রেসিপি-হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না🍲|[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি হাঁসের ডিম খেতে অনেক পছন্দ করি। হাঁসের ডিম আমার কাছে খুবই ভালো লাগে। হাঁসের মাংস খেতে যেমন ভালো লাগে তেমনি হাঁসের ডিম খেতেও আমার খুবই ভালো লাগে। তাই আমি হাঁসের ডিম দিয়ে আজ মজার একটি রেসিপি তৈরি করেছি। হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি সকলের কাছে ভালো লাগবে


হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না:

IMG_20220321_154306.jpg
Device-OPPO-A15


যারা হাঁসের ডিম খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকে আমি মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হাঁসের ডিম ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি সেদ্ধ করে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। আর সাথে যদি হয় মিষ্টি কুমড়া তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। তাই আমি আমার পছন্দের এই রেসিপি তৈরি করে ফেললাম। হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে আমার খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো রেখেছে হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া খেতে। হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া খাওয়ার মজা হয়তো আপনারা বুঝতে পারছেন না। যখন এই রেসিপিটি কোন দিন তৈরি করে খেয়ে দেখবেন তখন বুঝতে পারবেন আসলে খেতে কতটা ভালো লাগে। তাই আমি আমার রেসিপির পুরো পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
হাঁসের ডিম২ টি
মিষ্টি কুমড়া২০০ গ্রাম
পেঁয়াজ কুচি১ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
গোটা জিরা১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৪ চামচ

IMG20220320150606.jpg

IMG20220320151507.jpg


হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি তৈরির ধাপসমূহ:


🍲ধাপ-১🍲

IMG20220320151555.jpg

IMG20220320151950.jpg


হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়া খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি হাঁসের ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।


🍲ধাপ-২🍲

IMG20220320152231.jpg

IMG20220320152241.jpg


এবার একটি কড়াই চুলার ওপর দিয়েছি। এরপর কড়াই গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর সেদ্ধ করা হাঁসের ডিম গুলো তেলের মধ্যে দিয়েছি ভাজার জন্য।


🍲ধাপ-৩🍲

IMG20220320152306.jpg

IMG20220320152324.jpg


এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও লবণ দিয়েছি। লবণ ও হলুদ দিয়ে ডিমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এরপর ডিমগুলো ভেজে নিয়েছি।


🍲ধাপ-৪🍲

IMG20220320152532.jpg

IMG20220320152615.jpg


ডিম ভাজা হয়ে গেলে এবার আরো একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি।


🍲ধাপ-৫🍲

IMG20220320152654.jpg

IMG20220320152736.jpg


এবার আমি এরমধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ও গোটা জিরা দিয়েছি। এবার চামচ দিয়ে নাড়াচাড়া করেছি।


🍲ধাপ-৬🍲

IMG20220320152837.jpg

IMG20220320152909.jpg


এবার আমি ডিম ও মসলা ভালোভাবে ভুনা করার জন্য পানি দিয়েছি। পানি দিয়ে ডিম ও মসলা ভালোভাবে ভুনা করার জন্য রান্না করেছি।


🍲ধাপ-৭🍲

IMG20220320153033.jpg

IMG20220320153047.jpg


এভাবে কিছুক্ষণ সময় রান্না করার পর যখন ডিম ভুনা হয়েছে ও মশলা ভালোভাবে ভুনা হয়েছে তখন আমি মিষ্টি কুমড়ার টুকরোগুলো প্রস্তুত করেছি এর মধ্যে দেওয়ার জন্য।


🍲ধাপ-৮🍲

IMG20220320153125.jpg

IMG20220320153156.jpg


এবার মিষ্টি কুমড়ার টুকরোগুলো ডিম ভুনার মধ্যে দিয়েছি। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মেশানোর চেষ্টা করেছি।


🍲ধাপ-৯🍲

IMG20220320153213.jpg

IMG20220320153235.jpg


এবার আরো ভালোভাবে মিষ্টি কুমড়ার টুকরাগুলো ভুনা করার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


🍲ধাপ-১০🍲

IMG20220320153443.jpg

IMG20220320153513.jpg


এভাবে কিছুক্ষণ রান্না করার পর মিষ্টি কুমড়া ও ডিম ভুনা ভালো ভাবে ভুনা করার জন্য নাড়াচাড়া করে এরপর পানি দিয়েছি। যাতে করে মিষ্টি কুমড়ার টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এরপর আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।


🍲ধাপ-১১🍲

IMG20220320154159.jpg

IMG20220320154330.jpg


এভাবে কিছুক্ষণ সময় মিষ্টি কুমড়া রান্না করার পর যখন মিষ্টি কুমড়া সেদ্ধ হয়েছে তখন আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি।


