অসহায় শিশু (🚸Helpless child🚸)
আসসালামু আলাইকুম। আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি । ইন্ডিয়ান বাসী বাংলাদেশ বাসী সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আম্মা কয়েক দিন ধরে অসুস্থ তাই ডাক্তার দেখানো হয়েছে দুই দিন আগে আম্মাকে তাই আজকে আমি আম্মার রিপোর্ট দেখানোর জন্য ধানমন্ডি যাবো ডাক্তার কাছে। আজকে বিকাল পাঁচ টার সময় বাসার থেকে অনেক হাসি খুশি মন নিয়ে বের হলাম ! যখন আমি বাস স্ট্যান্ড পৌছালাম, মনটা অনেক খারাপ হয়েগেলো এর কারণ কি জানেন দেখি রাস্তার এক পাশে বসে অনেক গুলো শিশু সিগারেট, ডেন্ডি এই গুলো খাচ্ছে ডেন্ডি হলো এক প্রকার জুতার গাম এই গুলো ওরা খাচ্ছে এই ডেন্ডি খেলে নাকি ওদের ক্ষিদা লাগে না তাই এই ডেন্ডি খায়! এই সব দেখে মন টা অনেক খারাপ হলে গেলো।আজব এক দুনিয়া কেউ থাকে বাসায় আর কেউ থাকে রাস্তায় এই সব বাচ্চাদের বয়স হবে পাঁচ সাত বছর কেউ আবার আট বছর এর বেশি হবে না কিন্তু দেখেন পৃথিবীর মানুষরা কত না স্বার্থপর! ওদের তো মা, বাবা, থেকেও কেউ নাই ! ওরা এই পৃথিবীতে একা ওরা মনে করে এই পৃথিবীতে সুখ বলে কিছু নাই আছে শুধু কষ্ট আর এই সমাজের অবহেলা।
মানুষের খিদার জ্বালা অনেক বড় জ্বালা এই খিদার জ্বালার জন্য মানুষ কত কিছু না করে কেউ করে চুরি ,কেউ করে আবার চাকরি ,কেউ করে ব্যবসায়! এই সব কিছু করে খিদার জ্বালার জন্য- আমি খিদার জ্বালা বুঝাতে পারি রমজান মাসে। কিন্তু ওদের তো ক্ষিদার জ্বালা সারা বছর থাকে !তাহলে বলেন ওরা কেমন ঠিক থাকবে।
আমি কেন বললাম এই পথশিশু গুলোর জন্য দায়ী কিছু মানুষ! আপনারা হয়তোবা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। কিছু মানুষের একটি ভুলের জন্য এই শিশুগুলো যাদেরকে আমরা সমাজের মানুষ ঘৃণার চোখে দেখি এবং মুখে বলি জারজ সন্তান হয়তোবা খারাপ লাগছে কিন্তু এটাই সত্য তাদেরকে এই নাম বলে সবাই ডাকে আবার কেউ বলে টোকাই!শুধু কিছু মানুষের ভুলের জন্য। ঐ সকল বাচ্চাদের কখনো খারাপ ভাববেন না সত্য কথা বলতে ওরা পরিস্থিতির শিকার। আজকে এই গল্পটি দিয়ে শেষ করলাম হয়তোবা অন্য কোনদিন আবার অন্য কোন ভিন্ন গল্প নিয়ে আপনাদের মাঝে কিছু বলবো। আজ-ছিল রবিবার !
অবশেষে ধানমন্ডি গেলাম যেয়ে দেখি ডাক্তার চলে যাবে! এমন একটা অবস্থা ডাক্তারকে সবকিছু কি রিপোর্ট দেখাইলাম আর আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল প্রায় - দুই তিন ঘন্টা আমি গাড়িতেই ছিলাম।
আমার যদি কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের এই গল্পটা লিখতে গিয়ে আমার কাছে অনেক খারাপ লেগেছে কারণ আমি ভাবতে পারিনি যে আমি বাংলাদেশকে এইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আমাদের দেশের সরকার এই পথশিশু নিয়ে কাজ করছে কিন্তু কিছু জানোয়ার মানুষদের জন্য আমাদের প্রজন্ম গুলি ধ্বংস হয়ে যাচ্ছে-সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগলো সেই সাথে কিছুটা খারাপ ও লেগেছে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে , সত্যি এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর,,,।
যখন ঢাকায় এসেছিলাম আমার হাজবেন্ডের সাথে বের হলেই আমি দেখতাম এরকম বাচ্চাদের আমি না হতে দাঁড়িয়ে তাকিয়ে থাকতাম,,, এবং দেখতাম এদের কেউ থেকেও নেই,,,। আমাদের দেশের সরকারের অবশ্যই এরকম পথ শিশু নিয়ে কাজ করা উচিত তাদের জীবনটাকে ধ্বংসের দিকে না নিয়ে সুন্দর করা উচিত।।।
আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ আপু আপনাকে।