শুক্রবার জুম্মার দিনে আমার নামাজের প্রস্তুতি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
Edited by Canva
আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তাই আমি একজন প্রকিত মুসলিম। মুসলমানদের সকল কার্যক্রম ও নিয়ম মেনে চলা আমার দায়িত্ব এবং কর্তব্য। তেমনি ভাবে শুক্রবারের দিন টা সপ্তাহের বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় এবং এই দিনটাকে বলা হয় সপ্তাহের ঈদের দিন।
প্রতিটা মুসলিম সপ্তাহের এই একটি দিন সবাই একত্রিত হয় এবং জামাতে সালাত আদায় করে আমিও তাদের মত একজন প্রবাস জীবন ব্যস্ততার সময়ের মধ্যেও আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দিতে উপস্থিত হয়েছি।
আমার কোম্পানিতে সুন্দর একটি নিয়ম করছে আমি মনে করি এটা শেয়ার করা দরকার আপনাদের সাথে। আমরা প্রতিনিয়তই 10 ঘন্টা কাজ করে থাকি এক ঘন্টা আমাদের দুপুরে খাওয়ার সময় কিন্তু আমরা প্রতিদিন ৪৫ মিনিট করে নেই এবং ১৫ মিনিট সঞ্চয় করে রাখি। এবং এই ১৫ মিনিট সঞ্চয় সপ্তাহের শেষ শুক্রবার এক ঘন্টা 15 মিনিট হয়ে থাকে এবং শুক্রবারে আমাদের সর্বমোট বিশ্রাম সময় দেওয়া হয় দুই ঘন্টা 15 মিনিট। এত করে আমাদের নামাজের সময় কোন অসুবিধা হয় না।
প্রার্থনার স্থান আমার কোম্পানি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আমিসহ আমার আরো তিন বন্ধু একই সঙ্গে একটি গাড়িতে করে প্রতি শুক্রবার যেয়ে থাকি। তিন বন্ধু নিলে একটি সেলফি উঠেছি। গাড়ির ভিতর থেকে।
১৫ মিনিট পরে আমরা পৌছালাম মসজিদের সামনে এটাই হলো মসজিদে সামনের অংশ অনেকটা গ্রাম্য পরিবেশ মসজিদের সামনে অনেক আমের গাছ লাগানো আছে। মালয়েশিয়াতে আবার ১২ মাস গাছে আম ধরে। তাই এখনো দুই একটা আম দেখা যাচ্ছে।
এটা হল অজু খানার জায়গা এখানে পরিষ্কার পানি দিয়ে পবিত্র হওয়ার জন্য অজু করে নিয়েছি সবাই এখানে বসে অথবা দাঁড়িয়ে অজু করতে পারে। খুব সুন্দর একটি স্থান তৈরি করেছে অজু করার জন্য।
এটা হল মসজিদের ভিতরে প্রবেশ করার পথ প্রথমে একটি ডিজিটাল আইপ্যাড রয়েছে । নামাজের অনেক নির্দেশনা বলি লেখা থাকে এবং মসজিদে চারের পাশে ক্যামেরা রয়েছে এবং ছবির ফুটেজ গুলো এই আইপ্যাটে দেখানো হয়। আর যখন ইমাম খুতবা দেয় তখন ইমামকেও দেখা হয় ।
মসজিদের ভিতরে অংশ :-
আমি মসজিদে পরিবেশ করার পর কয়েকটি ছবি তুলেছি মসজিদের ভিতরের অংশের খুব নিরিবিলি পরিবেশ ভিতর টা অনেক ঠান্ডা কেননা চারিপাশে এসি ফিট করা রয়েছে। এইজন্য বাইরে তুলনায় ভিতরে অনেক শিথিল। সামনে একজন ইমাম খুতবা দিচ্ছে খুব সুন্দর হবে শুনতে অনেক ভালো লাগছিল অনেকে নিরবে শুনছে ইমামের এই খুতবা। আমিও দুই রাকাত সালাত আদায় করে বসে পড়লাম এবং বসে একটি সেলফি তুলে ইমামের খুতবা শুনতে লাগলাম।
তো বন্ধুরা আজ শুক্রবার আমার প্রশস্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি যদি আমার লেখার ক্ষেত্রে কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
শুক্রবার মানে গরিবের হজের দিন! শুক্রবার মানেই খুবই মূল্যবান একটা সম্পদ অর্জনের দিন।
আপনাকেও জুম্মা মোবারক! কারন আমরা যখন এই পৃথিবীতে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি! তখন আমাদের রীতিনীতি আমাদের সবকিছুই মেনে চলতে হবে! আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন! আমাদেরকেও সেই অনুযায়ী চলতে হবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার শুক্রবারের কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল!ভালো থাকবেন।
শুক্রবারের জুম্মার দিনের আপনার কোম্পানি একটি সুন্দর নিয়মের জন্য আপনার কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাই কারন এমন কোম্পানি আমরা সব সময় দেখতে পাই না যারা নামাজের জন্য বাকি দিন থেকে সময় নিয়ে শুক্রবারের জন্য সময় দিয়ে দেবে, এবং আপনি আপনার কোম্পানির এমন একটি সুন্দর নিয়মের কথা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।