SEC17/W2| While making decisions, what do you prefer to follow: heart or mind?

in Incredible India17 days ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা

শুভ সন্ধ্যা,,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। প্রত্যেক সপ্তাহের নিজের লেখার কিছুটা ভিন্নতার জন্য অবশ্যই আমাদের কমিউনিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। আর এই সপ্তাহের প্রতিযোগিতার প্রশ্নগুলো খুবই চমৎকার প্রকৃতপক্ষে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই প্রথমে এডমিন ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

(ক্যানভা দ্বারা সম্পাদিত করা হয়েছে)

IMG_20240418_232735.png
Source

কমিউনিটিতে প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন লেখা পড়ে যেমন আমাদের মত অল্প জ্ঞানের হতভাগা লেখকরা পড়তে পারছি বিভিন্ন জ্ঞানী মানুষের লেখা এবং লেখা পড়ে তা থেকে কিছুটা জ্ঞান অর্জন করতে পারছি। তো যাই হোক কথা না বাড়িয়ে মূল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি।

সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার পছন্দ কী, হৃদয় নাকি মন?

এই প্রশ্নের উত্তরে আমি বলব সিদ্ধান্ত নেওয়ার সময় আমার পছন্দ আমার মন ।কেননা আমি যুক্তিবাদীতে বিশ্বাস করি।

আপনি কি মনে করেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের উভয়ের প্রয়োজন? কারণ বর্ণনা কর।

আমি মনে করি যে কোন বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় পরিস্থিতি বিবেক বিবেচনা করে তার ওপর ভিত্তি করেই একটি সিদ্ধান্তই নেওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়ার সময় আগে আমাদের হৃদয় কথা বলে তারপর মস্তিষ্ক সিগন্যাল দেয়।

ai-generated-8675165_1280.jpgsource

হৃদয় দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হয়তোবা ক্ষণিকের জন্য আর মস্তিষ্ক খাটিয়ে যে সিদ্ধান্ত নেয়া হয় সেটা দীর্ঘ মেয়াদী। মন ও হৃদয় উভয় সংমিশ্রনে মধ্য দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা নিঃসন্দেহে আমাদের ব্যক্তিগত জীবনে সুফল বয়ে আনে।

মাঝেমধ্যে আমি হৃদয় দিয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেটার ফলাফল খুব একটা ভালো হয় না ‌।যেমন, কয়েক বছর আগে এক বন্ধুর কথার ওপরে বিশ্বাস করে কিছু টাকা হাওলাদ দিয়েছিলাম কিন্তু সেই বন্ধু এখনো পর্যন্ত আমার পাওনা টাকা ফেরত দেই নাই। সে যখন আমার কাছে টাকা হাওলাদ চেয়েছিল তখন আমি আমার মস্তিষ্ক দিয়ে চিন্তা করি নাই । শুধু হৃদয় দিয়ে চিন্তা করেছি বন্ধু বিপদে পড়েছে তার কিছু সাহায্য করা উচিত কিন্তু দেখেন তার ফলাফল কি হয়েছে। তবে আমি চিন্তিত নই আল্লাহ সুবাহানাতালা এর প্রতিদান আমাকে দিচ্ছে আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন যে। যে ব্যক্তি অন্যকে সাহায্য করবে তার ফলস্বরূপ আমি তার নেকীর পাল্লাকে ভারী করে দিব। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছি এমন হাজারো সিদ্ধান্ত রয়েছে যেটা আমরা হৃদয় থেকে করি মন দিয়ে চিন্তা করি না তাইতো আমাদের বিপদ পিছন ছাড়ে না। তাই আমি বলব যে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও হৃদয় দুটোই প্রযোজ্য।

আপনি কি একজন আবেগপ্রবণ নাকি বাস্তব জীবনে ব্যবহারিক মানুষ?

এই প্রশ্নের উত্তরে আমি বলব যে আমার মত আবেগী প্রবণ মানুষ দ্বিতীয় টা আছে বলে আমার জানা নাই । কেননা আমি সহজেই মানুষকে বিশ্বাস করি তাইতো জীবনে অনেক বার ঠকেছি। আর এখনো পর্যন্ত মানুষ আমাকে ঠকিয়ে যাচ্ছে। আমার মত আবেগ প্রবন মানুষ বাস্তবতাকে চ্যালেঞ্জ করা খুবই কঠিন। আবেগপ্রবণ ব্যক্তিরা কষ্ট পেলে দুচোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরে সেটা পুরুষ হোক বা মহিলা। উদাহরণস্বরূপ বলব, আবেগপ্রবণ মানুষেরা যখন কোন কষ্টের সিনেমা দেখে দেখবেন তাদের দুচোখ দিয়ে অশ্রু ঝরছে। কিন্তু বাস্তব জীবন ব্যবহারিক মানুষগুলোর চোখ দিয়ে অশ্রু ঝরে না।

girl-2013447_1280.jpgsource

আবেগপ্রবণ মানুষের হৃদয় নরম থাকে যে কেউ সেই হৃদয়ে জায়গা করে নিতে পারে। তাই আমি বলব আবেগ দিয়ে কখনো জীবন চলে না জীবনে চালতে হয় বাস্তবতাকে মেনে নিয়ে।

আপনার কি যুবকদের জন্য কোন পরামর্শ আছে যা তাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করা উচিত।

