনও ঢাকা যায়নি। সেখানকার সবকিছুই আমার অজানা। ভালো লাগলো ঢাকা ইমামগঞ্জ থেকে ক্যান্ডি পান্ডা কেনার অভিজ্ঞতা। নতুন একটা অভিজ্ঞতার সাথে সম্মুখীন হয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি খুব দ্রুত ঢাকা যাবেন।

 2 years ago 

ভাই আপনার তোলা ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। আপনি ক্যান্ডি পান্ডা ক্রয়ের যে অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি অসাধারন ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আসলে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম অভিজ্ঞতা নিতে ভালো লাগে। আপনার পোস্টের মাধ্যেমে লোকেশনটা জানতে পারলাম। আপনার ক্যান্ডি পান্ডা বেশ ভালো হয়েছে।দাম আসলেই কম ছিলো।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68096.92
ETH 3795.66
USDT 1.00
SBD 3.59