The diary Game || 24 December 2021 || 30% to @hive-138339 || Diary by @mmratulahmed.

in Steem Bangladesh3 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আমি @mmratulahmed from Bangladesh

আজ শুক্রবার,
২৪ ডিসেম্বর, ২০২১ ।

আশা করি সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজ আমি @steem-bangladesh এর আয়োজিত ডায়েরি গেম এ অংশগ্রহণ করছি।

IMG_20211225_004227.jpg

https://maps.app.goo.gl/YKmhTy9wCKrUByTT8


•´¯•» 🗒️𝑀𝓎 𝒟𝒾𝒶𝓇𝓎🗒️»•¯´•


সকাল


সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নিলাম। তারপরও সকালের নাস্তা করে নিলাম।
তারপর ঘরটা গুছিয়ে একটু টেবিলে বসলাম পড়ালেখা করতে। অল্প কিছুক্ষেনের মধ্যেই অনলাইন এক্সাম হবে।
আজকে অনলাইন এক্সাম আছে দুইটা।

এক্সাম শেষ করে গোসল করে নামাজ এর জন্য রওনা দিলাম।


Capture.PNG


দুপুর


নামাজ পড়ে এসে দুপুরবেলা সবাই একসাথে খাওয়া-দাওয়া করতে বসলাম।


IMG_20211225_004227.jpg

https://maps.app.goo.gl/YKmhTy9wCKrUByTT8


হাঁসের দোস্ত ভুনা + খিচুড়ি


তারপর অল্প কিছুক্ষণ রেস্ট নিলাম। কারণ কিছুক্ষণ পরে আরেকটা শুরু হবে চারটার দিকে।


Capture.PNG


বিকাল&সন্ধ্যায়


এক্সাম শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় অল্প একটু রেস্ট নিয়ে তারপরে বাইরে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে।
বন্ধুদের সাথে একসাথে মিনি মিলিটারি গেম খেল্লাম।


Screenshot_2021-12-24-19-44-23-020_com.appsomniacs.da2.jpg

স্ক্রীনশট


বন্ধুদের সাথে গেম খেলে, চা পানি খেয়ে বাসার দিকে আসলাম।


Capture.PNG


রাত


বাসায় এসে রাতে Taarak Mehta Ka Ooltah Chashmah সিরিয়ালটি দেখলাম। Taarak Mehta Ka Ooltah Chashmah ভারতের জনপ্রিয় কৌতুক টেলিভিশন ধারাবাহিক। যা সাব টিভিতে প্রচার করা হয়। এটি হাসির সাথে শিক্ষা দিয়ে থাকে। এটি গোকুলধাম নামক একটি সোসাইটি নিয়ে একটি গল্প। যেখান সব রকমের মানুষ পরিবারের মতো বাস করে।
গোকুলধাম পাউডার গলি,গোরেগাঁও,মুম্বাই এর একটি আবাসিক সোসাইটি। সোসাইটির ৪ টি উইং আছে:এ উইং,বি উইং, সি উইং,ডি উইং। যদিও সোসাইটিতে ৫০টি ফ্ল্যাট আছে কিন্তু ধারাবাহিকে শুধুমাত্র ৮টি পরিবারে ঘটনাক্রম দেখায় ।
সোসাইটির সকল সদস্যদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। এমন মনে হয় যেনো পুরোটাই একটি পরিবার। তবে সাধারণ ভারতীয় পরিবারের মতো এতেও কিছু ঝগড়াঝাঁটি হয়। তবে সবসময় সোসাইটির কোনো না কোনো সদস্য বিপদে থাকে। বিপদে সবাই সবাইকে সাহায্য করে।
অনেক অনেক আগের নাটক এটা আমি অনেক আগে থেকেই নাটকটি দেখতেছি ভালই লাগে।

তারপরে রাতের খাবার খাওয়া দাওয়া শেষ করে ডেলি ডাইরি লিখতে শুরু করলাম । এখনো বসে আমার ডেইলি ডাইরি লিখছি। আর এখন আমার ডেলিডাইরি লেখা প্রায় শেষ ।

আজ এই পর্যন্ত এখানে আমি আমার ডায়েরী গেম শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

From,
@mmratulahmed

🆃🅷🅰🅽🅺🆂

Sort:  
 3 years ago 

Yummi, food

 3 years ago 

thank you for your sweet comment.

 3 years ago 

হাসের গোস্ত ভুনা খেচুরি দিয়ে লোভ দেখালেন ভাই ।সুন্দর ছিলো দিনটি ।

 3 years ago 

😂😂 ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য।