এলোমেলো ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগ9 months ago

আজ - ১৩ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, বসন্ত-কাল|


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।



কেমন আছেন সবাই আশা করছি ভাল আছেন । গত বেশ কয়েকদিন ধরে শুধুমাত্র জেনারেল রাইইটিং এর কিছু পোস্ট শেয়ার করছিলাম। তাই আজ ভাবলাম একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি । যদিও আমার ফটোগ্রাফির হাত বেশি ভালো না । তবুও চেষ্টা করি মাঝে মাঝে চোখের সামনে ভালো কিছু দেখলে ছবি তুলে রাখার জন্য। আজ আপনাদের সামনে আমার নিজের তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব । ফটোগ্রাফি গুলো মূলত আমাদের বাসার ছাদ থেকে তোলা হয়েছে। সুন্দর আকাশের সাথে সাথে গাছের ও কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।


1000054715.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

গোধূলি বিকেলে কমলা রঙের সূর্য যেন পুরো আকাশ রঙিন করে দিয়েছে। কচি পাতার ফাঁকে সূর্যটিকে দারুন দেখতে লাগছে।


1000054724.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

একটু একটু করে বেয়ে চলেছে এই লতাটি।


1000054719.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

আম গাছের ফাঁকে এই হলুদ রংয়ের সূর্যটি পুরো আকাশটিকে কমলা রঙে রঙিন করে দিয়েছে।


1000054722.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

সাদা নয়ন তারা ফুল দারুন ভাবে ফুটে আছে গাছটিতে।


1000054720.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

এই ফুলটির নাম জানা নেই তবে ফুলগুলো থেকে অন্যরকম একটি ঘ্রাণ বের হচ্ছিল। আর দেখতেও ভারী সুন্দর।


1000054721.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

ছোট্ট টমেটোটি টবের গাছে বেশ সুন্দর ভাবে ধরে আছে।


1000054717.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

কাঁচামরিচের ফুল এটি। ছোট্ট একটি গাছে অনেকগুলো কাঁচামরিচ ধরে আছে আর দেখতেও ভারী সুন্দর লাগে।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 9 months ago 

ওয়াও আজকে দেখছি আপনি চমৎকার কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। যদিও এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করেছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে মরিচের ফুল এবং টমেটোর ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 9 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আমার কাছে তৃতীয় ফটোগ্রাফিটা অর্থাৎ সূর্যের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া নয়নতারা ফুল এবং ছোট্ট টমেটোর ফটোগ্রাফিও খুব ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।