আর্ট-স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি একটি পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। স্বাধীনতার আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সুন্দর এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও পেইন্টিং:

IMG_20230326_100843.jpg
Device-OPPO-A15


দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমাদের এই দেশ স্বাধীনতা পেয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আর সেই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অনেক ভালো লাগে। তাই তো একটি ছোট্ট পেইন্টিং করার চেষ্টা করেছি। লাল সবুজের পতাকা যখন আকাশে উড়তে দেখা যায় তখন মনটা আনন্দে নেচে ওঠে। মনের আনন্দে ফিরে যাই সেই শৈশবে। হয়তো শৈশবের সেই দিনগুলো এখন আর নেই। তবে সেই স্বাধীনতার আনন্দ এখনো রয়ে গেছে। আগে যেমন সকাল বেলা হলেই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন রকমের কর্মসূচিতে অংশগ্রহণ করতাম এখন আর সেটা করা হয় না। তবুও আপনাদের শুভেচ্ছা জানাতে সুন্দর এই পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।
৪. পেন্সিল।
৫. পানি।
৬. টেপ।

IMG20230324160945.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20230324161059.jpg
Device-OPPO-A15
IMG20230324161359.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে একটি কাগজের মধ্যে গোল বৃত্ত অঙ্কন করে নিয়েছি। যাতে করে বাংলাদেশের পতাকার সেই সুন্দর গোল বৃত্তটি ফুটে ওঠে। এবার যুদ্ধে জয় করে ফেরা বাংলার দামাল ছেলেদের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20230324161433.jpg
Device-OPPO-A15
IMG20230324162008.jpg
Device-OPPO-A15


বিজয়ের আনন্দ উল্লাস উদযাপন করতে করতে যখন লাল সবুজের পতাকা আর অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে জয়ী ছেলেরা ফিরে তখন সত্যি ভালো লাগে। তাইতো সেই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবার বৃত্তের চারপাশে সবুজ রং করার জন্য চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20230324162053.jpg
Device-OPPO-A15
IMG20230324162233.jpg
Device-OPPO-A15


লাল সবুজের পতাকা যাতে দেখতে ভালো লাগে তাই তো ধীরে ধীরে অন্যান্য অংশগুলোতে সবুজ রঙের ব্যবহার করেছি। যাতে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় হয়।


ধাপ-৪

IMG20230324162323.jpg
Device-OPPO-A15
IMG20230324162559.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে মাঝের অংশে লাল রঙের ব্যবহার করেছি। লাল সবুজের পতাকা দেখলে হৃদয়ে ভালোলাগা তৈরি হয়। তাই তো সুন্দরভাবে মাঝের অংশে লাল রঙের ব্যবহার করেছি।


ধাপ-৫

IMG20230324162749.jpg
Device-OPPO-A15
IMG20230324162925.jpg
Device-OPPO-A15


এবার স্বাধীনতার আনন্দ উদযাপন করার জন্য যে দামাল ছেলেরা অস্ত্র হাতে আর পতাকা হাতে ছুটে চলে এসেছিল তাদের চিত্র ফুটিয়ে তোলার জন্য কালো রঙের ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG20230324163041.jpg
Device-OPPO-A15
IMG20230324163139.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশে কালো রঙের ব্যবহার করে চিত্রটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20230324163413.jpg
Device-OPPO-A15
IMG20230324163519.jpg
Device-OPPO-A15


এবার অস্ত্র ও পতাকা সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৮

IMG20230324163847.jpg
Device-OPPO-A15
IMG20230324164122.jpg
Device-OPPO-A15


এবার পতাকার আরো কিছু অংশ সুন্দর করার চেষ্টা করেছি। এবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের লেখাটি সুন্দর করে লিখে নিয়েছি। ধীরে ধীরে লেখাটি লেখার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20230324164956.jpg
Device-OPPO-A15
IMG20230324165335.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে লেখাটি লেখা হয়ে গেলে ছোট পতাকাতে সবুজ রঙের ব্যবহার করেছি। যাতে করে লাল সবুজের পতাকা দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG_20230326_101325.jpg
Device-OPPO-A15
IMG_20230326_101300.jpg
Device-OPPO-A15


লাল সবুজের সুন্দর পতাকা তৈরি করার জন্য মাঝের অংশে লাল রঙের ব্যবহার করেছি। এরপর অন্যান্য কিছু অংশের কাজ করে এই পেইন্টিংটি শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20230324_172241.jpg
Device-OPPO-A15


স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট এই পেইন্টিং করার চেষ্টা করেছি। যদিও খুব একটা ভালো হয়নি। তবুও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। স্বাধীনতা দিবসের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই প্রত্যাশাই করি। অনেক কষ্টে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই স্বাধীনতা আমাদের অনেক কষ্টের অর্জন। আবারো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।


ধন্যবাদ সকলকে।

Sort:  
 2 years ago (edited)

