My Dream Place To Visit If STEEM Payment Is Accepted - Steemit Engagement Challenge Season 9

in Steemit Travel2 years ago (edited)

আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল স্টিমিয়ান বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে "Steemit Travel" সম্প্রদায়ে ভ্রমণ নিয়ে একটি চমৎকার ব্যস্ততা চ্যালেঞ্জ এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বেশ উত্তেজিত এবং আনন্দিত এমন চমৎকার বিষয়ের উপর ব্যস্ততা চ্যালেঞ্জ এর আয়োজন করার জন্য কেননা আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি। এখন আমি আপনাদের মাঝে ব্যস্ততা চ্যালেঞ্জ এর বিষয় ভ্রমণ নিয়ে আমার পোস্টটি উপস্থাপন করতেছি।

20230421_175639.jpg

উৎস

আমার স্বপ্নের জায়গা কোনটি এবং আমি সেখান থেকে কি অর্জন করতে চাই?

ছোটবেলা থেকেই যখন আমি বুঝতে শিখেছি তখন থেকেই আমার আমেরিকা নামের দেশটি ঘুরে দেখার শখ এবং আমি সেখান থেকে ভ্রমণের অভিঙ্গতা অর্জন করতে চাই। মূলত আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিধর রাষ্ট্র এবং সেখানকার মানুষের বুদ্ধিমত্তা খুবই প্রখর। বর্তমান আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এবং আমি আমার কারিগরি জ্ঞান বৃদ্ধির জন্য বিশ্বের কিছু সর্বোত্তম জায়গার মধ্যে আমেরিকাকে মনে করি অন্যতম। চমৎকার সৌর্ন্দযের দেশ আমেরিকা এবং সেখানকার শিক্ষার মান সমগ্র বিশ্ব বিখ্যাত। তাই আমেরিকা ভ্রমণে যেয়ে আমি সেখানকার কারিগরি শিক্ষা কেন্দ্রগুলো ও ঘুরে দেখতে চাই।

20230421_181343.jpg

ভ্রমণের জন্য আমার প্রিয় জায়গা আমেরিকার নিইওয়ার্ক শহর

আমি কোন কোম্পানীর সাথে আমার ট্রিপ পরিবেশন করতে চাই?

মূলত আমি আমেরিকা ভ্রমণের জন্য বাংলাদেশের একটি নামকরা ভ্রমণ এজেন্সি এর সাথে যোগাযোগ করব এবং সেই নাম করা ভ্রমণ এজেন্সির নাম হলো "AMAZING TOURS BD✈️"। এই এজেন্সি বা ভ্রমণ কোম্পানি ভ্রমণ পিপাসু মানুষদের নিয়ে প্রতিবছর বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়ায় এবং তারা খুবই যত্নের সাথে এবং নিরাপদ ভ্রমণের সুবিধা দিয়ে থাকে ভ্রমণ পিপাসু মানুষদের। "AMAZING TOURS BD✈️" এই এজেন্সি প্রতিবছর ভ্রমণ পিপাসু পর্যটকদের নিয়ে মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ভারত, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন নামকরা দেশে ভ্রমণ করে থাকে বিশ্বস্ততার সাথে যেজন্য নিরাপদ ভ্রমণ এবং বিশ্বস্থতার কথা বিবেচনা করে আমি আমার স্বপ্নের ভ্রমন আমেরিকায় এই এজেন্সি এর সাথে যেতা চাই।

IMG-20230421-WA0001.jpg

স্ক্রিনশটটি তাদের ওয়েভসাইড থেকে নেওয়া হয়েছে।

ভ্রমণের ক্ষেত্রে আমি কোন পদ্ধতি ব্যবহার করব?

মূলত ভ্রমণের ক্ষেত্রে আমি STEEM Token কেই বেশি প্রাধান্য দিব এবং আমি চাইব এই STEEM Token ব্যবহার করে আমার ভ্রমণ সম্পন্ন করব। কারণ আমরা সকলেই কমবেশি crypto মুদ্রা বা Token সম্পর্কে অবগত আছি যে এটি একটি অনলাইন মুদ্রা যা ধরা বা ছোঁয়া যায় না। তবে এই Token বা মুদ্রা ব্যবহার করে মুদ্রার কাজ করা সম্ভব। তাছাড়া আমি মনে করি বিভিন্ন দেশের মুদ্রা থেকে এই Crypto STEEM ব্যবহারে সুবিধা অনেক। যেমন এটি যেকোনো দেশে পরিবর্তন ছাড়া ব্যবহার করা যায় যেসব দেশে Crypto এর অনুমোদন দেয়। কাজেই সাধারণ মুদ্রার মতো বহন বা পরিবর্তন এর প্রয়োজন পড়ে না এসকল Crypto Token এর যেজন্য আমি ভ্রমণের জন্য Crypto Steem কেই বেছে নিব।

20230421_204737.jpg

Canva থেকে তৈরী করা হয়েছে👆

আমার গন্তব্যে পৌঁছাতে আমার কত টাকা বা STEEM খরচ হবে?

