Advantages and disadvantages of Facebook

in Incredible India3 years ago (edited)

pexels-photo-267399.jpegpexels

Hi,
My dear friends. I hope you are all well.

আজকে আমি আপনাদের মাঝে ফেসবুক সম্পর্কে কিছু জানা এবং অজানা বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করব।

ফেসবুক হলো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। যার মাধ্যমে একে অন্যের সাথে কানেক্ট হয়ে, তার সাথে চ্যাটিং,ইনফরমেশন শেয়ার,ভিডিও কলিং করার মতো ফেসেলিটি পাওয়া যায়। কোন হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে বের করা এবং কোন ব্যাক্তির সাথে বন্ধুত্ব করতে ফেসবুক কাজে লাগে।

pexels-photo-479354.jpegpexels

ফেসবুক হলো একধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি।

পৃথিবীতে প্রতি ১৩ জন লোকের ভিতরে ১ জনের ফেসবুক আইডি আছে।খুবই স্বাভাবিক ব্যাপার। যতই দিন যাচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা ততই বাড়ছে।ফেসবুককে টেক্কা দিতে প্রতিদিন হাজার হাজার নতুন সাইট আসছে।ফেসবুকের মতো এতো জনপ্রিয় কোনটাইহতে পারছে না।

pexels-photo-479358.jpegpexels

প্রতিদিন ফেসবুকে সাড়ে পয়ত্রিশ কোটি ছবি আপলোড করা হয়।দেড়শ কোটি যদি ফেসবুকের সদস্য হয়, তাহলে পয়ত্রিশ কোটি ছবি আপলোড অস্বাভাবিককিছু হওয়ার কথা না।

যেকোন খবর দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে সক্ষম এই ফেসবুকের মাধ্যম।নিমিষেই যেকোন তথ্য একস্থান হতে অন্যস্থানে আদান প্রদান করা যায়। মানুষের জীবনের সফলতা অন্যের কাছে প্রকাশ করতে আরও সহজ উপায়ে কাজ করছে ফেসবুক।

pexels-photo-8296051.jpegpexels

অনলাইনের মাধ্যমে অনেকেই সফলতা লাভ করেছে শুধুমাএ এই ফেসবুকের মাধ্যমে। আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হই।

ফেসবুকের যেমন সুফল রয়েছে ঠিক তেমনই এর কুফল দিকও রয়েছে।যা আমাদের জন্য জানা অত্যান্ত জরুরি।কারণ এর ব্যাবহার আমরা কীভাবে করছি সে সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আমরা আমাদের মূলবান সময় কোন কাজে ব্যায় করছি সে সম্পর্কে ধারনা থাকা উচিত।

অতিরিক্ত ফেসবুক ব্যাবহার করার কারণে আমাদের মানসিক বিকাশে সমস্যার সৃষ্টি হয়। অতিরিক্ত ফেসবুক ব্যবহার করার জন্য পারিবারিকভাবে দূরত্ব বৃদ্ধি পায়। আগে মানুষ অবসর সময়ে পরিবারের সময় বেশি দিত আর এখন স্মার্টফোনে।

pexels-photo-7359159.jpegpexels

অতিরিক্ত ফেসবুক ব্যবহার করার জন্য মারাত্মক প্রভাব ফেলে আমাদের শরীরের উপর। আমরা গুরুত্বপূর্ণ কাজে সময় না দিয়ে ফেসবুকে সময়ে বেশি দিই।দীর্ঘ সময় ফোন ব্যাবহার করার ফলে আমাদের মস্তিষ্কে অনেক চাপ পড়ে।

তোহ চলুন আমরা সবাই বিশাল বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঠিক ব্যাবহার করি।
ফেসবুকের অপব্যবহার করা থেকে বিরত থাকি এবং আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট না করি।

TQ.png

Q.png

Sort:  

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @radjasalman

 3 years ago 

Thank you very much

 3 years ago 

ফেসবুকের মাধ্যমে অনেক তথ্যই আদান-প্রদান করা যায়। বন্ধুবান্ধবদের সাথে কথা বলার একটি মাধ্যম ও বলা চলে।

ফেসবুকের সাথে টেক্কা দেওয়ার মতো অনেক সাইট আসছে এটা একদম বাস্তব কিন্তু কোন সাইট উঠতে পারতেছে না তার পাশে।

যেমন এর উপকারিতা রয়েছে তেমনি এর উপকারিতা ও রয়েছে। যেমনটি বলেছ বেশি ফেসবুক ব্যবহারের ফলে মস্তিষ্কে অনেক চাপ পড়ে।

ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থিত স্থাপন করার জন্য।

Loading...
 3 years ago 
  • অতিরিক্ত ফেসবুক ব্যবহার করার জন্য পারিবারিকভাবে দূরত্ব বৃদ্ধি পায়।

  • বর্তমানে আমাদের জীবনে ফেসবুক অনেকদিন জায়গা করে নিয়েছে, কারণ আমরা অনেকেই ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে প্রথমে ফেসবুকে ওপেন করে থাকি। আর যারা ঘুম থেকে উঠে ফেসবুক অন করে না, তারা সারা দিনের মধ্যে কখন না কখন নিশ্চিত ফেসবুকে সময় কাটায়। তবে আপনার সঠিক বলেছেন ফেসবুকে দেওয়া সময় আমাদের জীবন থেকে সেই সময় গুলো নষ্ট করছে যেগুলো আমরা পরিবারের সাথে কাটাতে পারতাম।

  • তবে হ্যাঁ সবকিছুর ভালো মন্দ দুটি দিক থাকে, তাই আমরা কিভাবে সেটা ব্যবহার করবো, সেটা একান্তই আমাদের সিদ্ধান্ত।

  • অনেক ধন্যবাদ এমন একটি বিষয়কে আমাদের মাঝে উপস্থাপন কররার জন্য। ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে ফেসবুক অতিরিক্ত ব্যবহার করলে যেমন আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় ঠিক তেমনি আমরা আমাদের পরিবার এবং আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে ধীরে ধীরে অনেকটা দূরে চলে যাই।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট এবং বিস্তারিত আমাদের সাথে আলোচনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপু।