THE DIARY GAME : DATE (06/08/2020): আজকের এই দিনে!

in Bangladeshi Steemian4 years ago

IMG_20200806_182141.jpg
CAPTION: ITS ME AT THE JOB PLACE.

সকালের মুহুর্তটা খুবই ভালো ছিলো অন্যান্য দিনের চেয়ে। সাধারণত দেরিতে ঘুম থেকে উঠি।
আজ কেনো জানি ভোরেই উঠে গেলাম।
সময় আনুমানিক ৬ টা ১০ মিনিট অথবা ১৫ মিনিট হবে।
দাত ব্রাশ করলাম। তারপর হাতমুখ ধুয়ে ফ্রেশ হলাম।

ফ্রেশ হওয়ার পর অন্যান্য দিনরাত্রি মত যা করা হয় তাই করলাম।
অন্যান্য দিনেরমত বলতে শরীরচর্চা করাটাই মুলত কাজ থাকে।
শরীরচর্চা বলতে এই একটু হাঁটাহাঁটি হাত পা মুভ করানো এই যা।

গ্রামের মধ্যে আসলে জিম করার পরিবেশ নাই। আর যদি থাকতোও তাহলেও আমি মনে করতাম না।
কারন বলতে, বিশেষ কিছু না। যাইহোক, কে কি করবে বা করবে না,
তা তার ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আসলে কথা বলাটা মোটেও ঠিক না।

সকাল সকাল ঘুম থেকে উঠলে এই একটা সুবিধা যে সময় বেশি পাওয়া যায়।
আর এই সময়টাকে কাজে লাগানো যায়।

একদিকে যেমন বেশি সময় পাওয়া এবং আরেকদিকে শরীরের জন্যও ভালো।
সকালের হাওয়াতে আসলে খুবই উপকারিতা পাওয়া যায়। যদি সেটা মানা হয় আরকি।
এরকমই শুনে আসছি, কখনও এক্সপেরিমেন্ট করা হয় নাই।

শরীরচর্চা শেষে একটু ফ্যামিলিতে সময় দেয়া। একটু আধটু কাজ করা।
এমনিতেই অনেকটা সময় পেরিয়ে গেলো।
৯ টার দিকে ব্রেকফাস্ট করলাম। আমার থিওরি অনুসারে একটু পরিবর্তন আনা ব্রেকফাস্টে।
রুটি খেলাম সাথে মুরগির মাংস।

IMG_20200806_190530.jpg
CAPTION: BREAKFAST WITH CHICKEN CURRY AND BRED

এখনকার সিচ্যুয়েশনে বয়লারের মোরগটাই খেতে হয়। এই একটা জিনিস আসলে পুরো মানব সভ্যতা ঠিকিয়ে রেখেছে।

১০ টা বেজে ১৫ মিনিটে, একটু বের হলাম। কর্মস্থানটা একটু দেখে আসবো।
বন্যার কারনে প্রতিষ্ঠানের মাঠে পানি জমে গিয়েছিল।
মাঠের ছবি তুলে হেড অফিসে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

অনেকটা তড়িঘড়ি করেই সেখানে পৌঁছালাম। সেখানে যেতে প্রায় ৪০ মিনিটের মত লেগে গেলো।
মাঠটা পরিদর্শন করলাম, ভালোই ছিল পানি শুকিয়ে গেছে।

IMG_20200806_190411.jpg
CAPTION: LANDSCAPE VIEW OF FIELD WHICH WAS UNDER WATER.

তবে মাটিটা অনেকটা ভেজা ভেজা ভাব আছে। মনে হচ্ছে আর দুই সপ্তাহে সব ঠিক হয়ে যাবে।

প্রায় ৩০ মিনিট সেখানে কাটানোর পর, বাজারে ফিরে আসলাম।
বাজার বলতে লোকাল মার্কেট যেটাকে বলা হয় থাকে।

এক ভাই ছিলো সেখানে। তার সাথেই বসে একটু অাড্ডা দিলাম। এক সাথে কোথাও বসলে তো হলোই।
উঠতে অবশ্য মন চায় না।
এটা অনেকটা এরকমই যে যদি প্রিয় মানুষ পাশে থাকে তাহলে সময়ের খেয়াল থাকে না।

বিশেষ কোনো কারন নাই এমনিতেই বসেই গল্প করা। এই আরকি লাইফ স্টাইল সম্পর্কে একটু খোঁজ খবর।
তারপর এটা ওটা খাওয়া।
দুইজন মানুষ কোথাও বসলে কথা না থাকলেও কথা মুহুর্তেই তৈরি হয়ে যায়।

১২ টা ২৫ মিনিট,
কাজ এবং আড্ডা শেষ করে বাড়ি ফিরলাম।
বাড়ি ফিরে গোসল করলাম। তারপর একটু বিশ্রাম নেয়ার চেষ্টা করলাম।

এই সময়টাতেই ফেসবুক, মেসেঞ্জারটা চেক করলাম। আসলে খুব একটা কাজ থাকে না এগুলাতে।
তারপরও ফ্রি টাইম হলে যা হয় আরকি। একদিকে ভালোই হল এর বদৌলতে পুরাতন বন্ধু গুলার খোঁজ খবর রাখা যায়।

