সিক্ত | বাংলা রোমান্টিক কবিতা | মেহেদী হাসান রাব্বী

in Writing & Reviews4 years ago

images (97).jpeg
চূর্ণ, বিচূর্ণ করে এই জগৎ সংসার,
প্রিয়তমা আমার,
সাক্ষী হবো দুজন এই মহাকালের যাত্রার।
মিল অমিল কিছু নেই প্রয়োজন,
তোমার মায়াবী চোখে আমার হয়যে মরন।
এ মরন শান্তির, এ মরন তৃপ্তির,
আমি তোমার এতই কাছে থাকবো,
যেনো তোমার ঠোঁটের উপর এক বিন্দু শিশির,
তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আমি রবো।
গাল বেয়ে প্রবাহিত হওয়া অশ্রু মুছে টলটলে তোমার দিকে চাওয়া হবো আমি,
জানি, এই স্বপ্ন আকাশচুম্বী।
তোমার হাসির আনন্দে নেচে উঠবে নিজের উৎফুল্ল মন,
জানি, করা যাবে না এই অসাধ্য সাধন।
তবু প্রিয়তমা, ভাগ্য আমাদের সবসময় একটি সুযোগ দিবে,
সেই সুযোগটিই আমি নিব লুফে।
আকাশচুম্বী এই স্বপ্নখানা তোমার সাজে সজ্জিত,
আমি হতে চাই ভালোবাসার পাপে দন্ডিত।
ভালোবাসার উষ্ণ অভ্যর্থনায় আমি সিক্ত,
আমার এ প্রেম আজ হলো সিক্ত,
ভালোবাসি তোমায় অনেক বেশি, অতিরিক্ত।

Sort:  

image source?

This post has received a 24.81 % upvote from @boomerang.