মূলত ভ্রমণের জন্য আমার প্রিয় জায়গা আমেরিকা যা বাংলাদেশ থেকে ১৩,২১৯ কিলোমিটার দূরে অবস্থিত একটি পশ্চিমা দেশ। কাজেই এত দূরে ভ্রমণের একটি মাত্র উপায় হচ্ছে আকাশ পথে ভ্রমণ যা বেশ ব্যায়বহুল আমার মতো মানুষের কাছে। তারপরও স্বপ্ন পূরণের লক্ষ্যে আমার সেখানে যেতে মোট খরচ হবে ৩ লক্ষ ৭০০ বাংলাদেশি টাকা যা "AMAZING TOURS BD✈️" এজেন্সির বর্তমান নির্ধারিত আমেরিকা ভ্রমণ প্যাকেজ। তবে আমি নিচে বাংলাদেশি টাকা, স্টিম এবং আমেরিকান ডলার হিসাবে আমার ভ্রমণ খরচ উল্লেখ করতেছি। বর্তমান স্টিম টোকেন এর মূল্য হিসাব অনুসারে আমি আমার ভ্রমণ খরচ উল্লোখ করতেছি।

Place to travelTravel cost BDSTEEMUSD
BD to USA300,700 Taka12,812.100 STEEM$2836.79

IMG-20230421-WA0000.jpg

স্ক্রিনশটটি তাদের ওয়েভসাইড থেকে নেওয়া হয়েছে।

STEEM কি আমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারবে?

আমি মনে করি STEEM আমার স্বপ্ন পূরণে অবশ্যই সাহায্য করতে পারে। যদিও এখন STEEM টোকেন এর মূল্য খুবই কম তারপরও যখন STEEM টোকেন এর মূল্য বৃদ্ধিপাবে বা স্টিম টোকেন পৃথিবীর প্রায় সকল দেশে যখন অনুমোদন পাবে তখন আমার স্বপ্ন পূরণ আরও সহজ হবে বলে আমি মনে করি। তাছাড়াও আমি চাই Steemit Platform এর সাথে দীর্ঘদিন কাজ চালিয়ে যেতে যার ফলে দীর্ঘদিনে আমি অনেক বেশি Steem টোকেন জমাতে পারব যা পরবর্তীতে বিক্রি করে বা সরাসরি ব্যবহার করে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি।

20230421_211358.jpg

Canva থেকে তৈরী করা হয়েছে👆

উপসংহার

ভ্রমণ মানুষের মনকে খুশি রাখে এবং আত্মার শান্তি যোগায়। আর সেটি যদি ব্যাক্তির পছন্দের বা স্বপ্নের জায়গায় ভ্রমণ হয় তাহলে তো কোনো কথাই নেই। ভ্রমণের ফলে মানুষ প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান আহরণ করে এবং মানুষ অনেক বিষয় সম্পর্কে জানতে পারে। তাইতো ভ্রমণ পিপাসু ব্যাক্তি ভ্রমণের জন্য বের হই প্রকৃতিকে ভালভাবে চিনতে এবং জানতে।

DiHLrjiPetHt6ciV9azim9NPHuTMQ59H51nYE8xqo83cHxoWjkEXJT9iFny5FDK6V87zhnX5kJcSGE6ahn1RouZuijdX8aHZSZuNzNLrHLCesrYQeLFEN3XWqtzgug...5JkLh48hmSy2Vocb8Q1ZmVRFSQE6pKeyXuZTkTt2EgzjyyZw14xbJEQeSpMhQGMsjfy2JgnjmiZATtiTZUt9hdaNJ5oWr4DTthVH964jvSwCVZQRoyCX3KLi6i.png

আমি আমার কিছু প্রিয় স্টিমিয়ান বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি : @shiftitamanna, @goodybest, @graceleon, @pelon53, @waterjoe, @funtvwiki, @enamul.

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPTmrTtokUap7s1RzFpwuezGr3P5jN7EsejVzfJQvECQZwnKsrtLGQtj9KMvbMnt18zFVUJCruL.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

El llamado sueño Americano .

Para muchos los Estados Unidos es un gran destino Turístico y con razón ya que es una de las potencias mundiales con mayor número de sitios Turísticos. Además que poseen una de las mejores educaciones en el mundo entero.se que disfrutaras y conocerás muchos y eso te servirá para tu carrera.

Siempre es mejor opción pagar con Criptomonedas si está permito en el país a dónde viajes.

Éxitos y deseo que algún día logres viajar a América.

Bendiciones 💞✨

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @chant

 2 years ago 

Dear brother

No doubt America is best place to visit it has powerful country and you did diploma further technical education can be get from there and country people has higher iq level.

I wish you soon visit it.

 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

Plagiarism freeYES
SteemexclusiveYES
Club100YES
Verified userYES
free botsYES
Voting CSI13.0
Rating8/10

Thank you !!!
Have a nice day !

Loading...