অরিগ্যামি-কাগজ দিয়ে পাখির অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি পাখির অরিগ্যামি শেয়ার করতে যাচ্ছি। অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। কাগজের ভাঁজে নতুন কিছু তৈরি করতে সত্যি অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আজকে হঠাৎ করেই মনে হল কাগজ দিয়ে পাখি তৈরি করবো। তাই সুন্দর করে পাখি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


কাগজ দিয়ে পাখির অরিগ্যামি তৈরি:

IMG_20241104_170404.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে তৈরি করা কোন কিছু দেখতে যেমন ভালো লাগে তেমনি কোন কিছুর তৈরি করতে ভালো লাগে। বিশেষ করে অরিগ্যামি তৈরি করতে সময় অনেকটাই কম লাগে। কাগজের ভাঁজ সঠিকভাবে দেওয়ার মাধ্যমে সুন্দর কিছু তৈরি করা যায়। আর কাগজের ভাঁজগুলো যখন ভালোভাবে দেওয়া হয় তখন দেখতে অনেক ভালো লাগে। কাগজের ভাঁজের মাধ্যমে যখন চমৎকার কিছু ফুটে ওঠে তখন নতুন তৈরি করার চেষ্টা করি। কাগজের ভাঁজের মাধ্যমে পাখির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। এই ধরনের কাজগুলো করতে সময় অনেকটা কম লাগে। তবে দেখতে খুবই ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কাগজের ভাঁজে পাখির অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।

IMG20241104162144.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241104162214.jpg
Device-OPPO-A15
IMG20241104162358.jpg
Device-OPPO-A15


অরিগ্যামি তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এবার কাগজ ভাঁজ করেছি।


ধাপ-২

IMG20241104162410.jpg
Device-OPPO-A15
IMG20241104162508.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু অংশে সুন্দর করে কাগজের ভাঁজ করেছি। যাতে পাখি তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20241104162604.jpg
Device-OPPO-A15
IMG20241104162627.jpg
Device-OPPO-A15


যেহেতু আমি কাগজের ভাঁজে পাখি তৈরি করবো তাই কাগজের ভাঁজ বিভিন্নভাবে করেছি। আর সুন্দর করে পাখি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20241104163340.jpg
Device-OPPO-A15
IMG20241104163359.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে পাখির আকৃতি তৈরি করার চেষ্টা করেছি। আর বিভিন্ন অংশ ভাঁজ করেছি।


ধাপ-৫

IMG20241104163402.jpg
Device-OPPO-A15
IMG20241104163639.jpg
Device-OPPO-A15


যেহেতু কাগজের ভাঁজে পাখি উপস্থাপন করবো তাই সুন্দর করে ভাঁজ গুলো দিয়েছি। আর সাবধানে কাগজের পাখি তৈরির চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20241104163824.jpg
Device-OPPO-A15
IMG_20241104_165122.jpg
Device-OPPO-A15


এভাবে সুন্দর করে পাখি তৈরি করা হয়ে গেলে আরো পাখি তৈরি করার জন্য কাগজ নিয়েছি। আর একই পদ্ধতিতে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20241104_170345.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। তাই আজকে ভাবলাম পাখি তৈরি করবো। আর সেই ভাবনা থেকেই কাগজের ভাঁজের মাধ্যমে সুন্দর করে পাখি তৈরি করার চেষ্টা করেছি। পাখিগুলো দেখতে কেমন হয়েছে জানি না। তবে কাগজের ভাঁজে এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লেগেছে। আমি যখনই সময় পাই তখনই কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার চেষ্টা করি। বিশেষ করে অরিগ্যামি তৈরি করতে আমার বেশি ভালো লাগে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 days ago 

যা পাখি উড়তে দিলাম তোকে যা...

