দক্ষীণেশ্বর

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার।
আসাকরি সকলকেই খুব ভালো আছেন।আমিও ভালো আছি।চলুন আজ আপদের আমার কলকাতা শহরের একটি বিশেষ যায়গায় ঘুড়িয়ে আনি।

  • দক্ষীণেশ্বর *

20220726_131556.jpg

এর আগে কয়েক বার গিয়েছিলাম ট্রেনে এইপ্রথম বার টোটোয় করে গেলাম প্রচুর মজা করলাম।
আজ প্রথমে যেখানে নিয়ে যাব সেটা হল 'দক্ষীণেশ্বর'।এখানে মা ভবতারিণী বসবাস করেন।রণী রাসমণী এই মন্দির র্নিমান করেন।এই খুবই সুন্দর।এখন অনেক নিয়ম কানুন প্রচলিত হয়েছে।

Screenshot_20221022-111423_Photos.jpg

Screenshot_20221022-111402_Photos.jpg
• ফুল নেওয়া যাবে না।
• শাড়ি,আলতা,সিন্দুর কিছু দেওয়া যাবে না।
• অনেক লাল চেলি নিয়ে যায় মায়ে * দক্ষীণেশ্বর *র পায়ে ছুয়ে নতুন গাড়িতে বা মটরসাইকেলে বাঁধে।
• মোবাইল নেওয়া যাবে না।
করোনার জন্য কপালে সিন্দুরের টিপ দেওয়াও বন্ধ হয়ে গেছে।
যাইহোক মায়ের দর্শন করে মনটা শান্ত হয়ে গেল।

এইখানে সকালে বিকেলে দুইবার পূজা হয়।ভোর৫টা থেকে ১২.৩০ পর্যন্ত ও ৫টা থেকে ৭টা পযর্ন্ত।আমরা ১২টার মধ্যে এখানে পৌঁছে পূজা দিতে পেরেছি।

                     ।ধন্যবাদ।