স্বর্ণলতার উপকারিতা ও ঔষধিগুণ

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা, আমার নতুন অন্য ব্লগে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হল স্বর্ণলতার উপকারিতা ও ঔষধিগুণ।

20230911_160408_0000.png

স্বর্ণলতা পাতাবিহীন একটি পরজীবী উদ্ভিদ, লতার দেহের সমস্ত ডালপালা, এবং লতা থেকে বংশবিস্তার করে, তাই নামকরণ করা হয়েছে কারণ এটি দেখতে পাতলা সোনালী লতার মতো। এর ঔষধি গুণ রয়েছে এবং অনেক ক্ষেত্রে এই লতা পোষক উদ্ভিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একটি মৌলিক গবেষণায় দেখা গেছে যে স্বর্ণলতা উদ্ভিদের পুরো অংশ বিষাক্ত। এটি একটি উর্বরতা বিরোধী ইমেটিক গর্ভপাতকারী। সোনালি হলুদ রঙের পরজীবী উদ্ভিদ গ্রামগঞ্জে এটি শূন্যলতা বা অলোক লতা নামেও পরিচিত এবং শিকড় পাতা ছাড়া ছোট ও মাঝারি উচ্চতার গাছে আঁকড়ে থাকতে দেখা যায়।

2023-09-11-035203602.jpg
2023-09-11-035048455.jpg

20230909_043737.png

আসুন জেনে নিই স্বর্ণলতার উপকারিতা ও ঔষধিগুণ সম্পর্কে;

  • সোনালী লতার বীজ চূর্ণ করে খেলে কৃমি নিরাময় হয়।

  • মুখে ঘা হলে সোনালী লতা সিদ্ধ করে সেই জল দিয়ে গার্গল করুন, ঘা দ্রুত সেরে যাবে।

2023-09-11-035126050.jpg
  • কারো মুখে অসন্তুষ্টি থাকলে বা খেতে না চাইলে সোনালী লতা সিদ্ধ করে সেই জল পান করলে বিরক্তি চলে যায়।

  • পেট ফাঁপা হওয়ার সমস্যা হলে সোনালী লতার গুঁড়ো বীজ খেলে উপকার পাওয়া যায় এবং দ্রুত ভালো হয়ে যায়।

  • সোনালী লতা পিষে ক্ষতস্থানে লাগালে ক্ষত দ্রুত সেরে যায়।

  • সোনালী লতা থেঁতো করে সেবন করলে জন্ডিস ভালো হয়।
2023-09-11-035138508.jpg
  • সোনালী লতা পেটের ব্যথায় কার্যকর, এটি জন্মনিয়ন্ত্রণ এবং অ্যানথেলমিন্টিক হিসাবে কাজ করে।

  • সোনালী লতা নির্যাস পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের জন্য একটি অত্যন্ত উপকারী আয়ুর্বেদিক চিকিৎসা।

  • সোনালী লতা প্রাচীন ভারতীয় চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে, এটি রক্ত পরিশোধক এবং পোকামাকড় নিরোধক, কারমিনেটিভ, অ্যান্থেলমিন্টিক, স্ক্যাব রিমুভার হিসেবে দেখা হয়।

2023-09-11-035150174.jpg
  • বিশ্বের বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা, জন্ডিস, রক্তচাপ, ডায়াবেটিস, লিভারের রোগ, চুলকানি, শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ সারাতে সোনালী লতা ব্যবহারের কথা জানা যায়। গবেষণায় অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে একটি।
  • এই লতা ছারপোকা মেরে দেয় কিন্তু গর্ভবতী অবস্থায় কখনোই এই লতাটি সেবন করবেন না।

আমরা অযত্নে এত দরকারী কাজ এবং পাতা বনে ফেলে রাখি। এই লতা পাতাগুলো যে এত উপকারী ও ঔষধি তা আমরা জানি না। আপনি এখন জানেন, আমাদের সকলের এটি থেকে উপকৃত হওয়া উচিত।
20230909_043737.png
তো বন্ধুরা, আশা করি আজকের পোস্টটি আপনাদের একটুও উপকারে আসলেই আমার সার্থকতা।