স্বাধীনতা দিবসটি কেন্দ্র করে খুব সুন্দর ও চমৎকার একটি আর্ট করেছেন। আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন খুবই ভালো হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোমুগ্ধকর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বিশেষ কোন দিনে নতুন কিছু করতে আমার ভালো লাগে। তাই তো স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দরভাবে এই আর্ট করেছি। কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে খুব চমৎকার ও অর্থবহুল একটি পেইন্টিং করেছেন যেটি আমার খুব ভালো লেগেছে। আসলে আমি নিজেও অনেকগুলো ডিজিটাল আর্ট এই স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে বানিয়েছি। তবে সেটি অন্য কমিউনিটির জন্য। যাই হোক অনেক ভালো ছিল ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে এই সুন্দর পেইন্টিং করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই ভালো লাগলো। আপনি ডিজিটাল আর্ট করেছেন অন্য কমিউনিটির জন্য জেনে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

আমিও অনেকগুলো ডিজিটাল আর্ট করেছিলাম যদিও বাংলা ব্লগে শেয়ার করা হয়নি ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। আসলে পেইন্টিং করতে ভালো লাগে। তাই বিশেষ দিনে এই সুন্দর পেইন্টিং সবার মাঝে উপহার দিতে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কত বছর অপেক্ষা কত ভাই বোনের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। এটা আমাদের জাতীয় দিন এটা তো আমাদের কাছে আনন্দদায়ক হবেই। স্বাধীনতা দিবস উপলক্ষে আর্টটা চমৎকার হয়েছে আপু। হয়তো দেশ স্বাধীন হওয়ার পর কোনো যোদ্ধা আপনার আর্ট এর মতোই উচিয়ে ধরেছিল তার অস্ত্রখানা এবং পতাকা টা।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া লাখো শহীদের রক্তের বিনিময়ে আর প্রানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাই তো এই সুন্দর দিনে সুন্দর একটি আর্ট শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 2 years ago 

আজকের এই দিনটি বাঙালি জাতির এক গর্বের দিন ৷ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এমন ইতিহাস রচীত হয় নি ৷ যা বাঙালি করেছিল ৷ যা হোক আপনি এই চিরকাল মনের রাখার জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে দারুন একটি আর্ট উপহার দিয়েছেন ৷ যা দেখে মন ভরে গেলো ৷ অনেক সুন্দর হয়েছে আর্ট টি ৷

 2 years ago 

স্বাধীনতা দিবস বাঙ্গালীদের গর্ব। স্বাধীনতা মানে বাঙালিদের আনন্দের দিন। তাইতো এই স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আমাদের দেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে চমৎকার একটি পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পেইন্টিংটি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সুন্দরভাবে এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া নিজের মতামত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

স্বাধীনতা দিবস উপলক্ষে দারুন একটা পেইন্টিং তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন লাল সবুজের পতাকা উড়তে দেখলেই মনে হয় যেন শৈশবে ফিরে যাই। রমজান মাস হবার ফলে এবারের স্বাধীনতা দিবস পালন করতে পারলাম না।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর এই পেইন্টিং করার জন্য। আসলে লাল সবুজের পতাকা উড়তে দেখলে সত্যিই অনেক ভালো লাগে। আর শৈশবের কথা মনে পড়ে যায়। রমজান মাসের জন্য হয়তো অনেক জায়গায় স্বাধীনতা দিবসে সেভাবে পালন করা হয়নি।

 2 years ago 

আপনাকেও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে আপনি একটি পেইন্টিং করেছেন । দেখতে বেশ সুন্দর হয়েছে। ধাপগুলো ও বেশ ভালোভাবে উপস্থাপন করেছেন। স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আর সেই বিশেষ দিনে সুন্দর ভাবে এই পেইন্টিং করার চেষ্টা করেছি। প্রতিটি ধাপ তুলে ধরার চেষ্টা করেছি আপু। মতামত প্রকাশ করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল।।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি বিজয়ের চিত্র প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন সত্যি দেখতে অসাধারণ লাগছে বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশনটা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন।
চিত্র প্রস্তুতির ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করানোর জন্য। কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং বাংলাদেশের পতাকার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

 2 years ago 

সত্যি অপু চিত্র অনেক সুন্দর ছিল ।আসলে দেশ প্রেম না থাকলে এত সুন্দর চিত্র আঁকা কখনোই সম্ভব হতো না।

 2 years ago 

চমৎকার! স্বাধীনতা দিবসে বেশ ভালো একটা কাজ করেছেন দেখছি।খুব ভালো হয়েছে আর্টটা।ভেতরের লেখাটাও জোশ ছিল।
শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

স্বাধীনতা দিবসের আর্ট এবং ভেতরের লেখাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি বিশেষ এই দিনে সুন্দর একটি আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।