মজাদার ডিমের চপ বানানোর রেসিপি।||10%for shy-fox||5%for abb-school.
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে মজাদার ডিমের চপ বানানোর রেসিপি। ডিমের চপ খেতে আমার বেশ ভালো লাগে। আমি মাঝেমধ্যে ডিমের চপ বানিয়ে খাই। খুবই সহজেই বানিয়ে ফেলা যায় ডিমের চপ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣
| কলাম১ |
|---|
| বেশন |
| ডিম |
| মরিচের |
| গুঁড়া |
| লবণ |
| বেকিং পাউডার |
🥣 প্রস্তুত প্রণালী🥣
প্রথমে বেসনের মধ্যে বেকিং পাউডার, মরিচের গুঁড়া,পরিমাণ মত লবণ,দিয়ে দিতে হবে।
এবার অল্প পরিমাণে পানি দিয়ে সম্পূর্ণ গুলিয়ে নিতে হবে।
ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিতে হবে।
এবার আগের থেকে গুলিয়ে রাখা বেসনের মধ্যে ডিমগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
একটি কড়ইতে পরিমাণমতো তেল দিয়ে দিতে হবে। হালকা গরম হয়ে গেলে ডিম গুলো দিয়ে দিতে হবে।
এবার বাঁদামী রংএর করে ভেঁজে নিতে হবে।
ব্যাস এভাবেই হয়ে যাবে মজাদার ডিমের চপ।
আজ এখানেই শেষ করছি। আশা করি মজাদার ডিমের চপ আপনাদের সবার কাছে ভালো লাগবে।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Galaxy M31 |
আমি মিথিলা ইসলাম।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️
@mithila19










ছবি দেখে আমি ভেবেছিলাম এটা হয়তো কোন পিঠা কিন্তু পরে দেখলাম ডিমের চপ। এভাবে হাটে বাজারে ডিমের চপ বিক্রি হতে দেখেছি। এগুলো খেতে আমার কাছে দারুন লাগে। তবে বাসায় তৈরি ডিমের চপের তো কোন কথাই নেই। ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাইয়া আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য । শুভ কামনা রইল আপনার জন্য।
ডিমের চপ ওয়াও 😋😋
আমার খুব ই ফেভারিট মাঝেমধ্যেই প্রস্তুত করে খাওয়া হয় খুব সুন্দর ভাবে আপনি প্রস্তুত প্রণালি আমাদের মাঝে তুলে ধরেছেন পরেই বুঝতে পারলাম খেতে অনেক মজা হয়েছিল
ধন্যবাদ ভাই আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
ডিমের চপ বানানোর রেসিপি দেখে অনেক ভালো লাগলো আপু। ডিমের চপ খেতে আমি অনেক পছন্দ করি। আপনি অনেক সুন্দর ভাবে ডিমের চপ বানানোর রেসিপি উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা ডিমের চপ রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। খুবই লোভনীয় ডিমের চপ রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।
ডিমের চপ খেতে আমিও খুবই পছন্দ করি। ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
বাহ আপনি তো দেখছি খুব সুন্দর ডিমের চপ বানিয়ে পোস্ট করেছেন। এই ধরনের চপ গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ডিমের চপ বেশিরভাগ দোকান থেকে কিনে খাওয়া হয়। বাসায় কখনো বানিয়ে খাইনি আজ আপনার রেসিপি দেখে শিখে নিলাম। একসময় ট্রাই করবো।
আপু বাসায় তৈরি করে খেয়ে দেখবেন নিশ্চয়ই খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপু আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।
মুখোরোচক খাবারগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি তো দেখছি আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। ডিমের চপ খেতে সত্যিই অনেক অনেক মজার হয়ে থাকে। আপনার তৈরি ডিমের চপ দেখেও আমার খুবই মজাদার মনে হচ্ছে। ডিমের চপ তৈরীর প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।
ডিমের চপ খেতে আমি খুবই পছন্দ করি, বিশেষ করে আলুর পুর দিয়ে যে ডিমের চপ বানানো হয় ওইটা আমার কাছে অধিক প্রিয়। এভাবে শুধু ডিম দিয়ে ডিমের চপ বানালে মন্দ লাগে না। আপনার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগলো, খুব সহজেই পুরো রেসিপিটি আপনি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল আপনার জন্য।
ডিমের চপ তো আমার খুবই প্রিয়। ডিমের চপ খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনার তৈরি ডিমের চপ দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে ডিমের চপ তৈরি করার এত সুন্দর একটি পদ্ধতি উপস্থাপন করার জন্য।
ডিমের চপ খেতে আমিও খুবই ভালো লাগে। আপনাকে ধন্যবাদ ভাই। শুভ কামনা রইল আপনার জন্য।
এটা হল শর্টকাট ডিমের চপ রেসিপি। এভাবে করে অল্প সময়ে ডিমের চপ তৈরি করে ফেলা যায়। আবার আলু দিয়ে যদি ডিমের চপ তৈরি করা হয় তাহলে একটু সময় লাগে বেশি। আমিও মাঝে মাঝে এরকম করে ডিমের চপ তৈরি করে খাই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপে ধাপে ডিমের চপের রেসিপি শেয়ার করেছেন চপগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে।
ধন্যবাদ আপনাকে আপু, আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
ডিমের চপ বানিয়ে আমি কিছুদিন আগে খেয়েছিলাম খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার চপ দেখে জিভে জল চলে আসলো। মনে হচ্ছে এখান থেকে নিয়ে খেয়ে নেই। আমার কাছে ডিমের চপ খেতে অনেক ভালো লাগে। আমি বাহিরে গেলে প্রায় সময়ই এই চপ খেয়ে থাকি। আপনি খুব সুন্দর ভাবে চপগুলো বানিয়েছেন। আপনার রেসিপি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এতো সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে, শুভ কামনা রইল আপনার জন্য।
ওয়াও আপু ডিমের চপ দেখতে অনেক সুন্দর লাগছে। চপের মধ্যে বেগুনি ও ডিমের চপ খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার ডিমের চপ তৈরি রেসিপি প্রতিটি ধাপ আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে পুরো রেসিপি তৈরি করেছেন ধন্যবাদ আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপু আপনাকে, আমার সম্পুর্ন পোস্টটি পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।