পাখিদের উড়িয়ে দিন আপু। কী সুন্দর বানিয়েছেন। আমার মেয়েও এই পাখিটা বানায়৷ একবার তো জানালায় বেশ কিছু পাখি ঝুলিয়ে দিয়েছিল৷ আপনার রংবেরঙের পাখিগুলো দারুণ লাগছে৷

 10 days ago 

আপু আপনার মেয়েও এভাবে পাখি বানায় জেনে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে সত্যিই অনেক ভালো লাগে আপু।

 11 days ago 

চমৎকার একটি অরিগামি তৈরি করে আমাদের দেখিয়েছেন আপনি। আপনার সুন্দর এই অরিগামি তৈরি করতে দেখে খুব ভালো লেগেছে আমার। দারুন হয়েছে আপনার অরিগামিটা।

 10 days ago 

পাখির অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 11 days ago 

সুন্দর পাখির অরিগামি তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই পাখির অরই আমি দেখে ভালো লাগলো আমার। দারুন ভাবে অরিগামির কাজ সম্পন্ন করেছেন। দেখে খুবই খুবই খুশি হলাম আমি।

 10 days ago 

মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। তাই সুন্দর ভাবে পাখির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া।

 11 days ago 

আপনার পাখির অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছিল। পাখিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

পাখির অরিগ্যামি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে সত্যি অনেক ভালো লাগে। তাই প্রতিটি ধাপ তুলে ধরেছি আপু।

 11 days ago 

আপু আপনি রঙিন কাগজ ভাঁজ করে খুব সুন্দর তিনটি পাখির অরিগ্যামি বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। পাখি তিনটিকে দেখতে বেশ কিউট দেখাচ্ছে। অরিগ্যামি হলো ভাঁজের খেলা। ঠিক মতো ভাঁজ দিতে পারলে দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ আপু এত সুন্দর পাখির অরিগ্যামি শেয়ার করার জন্য।

 10 days ago 

কাগজ ভাঁজ করে পাখি তৈরি করতে অনেক ভালো লেগেছে। পাখিগুলো দেখতে কিউট লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 11 days ago 

অরিগামি দিয়ে কি সুন্দর পাখিগুলি তৈরি করলেন আপু। শুধুমাত্র কাগজ ভাজ করে করে কত সুন্দর সব প্রতিকৃতি তৈরি করা যায়। আমি একদিন এই পাখিগুলো বানিয়ে পোস্ট করব। আর তখন আপনার থেকে শিখেছি বলে আপনাকে ট্যাগ দেব। দারুন বানিয়েছেন কিন্তু।

 10 days ago 

শুধুমাত্র কাগজের ভাঁজ করে পাখিগুলো বানিয়েছি ভাইয়া। এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 11 days ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর পাখির অরিগ্যামি তৈরি করেছেন আপু। দেখতে খুবই কিউট লাগছে। আসলে কাগজের তৈরি এরকম প্রাণী গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। অনেক কিউট লাগে। যাইহোক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দরভাবে রঙিন কাগজ ব্যবহার করে পাখির অরিগ্যামি তৈরি করে শেয়ার করার জন্য।

 10 days ago 

সুন্দর কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। আমার তৈরি করা পাখি আপনার কাছে কিউট লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

 10 days ago 

এই শৈল্পিক কাজগুলো আমার দ্বারা যেন একেবারেই হয় না। কাগজ দিয়ে পাখির অরিগ‍্যামি টা দারুণ তৈরি করেছেন আপু। পাখিগুলো সুন্দর তৈরি করেছেন। এবং পোস্ট টাও চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

 10 days ago 

মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার। বিশেষ করে কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার বেশি ভালো লাগে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 10 days ago 

অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে রঙিন কাগজ দিয়ে তিনটি পাখির অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। সবশেষে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে সুন্দর তিনটি পাখির অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 10 days ago 

সময় নিয়ে কোন কাজ করতে ভালো লাগে। তাই সুন্দর করে পাখিগুলো তৈরি করেছি ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ ভাইয়া।