গাছ লাগান পরিবেশ বাঁচান
আসসালামু আলাইকুম।আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি । ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল। যদি আমার কোন প্রকার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিটে দেখবেন।
গাছ লাগান পরিবেশ বাঁচানো কেননা আমাদের আশেপাশে অধিক পরিমাণের গাছ গাছালি কমে গেছে যা আমাদের অক্সিজেনের সমস্যা হবে ভবিষ্যতে,এইটা আমরা সবাই জানি কিন্তু মানি না আমাদের পরিবেশ নষ্ট হওয়ার প্রধান কারণ আমরা নিজেরাই।
আমরা বন জঙ্গল পরিষ্কার করে ঐই খানে দালান কোটা তৈরি করি বড় রিসোর্ট তৈরি করি যা আমাদের বুক বিলাসীর জন্য তৈরি করা হয়। আমরা সবসময়ই জানি কিন্তু মানি না কারণ টাকার জন্য মানুষ অন্ধ হয়ে যায় এবং জঙ্গল পরিষ্কার করলে রিসোর্ট তৈরি করলে অনেক টাকা আসবে এই চিন্তা ভাবনা করে আমরা এসব বড় বড় গাছ কেটে ফেলি এবং গাছ কাটার পরে ওই গাছ দিয়ে আমরা বড় বড় আসবাবপত্র তৈরি করি যা আমাদের বুক বিলাসের জন্য কিন্তু এর ভয়াবহ পরিনীতি শিকার হবে আমাদের প্রজন্ম কেননা পৃথিবীর ভারসাম্য এখন আর সঠিক নাই আমাদের বাংলাদেশের আগে সম্পূর্ণভাবে ছয় ঋতু হতো। এখন ছয় ঋতু সম্পূর্ণভাবে হয় না। এজন্য আমারা প্রাকৃতিক দুর্যোগে ভোগান্তি শিকার হয়ে থাকি ,এইতো ৭-৮ বছর আগে বছর আগে বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণিঝড় হয়েছিল নাম তার ফণী আমার এখনো মনে আছে খবরের শুনেছি এই ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা গেছে আর অনেক মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে এবং ঘূর্ণিঝড়টি পাঁচ ছয় ফুট উপর পর্যন্ত পানি উঠেছে এই ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ছিল ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার । এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে আরো ক্ষতি হতো যদি আমাদের সুন্দরবন না থাকতো সুন্দরবনের সুন্দরী গাছগুলি রক্ষা করেছে। তারপরও নির্বোধ মানুষ কিছুই বুঝে না শুধু গাছ কাটে আর কাটে ইত্যাদি।
আমাদের সবার উচিত যদি বাড়ির আশেপাশে কিছু খালি অংশ থাকলে ওই অংশে গাছ রোপন করা বা টপে গাছের রোপন করা। এইজন্য আমি চিন্তা করেছি আমার বাসায় ছোট্ট একটি জায়গা আছে ঐ জায়গায় আমি মরিচ গাছ লাগাবো আর ধুইনা পাতা গাছ লাগাবো।
প্রথমে মাটিগুলো গুড়া গুড়া করতে হবে।
জৈব সার দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশ্রণ করতে হবে।
পানি দিয়ে মাটিগুলো সারগুলো একত্র করে ভালোভাবে মিশ্রণ করে কয়েক দিন পানি দিতে হবে এবং রেখে দিতে হবে যাতে মাটিগুলো স্যারের সাথে একে অপরের সাথে ভালোভাবে মিশে যেতে পারে।
আজকে গাছ রোপন করা কাজ।
আমাদের প্রত্যেকটি মানুষের উচিত বেশি বেশি করে গাছ রোপন করা। গাছ আছে তো আমরা আছি কারণ গাছ আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। বর্তমান এই সময়ে গাছ বা জঙ্গল কেটে সেখানে বড় বড় বিল্ডিং তৈরি হয়। এবং সবুজ প্রাকৃতিক দৃশ্য গুলো আমরা উপভোগ করতে পারি না। গাছ যদি না থাকে ভবিষ্যতের জন্য আমাদের অনেক সমস্যার মুখে পড়তে হবে। যাই হোক আপনি গাছ রোপন করার কিছু মুহূর্ত এবং সুন্দর লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে।
@mdsuhagmia আপনার লেখায় আজকে যে বিষয়টি আপনি নির্বাচন করেছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ!
তাই প্রথমেই সাধুবাদ জানাই। আজকে পরিবেশের এবং আবহাওয়ার পরিস্থিতি আমাদের শৈশবের সাথে তুলনা করলে অনেক বেশি পরিবর্তিত।
একদম খাঁটি কথা বলেছেন, প্রকৃতি মানুষের মত শব্দে প্রতিবাদ করতে পারে না বলে বোধহয়, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে প্রতিবাদ করে সময় সময়!
একজন সভ্য সামাজিক জীবের কি দায়িত্ব সেটা আপনি বৃক্ষ রোপন এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, যেটা আমার নজর কেড়েছে!
বেশিরভাগ মানুষ শুধু নিজের ঘর সুরক্ষিত রাখতে ব্যস্ত, কিন্তু তারা ভুলে যায়, প্রক্রি বেঁচে থাকলে মানব জাতির অস্তিত্ব চিরস্থায়ী হবে, নইলে মুছে যাবে মানুষের চিহ্ন।
উন্নতির হাত ধরে মানুষ এতটাই কৃত্রিম হয়ে গেছে যে, ঘরে নকল ফুল, নকল গাছের আধিক্য বিশেষ করে শহরাঞ্চলে চোখে পড়ে।
মানুষের জীবনের পরিধি ক্রমাগত ছোটো থেকে ক্ষুদ্র হতে শুরু করেছে!
সীমাবদ্ধ ফ্ল্যাটের মধ্যে চারদেওয়ালেই তাদের দায়বদ্ধতা! তবে আপনাদের মত কিছু মানুষ এবং মানসিকতা আছে বলেই, নতুন প্রজন্ম পরিবেশের সংজ্ঞা শিখতে সক্ষম হবে।
ভালো থাকুন, আর বাঁচিয়ে রাখুন সবুজকে।
আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ দিদি
গাছ লাগানো খুবই ভালো কাজ। পরিবেশ চারিদিকে যা দূষিত হয় ।আমাদের সকলকে গাছ লাগানো উচিত। চারিদিকে কাজ কেটে ফেলার ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি আপনার বাড়িতে গাছ লাগিয়েছেন। সমস্ত কিছু আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ তবে আপনার মত আমিও চেষ্টা করব আমার নিজের বাড়িতেও কিছু গাছ লাগানোর জন্য।