ভ্রমণ-শিল্প ও বাণিজ্য মেলা ভ্রমণ(পর্ব ১২)||

in আমার বাংলা ব্লগ14 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমন করতে যেমন ভালো লাগে। সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতেও ভালো লাগে। আজকে আমি শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের নতুন একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সকলের ভালো লাগবে।


শিল্প ও বাণিজ্য মেলা ভ্রমণ(পর্ব ১২):

IMG_20241209_200253.jpg
Device-OPPO-A15
Location


শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি আনন্দের ছিল। তাই তো এই সুন্দর মুহূর্ত গুলো পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। আসলে সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে অনেক বেশি ভালো লেগেছিল। মেলায় গেলে বিভিন্ন রকমের জিনিস কেনার সুযোগ হয়। আর প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস গুলো দেখতেও ভালো লাগে। আমিতো মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। আর ঘুরে ঘুরে দেখছিলাম কোন প্রয়োজনীয় জিনিসপত্র কেনা যায় কিনা।


IMG_20241209_200350.jpg
Device-OPPO-A15
Location


মেলার দোকানগুলোতে বিভিন্ন রকমের কালেকশন ছিল। সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল বিভিন্ন রকমের শোপিস গুলো। শোপিস কিনতে আমার অনেক ভালো লাগে। আর এই শোপিসগুলোর দাম অনেকটাই সাধ্যের মধ্যে ছিল। বিভিন্ন রকমের শোপিস গুলো যখন সাজিয়ে রাখা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। মেলায় গেলেই এই ধরনের শোপিস এগুলো কেনার চেষ্টা করি। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল।


IMG_20241209_200317.jpg
Device-OPPO-A15
Location


মেলায় গেলে প্রয়োজনীয় অনেক কিছুই কিনতে ইচ্ছা করে। বিশেষ করে সংসারের টুকিটাকি জিনিসগুলো দেখলেই মন চায় কিনতে। আসলে মেলার দোকানগুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর সেগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি কিনতেও ভালো লাগে। বিশেষ করে প্রয়োজনীয় কিংবা ব্যবহার করার জিনিস গুলোর প্রতি সবার চাহিদা অনেক বেশি থাকে। সবাই নিজেদের পছন্দের জিনিসগুলোই ক্রয় করার চেষ্টা করে। আমিও ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর পছন্দমত কেনার চেষ্টা করেছিলাম।


IMG_20241209_200139.jpg
Device-OPPO-A15
Location


আসলে সংসারের টুকিটাকি জিনিস কিনতে সবারই অনেক ভালো লাগে। আমার তো যেটা দেখি সেটাই ভালো লাগে। বিভিন্ন রকমের জিনিসগুলো যখন একসাথে সাজিয়ে রাখা হয় তখন দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই জিনিসপত্রগুলো কেনার প্রতি আগ্রহ তৈরি হয়। আমিও ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। আর দাম যেহেতু অনেকটাই সাধ্যের মধ্যে ছিল তাই আমার মত অনেকে সেখানে ভিড় জমিয়েছিল।


IMG_20241209_200436.jpg
Device-OPPO-A15
Location


মেলায় গেলে বিভিন্ন রকমের জিনিসগুলো দেখে যেমন ভালো লাগে তেমনি কেনাকাটা করতে ভালো লাগে। ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে ছোট ছোট জিনিস গুলো কিনতে বেশি ভালো লাগে। আমি তো দারুণভাবে সময়টা কাটিয়েছিলাম। আর সুন্দর জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি কথা বলতে মেলায় কাটানো প্রত্যেকটা মুহূর্তই যেন অনেক বেশি আনন্দের ছিল। আর অনেক বেশি উৎসবমুখর ছিল। সব মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছিল।


শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি সকলের ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 14 days ago 

IMG_20241209_093929.jpg
IMG_20241209_093942.jpg
IMG_20241209_093950.jpg

 14 days ago 

মেলা মানেই সুন্দর সুন্দর জিনিসের সমাহার।আর এরকম মেলায় গিয়ে দারুণ দারুণ জিনিস দেখে নিজেকে সামলে রাখাটা খুবই মুশকিল হয় বলে আমি খুব একটা যাই না।আপু আপনার মেলায় ঘোরাঘুরি ও সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপু।

