ভিডিওগ্রাফি পোস্ট || কক্সবাজারের কাঁকড়া বিচ সংলগ্ন লেক এবং ঝাউবনের চমৎকার ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ16 days ago (edited)

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারো ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পরলে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।


Notes_240418_154247_b6c.jpg

Notes_240418_154253_65a.jpg


এই ভিডিওগ্রাফিটা আমি করেছিলাম কাঁকড়া বিচের দিকে যাওয়ার সময়। কক্সবাজারের প্রতিটি বিচ আসলেই খুব সুন্দর। যাইহোক কাঁকড়া বিচের দিকে যাওয়ার সময়, কাঠের ব্রিজ দিয়ে যেতে হয়। কাঠের ব্রিজটা একটি লেকের উপরে তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা বরই মাখা এবং পেয়ারা মাখা খেয়েছিলাম। তো সেই দোকানের লোকের কাছে জিজ্ঞেস করার পর, তিনি বললেন যে এই লেকটা নাকি বেশ গভীর, তবে দেখে বুঝা যায় না। তো কাঠের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় এবং ব্রিজ থেকে নামার পরে আমি চারপাশের সৌন্দর্য ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছিলাম। লেক ভিউ দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম।


Notes_240418_154245_a9d.jpg

Notes_240418_154244_cc4.jpg


আবার একটু সামনের দিকে গেলেই ঝাউবন রয়েছে। সেখানে প্রচুর ঝাউগাছ রয়েছে। ঝাউগাছ গুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। ঝাউবনের একপাশে দেখলাম মাঠের মতো খোলামেলা জায়গা রয়েছে। কিছু লোকজন দেখলাম সেখানে বসে ছিলো। যদিও সেখানে প্রবেশ করা নিষেধ। কারণ সেখানে লেখা ছিলো ভিতরে প্রবেশ করা নিষেধ এবং দড়ি বেঁধে রেখেছিলো। পাহাড়,লেক এবং ঝাউবন,সবমিলিয়ে সেই জায়গাটি আসলেই খুব সুন্দর। এমন জায়গায় গেলে যে কারোরই ভীষণ ভালো লাগবে। যাইহোক আমরা বেশ কিছুক্ষণ এই জায়গায় সময় কাটিয়ে, কাঁকড়া বিচের দিকে চলে গিয়েছিলাম।


Notes_240418_154242_3d2.jpg

Notes_240418_154248_f32.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষের চিৎকার চেচামেচির সাউন্ড ছিলো, তাই আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে গান অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন সেই শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


Notes_240418_154254_ac2.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৮.৪.২০২৪
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 16 days ago 

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 16 days ago 

ভাইয়া এর আগেও আমি আপনার কক্সবাজার ভ্রমণের কয়েকটা ভিডিওগ্রাফি দেখেছি। আজকে কক্সবাজারের কাঁকড়া ব্রিজ সংলগ্ন এবং ঝাউবনের চমৎকার ভিডিওগ্রাফি ধারণ করেছেন। আপনার ভিডিওগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 16 days ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন প্রশংসনীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 16 days ago 

ভাইয়া আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দারুণ হয়েছে। কাকড়া বিচের সংলগ্ন এই স্থানটি খুবই সুন্দর। আপনার এই পোস্টের মাধ্যমে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনি খুবই দক্ষতার সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 16 days ago 

আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 16 days ago 

আজকে আপনি দারুন ভিডিওগ্রাফি করেছেন। কক্সবাজারে কাঁকড়া বিচ সংলগ্ন এবং ঝাউবনের চমৎকার ভিডিও গ্রাফিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি দারুন দক্ষতায় আমাদের মাঝে তুলে ধরেছেন। অত্যন্ত ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 16 days ago 

ভিডিওগ্রাফিটা দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 16 days ago 

কক্সবাজার আমার কখনো যাওয়া হয়নি। তবে আপনার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে অনেক কিছুই দেখতে পেলাম। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 16 days ago 

আসলে এমন মন্তব্য পেলে কাজের গতি অনেকটা বেড়ে যায়। যাইহোক ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলো দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 16 days ago 

এত পূর্বে এই জায়গার সুন্দর একটি ভিডিও আপনি আমাদের দেখার সুযোগ করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আজকেও একটা ভিডিও আপনি তুলে ধরেছেন আমাদের মাঝে। খুবই ভালো লাগলো দ্বিতীয় ভিডিওটা দেখে। অসাধারণ একটি স্থান সম্পর্কে বেশ ধারণা পেয়ে গেলাম এবং দেখার সুযোগ পেলাম। আপনার এই কক্সবাজারের স্মৃতি এখানে দীর্ঘদিন থেকে যাবে।

 16 days ago 

আপনাদের কাছ থেকে এতো সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে, এই পোস্ট করাটা সার্থক বলে মনে হচ্ছে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 16 days ago 

ভালো লাগার মত একটি ভিডিও প্রকাশ করেছেন আপনি। অচেনা একটি জায়গা দেখতে পারলাম। কক্সবাজারের ভিডিও জেনে আরো বেশি ভালো লাগলো। চমৎকার বর্ণনা করেছেন আপনি। আপনার পোস্ট পড়া এবং ভিডিও দেখার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।

 16 days ago 

চেষ্টা করেছি সম্পূর্ণ পোস্টটি আপনাদের মাঝে দারুণভাবে উপস্থাপন করতে। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

কক্সবাজারের কাঁকড়া বিচ সংলগ্ন লেকটা অনেক সুন্দর। তার সাথে আরো সুন্দর লাগে ঝাউ বনের পাশে গেলে। জায়গাতে প্রচুর পর্যটক যায়। আপনার ফটোগ্রাফি ও সেই সাথে ভিডিওগ্রাফিতে জায়গাটা খুব সুন্দর ভাবেই দেখা যাচ্ছে। আশা করি সামনের আরো নতুন কিছু দেখতে পারবো। ধন্যবাদ।

 15 days ago 

হ্যাঁ ভাই আসলেই সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 13 days ago 

খুব সুন্দর হয়েছে আপনার এই ভিডিওগ্রাফিটি এবং খুব সুন্দর ভাবে আপনি এখানে যেসকল সৌন্দর্যগুলো ছিল সবগুলো সৌন্দর্য খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷ একইসাথে আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি পোস্ট দেখে খুবই ভালো লাগছে। কিছুদিন আগে নিজ চোখে দেখে আসা জিনিসগুলো যখন আবার আপনার কাছ থেকে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম তখন এই জায়গার প্রতি ভালোবাসা আরো একটু বৃদ্ধি পেয়ে গেল৷

 13 days ago 

হ্যাঁ কিছুদিন আগে তো আপনারাও কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। যাইহোক ভিডিওগ্রাফিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

আপনি সবসময় এত সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63626.14
ETH 3107.70
USDT 1.00
SBD 3.87