🍲ধাপ-১২🍲

IMG20220320154353.jpg

IMG20220320154415.jpg


এবার আমার তৈরি করা এই রেসিপি আরো বেশী মজাদার করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ ও সামান্য পরিমাণে গোটা জিরা দিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে তরকারি আবারো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি।


🍲শেষ ধাপ🍲

IMG_20220321_155110.jpg

IMG_20220321_155025.jpg


এভাবে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি তৈরি হয়েছে তখন আমি তরকারির কড়াই চুলার উপর থেকে নামিয়ে রেখেছি। এভাবেই আমি মজাদার এই রেসিপি তৈরি করে নিয়েছি।


🍲উপস্থাপনা:🍲

IMG_20220321_171243.jpg
Device-OPPO-A15


হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি আমার পছন্দের এই রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমি জানিনা আমার তৈরি করা এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমি চেষ্টা করেছি মজার রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 4 years ago 

রেসিপি-হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না লোভনীয় ছিল 😋
খেতে চলে আসবো ভাবছি ☺️
অনেক চমৎকার কালার এসেছে তরকারির।
দারুন ছিল উপস্থাপনা।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 4 years ago 

হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না সত্যিই অনেক লোভনীয় হয়েছিল ভাইয়া। আপনি অনেক সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশ করেছেন। আপনার মন্তব্য দেখে ভালো লাগলো। আপনাদের এই সুন্দর মন্তব্যগুলোই নতুন নতুন রেসিপি তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 4 years ago 

বাহ! খুবই সুস্বাদু একটা রেসিপি দেখতে যেমন অসাধারণ খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আমার তো দেখেই লোভ লেগে গেলো চোখ ফেরানো যাচ্ছে না মন চাচ্ছে এখনই এক প্লেট গরম ভাত নিয়ে বসে যাই খেতে। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুস্বাদু ও চমৎকার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

জি ভাইয়া আমার তৈরি করা এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া খেতে অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 years ago 

আমরা অনেক সময় এ রকম রান্না করে থাকি, ডিমের সাথে যে কোন সবজির তরকারি সেটি খেতে বেশ ভালো লাগে, আপনি খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আজকের রেসিপিটি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন ডিমের সাথে সবজি খেতে ভালো লাগে। বিশেষ করে ডিম দিয়ে যদি আলু বা মিষ্টি কুমড়া রান্না করা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার মন্তব্য প্রকাশ করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার চমৎকার একটি রেসিপি বানিয়েছেন আপনি। আমার কাছে অসাধারন লাগলো আপনার এই রেসিপিটি। দেখতেও অনেক সুস্বাদু মনে হচ্ছে। খুবই যত্ন নিয়ে বানিয়েছেন তা দেখেই বুঝা যাচ্ছে। যত্নেই তো স্বাদ আরো বেড়ে যায়। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 4 years ago 

হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া খেতে সত্যিই চমৎকার হয়েছে। আসলে হাঁসের ডিমের টেস্ট অন্যরকম। হাঁসের ডিম যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দারুন লাগে। আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। অনেক সুন্দর মন্তব্য করেছেন এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছেন। দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রেসিপি টা খুবই লোভনীয় মনে হচ্ছে এবং দেখেও যাচ্ছে খুব সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর একটি রেসিপি ছিল আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য। ভালো থাকবেন ফ্যামিলি সবাইকে নিয়ে সব সময় এই কামনা করি।

 4 years ago 

আপনার রেসিপিটি দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে আপু। হাঁসের ডিম দিয়ে আমি কখনো মিষ্টি কুমড়ার রেসিপি তৈরি করিনি। এভাবে কখনও খাওয়া হয়নি একদিন চেষ্টা করব আপনার দেওয়া রেসিপিটি মত তৈরি করতে।
ধন্যবাদ আপু সুন্দর রেসিপি শেয়ার করার জন্য

 4 years ago (edited)

নেট সমস্যার কারণে মন্তব্যটি দুইবার হয়ে গিয়েছে, তাই এডিট করে কেটে দিলাম।

 4 years ago 

আমার বাসাতেও মাঝে মাঝে হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়ার এই সুস্বাদু রেসিপি তৈরি করা হয়। আর আমার কাছে এই রেসিপিটি অত্যন্ত পছন্দনীয় একটি রেসিপি। আপনার তৈরি হাঁসের ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রন্ধনপ্রণালীর প্রতিটি ধাপ খুব সহজ করে আমাদের মাঝে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

হাঁসের ডিম ভুনা বরাবরই আমার খুব ফেভারিট মাঝেমধ্যেই প্রস্তুত করে খাওয়া হয় আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য