২ টা ৩০ মিনিট,
আজকের পত্রিকা গুলো চেক করা হয়নি। খুব সকাল উঠলেও এমনি এমনিতেই সময়টা চলে গেলো।
তাই ভাবছি পত্রিকা টা চেক করি।

অনলাইনে পত্রিকা পড়তে একটু সাচ্ছন্দ বোধ করি। কারন এটাতে পৃষ্ঠা ধরে রাখতে হয় না।
পৃষ্ঠা উল্টানো লাগেনা। জাস্ট নেক্সট পেইজ ক্লিক করাটাই যথেষ্ট।

একদিকে যেমন উপকার হচ্ছে অন্যদিকে আবার আমাদেরকে অলসও বানিয়ে দিচ্ছে।
যাইহোক, এই উপকার টাই আমাদের দরকার।

পত্রিকা পড়লাম লোকাল পত্রিকাই। যেটা আমি পছন্দ করি।
"হবিগঞ্জ এক্সপ্রেস " নামক পত্রিকাটা। এই পত্রিকার প্রত্যেকটি আর্টিকেলের কথা আমার ভালো লাগে।
এবং লোকাল পত্রিকার মধ্যে সবচেয়ে পছন্দনীয়।

Screenshot_20200806-185513.png
CAPTION: A PART OF NEWS PAPER.

৩ টা বেজে ৩০ মিনিট,
দুপুরের খাবার খেলাম। এটা অনেকটা এরকম যে ট্রেন মিস করা।
আসলে ইচ্ছা করেই এরকমটা করা। ওই যে বললাম না অলসতায় গ্রাস করে ফেলেছে আমাদের।
আমাদের কি না জানি না, তবে আমাকে যে সেটা নিশ্চিত।

১।ভাত
২। মোরগের মাংস
৩। শুটকি ভর্তা

পছন্দের না হলেও খাওয়া আরকি। বেচে থাকার জন্যতো খাবার আবশ্যক।

৪ টা ১০ মিনিটে, একটা মুভি প্লে করলাম। মুভির নাম "এলাইভ(alive)"।
সদ্য রিলিজ প্রাপ্ত কোরিয়ান মুভি। মুভিটি রিলিজ পায় এই জুনের ২৪ তারিখ।
জনরার দিক থেকে সেটা হচ্ছে জম্বি মুভি।

Screenshot_20200806-152407.png

Screenshot_20200806-145805.png
CAPTION: SCREENSHOT OF THIS MOVIE WHICH I MENTIONED IN MY POST.

পরিচালক ছিলেন চো ই হায়াং। মুভিটি ব্যবস্যা সফল ছিল।
যতদুর জানলাম US$13.4 মিলিয়ন ইনকাম করেছে।

মুভিতে দেখানো হয়েছে নায়ক কিভাবে কষ্ট করে বেচে থাকে।
ফরেন ভাষার মুভি গুলা আসলে সবসময় দারুণই হয়ে থাকে। তাই বেশির ভাগ ফরেন মুভি গুলোই দেখি।
আমার পছন্দের তালিকায় ও এটা।

৭ টা বেজে গেছে, বসে আছি একা একা রুমে। যেন কিছু ভালো লাগছে না।
অনেকটা ক্লান্ত অনুভব করছি। ফ্রি টাইম হলে যা হয় ফেসবুক টা ঘাটাঘাটি করলাম।
একটা বন্ধুর সাথে কথা বললাম।ভালো লাগলো অনেকদিন পর তার সাথে কথা বলা হয়ে উঠে না।
হয়তো ব্যস্ততার কারনেই।

যাইহোক, আজকে কথা বললাম ফ্রেশ লাগলো।
কারন পুরোনো বন্ধু মানে সেই পুরোনো অনুভূতি গুলা অনুভব করা।
সেটা সবসময় অবশ্যই এক আনন্দদায়ক এক মুহুর্ত।

৭ টা ২০ মিনিট, ক্লান্তিকরতা দূর করার জন্য এক কাপ চা খেলাম।
আদা চা অবশ্য এরকম পরিস্থিতিতে ভালোই মানায়।
সাথে যদি গলার কোনো সমস্যা থাকে মানে ঠান্ডা জনিত কোনো সমস্যা থাকে তো আদা চায় অনেকটা উপকারিতা
পাওয়া যায়।

রাতে ডিনারের পর আরেকবার ফেসবুকে লগইন করবো নিউজফিড টা চেক করার জন্য।
তারপর একটু তাড়াতাড়ি বিছানায় যাবো।

আজকের দিনটা অনেক ভালো ছিলো। যদিও পরবর্তীতে একটু ক্লান্ত ছিলাম। তারপর ও উপভোগ করেছি।

Sort:  

Thank you so much brother you doing very well
Follow @steemitblog to view update about the diary game first.

 4 years ago 

thank you so much for your beautiful post. You can share this in tweeter and facebook so that people can know this amazing platform. Keep postting 🤙

Zombie Related movies are amazing. Can you give me the link to this movie?

Here is the movie link brother,
https://racaty.net/6zwrhyttixf1

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team