সুস্থ থাকুন,ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।

DEVICE
Huawei P30 lite
CAMERA
Triple - 48 MP, 8 MP, 2 MP
LOCATION
Bangladesh BD
SHORT BY
@mdrasel442
Sort:  
 2 years ago 

এটি আমাদের এলাকায় এর আগে অনেজ দেখেছি, কিন্তু এটির এত গুণাগুণ আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর ভাবে এর গুণাবলী তুলে ধরেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর পোস্ট। স্বর্ণলতা আসলেই খুব উপকারি। আমি স্বর্ণলতা এর গুণ সম্পর্কে অল্পকিছু তথ্য জানলেও এতো বেশি পরিসরে জানতাম না। পোস্টটি পড়ে অনেক নতুন জানতে পারলাম, ভালোই লাগছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

জেনে খুব ভালো লাগছে আমার পোস্টের দ্বারা আপনি নতুন কিছু জানতে পেরেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।

Golden vine is really very beneficial. I knew a little bit about the qualities of the golden vine. After reading the post I learned a lot of new things,
Thank you so much for such a beautiful post.But I missed the usual poetry you generally write. Stay healthy by God"s grace.

 2 years ago 

আপনি আমার পোষ্টের মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন তা আমি জানতে পেরে খুব ভালো লাগছে।

আপনি আমার কবিতা মিস করছেন সেটা জানতে পেরে আরো বেশি ভালো লাগছে ইনশাআল্লাহ চেষ্টা করব সামনের পোস্টটিতে একটি কবিতা লেখার জন্য।

ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের প্রতি একটু যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।

 2 years ago 

Thank you so much

Loading...
 2 years ago 

স্বর্ণলতার উপকারিতা ও ঔষধিগুণ সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। আজকে আমি আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি স্বর্ণলতা সম্পর্কে।

আজকে আপনি অনেক প্রয়োজন একটি পোস্ট করেছেন যেটা আমার জন্য অনেক দরকার ছিল। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 2 years ago 

জেনে খুব খুশি হলাম আপনি আমার পোষ্টের মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছেন আর এটাই আমার সার্থকতা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

আসলে এই সোনালী লতা গাছের নাম আগে অনেক শুনেছি। কিন্তু সত্য কথা বলতে এর উপকারিতা সম্পর্কে আগে কখনোই শুনিনি। আপনার কষ্টের মাধ্যমে প্রথম জানতে পারলাম এর উপকারিতা সম্পর্কে। যেমন সোনালী লতা পেটের ব্যথায় কার্যকর এবং সোনালী লতা থেঁতো করে সেবন করলে জন্ডিস ভালো হয়ে যায়। এছাড়া আরও অনেক উপকারিতা কথা আমাদের সাথে শেয়ার করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনালী লতার উপকারিতা সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 2 years ago 

শুনে খুব ভালো লাগলো আপনি আমার পোষ্টের দ্বারা নতুন কিছু জানতে পেরেছেন।

 2 years ago 

হ্যা,আপনি ঠিক বলেছেন এই স্বনলতার অনেক ঔযুধি গুন রেয়েছে।এই লতার রস চূলের গুঁড়া কে শক্ত‌ করতে সাহায্য করে।আপনি এই ভেসজ
উদ্ভিত টির নানা বিধ উপকারের কথা আমাদের সাথে শেয়ার করেছেন।তা পরবর্তীতে আমার অনেক উপকারে আসবে। আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 2 years ago 

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য।এই পোস্ট টি পড়ে আমি অনেক অজানা বিষয়ে জানতে পারলাম।যা আমার আগে জানা ছিলনা। আপনার প্রতি টি পোস্ট ই তথ্য‌বহুল হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। এই প্লাটফর্ম আপনার মেধার পরিচর্যার
সঠিক প্রন্থা। ভালো থাকবেন। সামনে এগিয়ে যান।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

Welcome dear friend stay safe

 2 years ago 

😊👍