 13 days ago 

একদম ঠিক বলেছেন আপু মেলা মানেই সুন্দর সুন্দর জিনিসের সমাহার। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো পাওয়া যায় মেলায়।

 14 days ago 

সংসারের কাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস পত্রের প্রয়োজন হয়। আপনি দেখছি শিল্প ও বানিজ্য মেলা থেকে সাংসারিক কিছু জিনিস পত্র কিনেছেন, দেখে বেশ ভালো লাগলো।আর যে কোন মেলার মধ্যে এখন প্রায় সব ধরনের জিনিস পত্রের দোকান বসে।আর এই সব দোকানের মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিস পত্র পাওয়া যায়।

 13 days ago 

মেলায় গেলে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে। আর সব জিনিস গুলো দেখেই কিনতে ইচ্ছা করে।

 14 days ago 

আপনার শিল্প ও বাণিজ্য মেলা ভ্রমন পোস্ট থেকে খুব ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি পোস্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ পোষ্টের মধ্য দিয়ে বেশ অনেক কিছু দেখাও জানার সুযোগ হল।

 13 days ago 

আপনি চেষ্টা করেছি শিল্প ও বাণিজ্যমেলায় কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

মেলা মানেই মিলনের স্থান। মেলায় অনেক মানুষের সমাগম ঘটে। আপনি শিল্প ও বাণিজ্য মেলা থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছেন। সেখানে গিয়ে বেশ ভালো সময় অতিবাহিত করেছেন। আপনার পোস্ট এবং ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালোভাবে বুঝতে পারছি। পোস্টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 13 days ago (edited)

এটা ঠিক বলেছেন আপু মেলা মানেই অন্য রকমের আয়োজন। আর অনেক লোকের মাঝে দারুন সময় কাটানো যায় এবং ঘুরে ঘুরে অনেক কিছু কেনা যায়।

 14 days ago 

সত্যিই আপু মেলায় কাটানোর মুহূর্তগুলো সব সময় সুন্দর হয়।বানিজ্য মেলার বেশ কিছু পর্বই আমি দেখেছি এবং পড়েছি। আজকের পর্বটিও বেশ ভালো লাগলো। বিশেষ করে শোপিস গুলো খুব ভালো লাগছিল। ধন্যবাদ আপু মেলায় কাটানো মুহূর্ত এবং সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 13 days ago 

মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। তাই তো পর্ব আকারে মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

শিল্প ও বাণিজ্য মেলা ভ্রমণ করে চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি পর্ব আমি পড়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ১০ তারিখে আমাদের এখানেও বাণিজ্য মেলা শুরু হবে। আপনি ঘুরতে গিয়ে নৃত্য প্রয়োজন কিছু জিনিসপত্র কিনেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 13 days ago 

দশ তারিখে আপনাদের ওখানেও মেলা শুরু হবে জেনে ভালো লাগলো। ঠিক বলেছেন মেলায় গেলে প্রয়োজনীয় অনেক কিছুই কেনা যায়। নিত্য বানানটা ঠিক করে নিবেন ভাইয়া।

 13 days ago 

দেখতে দেখতে আপনি শিল্প বাণিজ্য মেলা ভ্রমনের ১২ টি পর্ব আমাদের সাথে শেয়ার করলেন। এর আগে আপনার শেয়ার করা শিল্প বাণিজ্য মেলা ভ্রমণের বেশ কিছু পর্ব আমি দেখেছি। আমার কাছে সত্য অনেক ভালো লেগেছিল।আপনি খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। আমাদের সাথে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 13 days ago 

বড় পরিসরে যেহেতু মেলা হয়েছিল তাই অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম। ইতোমধ্যে বেশ কয়েকটি পর্ব তুলে ধরেছি আপু। আপনাদের কাছে ভালো লাগলে আবার নতুন পর্ব নিয়ে হাজির হবো।

 13 days ago 

ভ্রমণ শিল্প ও বাণিজ্য মেলার পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

 13 days ago 

শিল্পা ও বাণিজ্য মেলায় ঘুরাঘুরি করার সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে দেখতে বারোটা পর্ব শেষ হয়ে গেলো। অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন এটা দেখেই বুঝতে পারছি। শিল্প ও বাণিজ্য মেলা থেকে তোলা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 13 days ago 

মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি আপু। তাইতো পর্ব আকারে মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপু।