Random Photography of Frog 🐸 Umbrella ☔ /ব্যাঙের ছাতার রেনডম ফটোগ্রাফি

in Incredible India3 years ago

Tuesday 28 March 2023

Picsart_23-03-28_16-00-13-675.jpg

অকর্মণ্য সময় পার করতে করতে এখন বিকাল চারটা ৮ মিনিট। থেকে থেকে আসরের আযানের ধ্বনি কানে এসে পৌছতে শুরু করেছে। অলস সময় পার করতে করতে সূর্যটা যে কবে এতদূর গড়ে এসেছে তা কোনভাবেই মালুম করা সম্ভব হয়নি।

খাওয়া দাওয়া না থাকলেও, নাওয়া'র কাজটি তো বন্ধ নেই ।তাছাড়া বাড়ির টুকিটাকে কাজতো রয়েগেছে। ভোর পৌনে পাঁচটার পর ফজরের নামাজ সেরে আবার ঘুমালে ,সূর্যোদয়ের সাথে সাথে অনেকের হয়তো ঘুম ভাঙ্গে না ,যেমনটি আমার বেলায় হয়ে থাকে।

সকাল সাড়ে এগারোটার দিকে ঘুম থেকে জেগে মনে হয়, আরো কিছুক্ষন ঘুমাতে পারলে হয়তো বা আরো ভালো লাগতো। তারপরেও কি আর করার। দিনেরও তো কার্যাদি আছে। ঘুম থেকে জাগার ইচ্ছা থাক বা না থাক?আপনার আপনার নিত্যদিনের কাজ তো চালিয়ে যেতে হবে।

Picsart_23-03-28_16-01-48-448.jpg

Picsart_23-03-28_15-57-35-837.jpg

খাওয়া নাই, দাওয়া নাই ,তারপরেও অজু গোসল ছেড়ে পাক-পবিত্র হয়ে আবার তো জোহরের নামাজের জন্য সাজুগুজু করতে হবে ।একটু পরেই মুয়াজ্জিন আজান দেবে ।আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে মোহিত হবে আকাশ বাতাস। ধর্মপ্রাণ মুসল্লি গন যেতে থাকবে মসজিদের দিকে ।কেউবা বাড়িতেই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে।

আমরা সবাই জানি মানুষ সামাজিক জীব ।মানুষ কখনো একা একা বাস করতে পারে না। তাই সমাজের সাথে তাল মিলিয়ে সবাই সবার মুখাপেক্ষী হয়ে চলতে হয়।

বন্ধুরা

আমরাও মানুষ ।আমরাও সমাজের বাহিরে না ।তাই পারিবারিক এবং সামাজিক কাজগুলো পরিবার এবং সমাজের সাথেই আমাকে চালিয়ে যেতে হয়।

যাক বন্ধুরা, অনেক কথা বলা হয়ে গেল। আপনারা সবাই কেমন আছেন ? কি করছেন!? আমি এই পোষ্টের মাধ্যমে সবই জানার চেষ্টা করছি !?তারপরেও ধরে নিচ্ছি, মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন !। আমি দোয়া করি আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন ,আমিন।

আলহামদুলিল্লাহ

আপনাদের ভালো মন্দ জানতে জানতে আমিও অনেক ভালো আছি। মহান আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে অনেক ভালো রেখেছে। আপনারাও আমার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাকে সুস্থ থেকে আপনাদের সাথে কাজ করার সুযোগ এর তৌফিক দান করেন, আমিন।

Picsart_23-03-28_15-54-12-089.jpg

Picsart_23-03-28_15-51-18-997.jpg

###বন্ধুরা
আজ আমি আপনাদের জন্য ফটোগ্রাফি পোস্ট উপহার দিতে, কতগুলো ব্যাঙের ছাতার রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির হয়েছি।

ব্যাঙের ছাতা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি এবং চিনি। যারা একেবারে জানিনা কিংবা চিনি না তারাও বই-পুস্তকের মাধ্যমে ব্যাঙের ছাতা সম্পর্কে খুবই ওয়াকিফহাল।

ব্যাঙের ছাতা দেখেননি বা চেনেন না এমন লোকদের সংখ্যা অনেক বেশি হলেও ব্যাংকের ছাতা নামটি সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি।

Picsart_23-03-28_15-49-11-419.jpg

ব্যাঙের ছাতাকে ইংরেজিতে মাশরুম বলা হলেও ,আমরা যে মাশরুম চাষ করে খাই ,তাহাই শুধু খাবার উপযোগী। যেখানে সেখানে বন্য হিসাবে জন্মানো ব্যাঙের ছাতাগুলো মানুষের খাবারের উপযোগী নয় ।এসব ব্যাঙের ছাতা বৈজ্ঞানিকভাবে বিষাক্ত ছত্রাক হিসেবে পরিচিত।

বেশ কিছুদিন আগের কথা। এই ব্যাঙের ছাতাগুলো আমার টব বাগানের পতিত জায়গাটিতে সেচের পানি পেয়ে বুনো হিসেবে গজিয়ে ছিল।

প্রথম প্রথম দুটি গাছ একত্রে গজিয়ে থাকলেও, পরবর্তীতে তার নিচে ছোট বড় অনেক গাছ ও চারা দেখতে পাওয়া যায়।

এসব ব্যাঙের ☔ ছাতাকে ইংরেজিতে মাশরুম 🍄 বলা হয়ে থাকে।

Picsart_23-03-28_15-47-16-086.jpg

বন্ধুরা

এই ছিল আমার ব্যাঙের ছাতা বা মাশরুম নিয়ে ফটোগ্রাফি ও কিছু কথা।
আশা করি আপনাদের ভাল লেগেছে।
সাথেই থাকুন।

Sort:  
 3 years ago 

অনেক দুর্ধর্ষ আলোকচিত্র তুলে আমাদের মাঝে। যা আমদের মতো শহর বন্দরের মানুষের দেখার সুযোগ হয়ে ওঠে না। ধন্যবাদ

 3 years ago 

যে যেমন চোখে দেখে, তার কাছে তেমনী মনে হয়। সুন্দর চোখে দেখেছেন,তাই হয়ত -------
আবার আসতে স্বাগতম।

Loading...
 3 years ago 

ব্যাঙের সাদা নিয়ে আপনি অনেক দুর্দান্ত একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপনার পোস্ট পড়ে ব্যাঙের ছাতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম এই ব্যাঙের ছাতা আপনার বাগানে উঠেছে সেটাও আপনি আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

জি, আমার টব বাগানের ফাঁকা জায়গায়, অন্য গুলোর পানিতে ভিজে জন্মে ছিল । সুন্দর মন্তব্যের জন্য আবার আসতে আমন্ত্রণ।