আমি একজন যুবক তাই যুবকদের জন্য আমার পরামর্শ একটু ভিন্ন রকম, যেটা প্রত্যেক যুবকের সুন্দর জীবনকে আরো সুন্দর করে তুলবে।
দৈনন্দিন জীবন সুন্দর করতে যুবকদের বলবো আপনার আবেগ দিয়ে সিদ্ধান্ত নিবেন না আপনার মন দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিবেন।
সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকুন আর যত দ্রুত সম্ভব জীবন সঙ্গিনী খুঁজুন পবিত্র ভালবাসায় আবদ্ধ হন। বিয়ে করা যেমন একটি ইবাদত তেমনি অনেক পাপ কাছ থেকে দূরে থাকা যায়। বিয়ের পরে প্রতিটা যুবকের জীবন একটি শৃঙ্খলা বদ্ধ ভাবে চলে।

people-2561053_1280.jpgsource

যুবকরাই পারে সমাজকে পরিবর্তন করতে তাই তো সমাজে যুবকদের ভূমিকা অপ্রসীম। আল্লাহ সুবহানাতায়ালা বলেছেন যৌবনকালের ইবাদত পাথরের মত ভারী আর বৃদ্ধ বয়সের ইবাদত বাশের পাতার মতো। ‌ আল্লাহকে ভয় করুন আল্লাহর দিয়া বিধান অনুযায়ী জীবন গড়ে তুলুন।

তো বন্ধুরা আমার সামান্য জ্ঞান দিয়ে চেষ্টা করেছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর যুব উপযোগী ভাবে দেওয়ার। জানিনা কতটুকু সঠিক হয়েছে সঠিক মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে পারিছে কিনা। যদি লেখার ভেতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দেশেতে দেখবেন। প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমার লেখা শেষ করার আগে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি, @sakib012 @yoyopk @baizid123 আমার প্রিয় বন্ধুরা আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের সুন্দর মতামত শেয়ার করুন এই প্রত্যাশাই করি । আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 17 days ago 

Thank you so much sir for supporting me ❤️

Loading...

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by : @sohanurrahman



 16 days ago 

Thank you so much sir for supporting me ❤️❤️.

 16 days ago 

সর্বপ্রথম আপনার জন্য শুভকামনা রইল এংগেজমেন্টে পার্টিসিপেট করার জন্য এবং সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রিত করার জন্য, আপনার প্রথম প্রশ্নের উত্তরে দেখতে পেলাম আপনি সেখানে বলেছেন আপনি আপনার নিজের মন দিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে চান আসলে নিজের মন যা চায় তাই করা উচিত আমি এটির সাথে সহমত।

 16 days ago 

ভাই আপনি আমার মতের সাথে সহমত পোষণ করার জন্য আপনার জানাই অসংখ্য ধন্যবাদ।

 16 days ago 

ভাই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো।আপনি আমাকে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলেছেন আর আমি অবশ্যই চেষ্টা করবো করার।আর আপনি সকল প্রশ্নের উত্তর খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 16 days ago 

¡Holaaa amigo!😊

Eres una persona racional y, eso no está mal porque, de esa manera tienes la oportunidad de analizar muy bien las cosas antes de accionar pero, a pesar de ello ten en cuenta al corazón porque, perder nuestra sensibilidad no es bueno.

Te deseo mucho éxito en la dinámica. Un fuerte abrazo💚

the decision-making process involves both the heart and the mind. While emotions can cloud judgment, rationality is necessary for long-term success. As a young person, it is important to balance emotions with logic and strive to make decisions that align with moral values. By following a disciplined lifestyle and seeking guidance from Islamic teachings, young individuals can contribute positively to society.

 14 days ago 

এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর দ্বিতীয় সপ্তাহে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি ঠিক বলেছেন যে কোন পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়।

সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার এনগেজমেন্ট প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর পড়ে খুব ভালোভাবে আপনার মতামত উপস্থাপনা করেছেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি।

 14 days ago 

আমি আপনার সাথে একমত যে পরিস্থিতি বিবেচনা করেই আসলে সিদ্ধান্ত নেয়া উচিত। শুধু আবেগ থেকে সিদ্ধান্ত নিলেও চলবে না আবার শুধু মন থেকে সিদ্ধান্ত নিয়েও চলবে না।
এখন কোনটার প্রয়োজন এটাই নেওয়া উচিত।

তবে মন এবং হৃদয় দুটোর সম্মিলিত ইচ্ছের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কার্যকর
সবচেয়ে বেশি হয়।

আমি নিজেও অবাক প্রবল মানুষ। কোন সিনেমা দেখতে গেলে কস্টের কোন দৃশ্য আসলে চোখ দিয়ে অনবরত পানি পড়ে।
তরুণদের জন্য আপনি কি পরামর্শ দিয়েছেন তা খুবই কার্যকর।
প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তরই আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি।

 13 days ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে যথাযথ একটি মন্তব্য করার জন্য। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যে আমার সাথে একমত এটা জেনে বেশ ভালই লাগছে। আসলে ঠিক হৃদয় মন থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় প্রকৃতপক্ষে ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত আর এটা করার মাধ্যমে আমাদের ভুল সিদ্ধান্ত অনেক কম হয়ে থাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64143.01
ETH 3154.83
USDT 1.00
SBD 3.86