Steem Bangladesh Contest : Photography
আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমার তোলা কয়েকটি চুন কুমড়োর ফুলের ফটোগ্রাফিক আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে।
আজ সোমবার। সকালে রান্না করার জন্য চুন কুমড়ো আনতে বাগানে যাই। বাগানে এসে দেখি চুন কুমড়োর অনেক ফুল ফটেছে। ফুল গুলো দেখতে অনেক সুন্দর। চুন কুমড়োর ফুল গুলো হলুদ রঙের। গাছে আবার নতুন করে মুকুল আসছে। আমাদের গাছে বেশি চুন কুমড়ো হয়নি। আবহাওয়ার ও বৃষ্টির কারনে গাছে ধরা ফলগুলো নষ্ট হয়ে গেছে। পরে খুঁজে খুজে একটা কুমড়ো পাই। সেটা কেটে নেই গাছ থেকে। এরপর বাসায় যাওয়ার আগে চুন কুমড়োর ফুলের ফটোগ্রাফিক করি। আমি তেমন ফটোগ্রাফি করতে পারি না। তারপরও আমি আমার সেরাটা দিয়ে ছবি তুলতে সক্ষম হয়েছি। আমি ছবিগুলো মাইক্রো ফটোগ্রাফি হিসেবে তুলেছি। আমার মাইক্রো ফটোগ্রাফি পোস্ট করতে ভালো লাগে। তাই মাইক্রো ফটোগ্রাফি ছবি তুলেছি। চাল কুমড়া আমাদের দেশে গ্রাম অঞ্চলে ঘরের চালে ফলানো হয় বলে একে চাল কুমড়া বলে। এই চাল কুমড়া জমিতে বেশি ফলে। চাল কুমড়াতে অনেক পুষ্টি রয়েছে। চাল কুমড়ায় প্রচুর আমিষ রয়েছে। আমাদের দেশে চাল কুমড়া ৬০-৭০ দিনেই ফল দেওয়া শুরু করে। চাল কুমড়া ফল ছাড়াও এর সবুজ পাতা শাক হিসেবে আমরা খেয়ে থাকি।
আমি দুই জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি
@lavanyalakshman
@neukyan
আমার লেখা ফটোগ্রাফি পোস্ট পড়ার জন্য সবাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুক।
ধন্যবাদ,
@mosfika
আপনার পোস্ট এর লেখা অনেক কম৷ আরও লিখতে হবে।
আমি বেশি করে লেখার চেষ্টা করব। তবে আমি এই পোস্ট ২২৮ শব্দ ব্যবহার করছি।🙂
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Nice entry from you. Thanks for invite.
Thank you sir.