The Diary Game: 4th September, 2021 || 18% beneficiaries @steem-bangladesh community and 2% beneficiaries @bd-charity account ||
আসসালামু আলাইকুম!!
- আজ শনিবার,
- ৪ সেপ্টেম্বর, ২০২১ইং.
সকাল
আজ ঘুম থেকে উঠলাম সকাল ৮ টায়। যেহেতু অফিস আছে তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। সকালের নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হলাম। আজকের ওয়েদার মোটামুটি মেঘাচ্ছন্ন। বৃষ্টি যেকোনো সময় নেমে আসতে পারে এমন মনে হচ্ছে। রিকশা নিয়ে অফিস পৌছে গেলাম ৯ঃ৩০ এর মধ্যে। যেহেতু আজও সাপ্তাহিক ছুটির দিন তাই রাস্তা মোটামুটি ফাঁকা। তাই রিকশায় চড়তে ভালোই লেগেছে।
অফিসে পৌছে ডেস্কে বসে নিজেকে প্রিপেয়ার্ড করে নিলাম কার্য ব্যবস্থাপনার জন্য। এর মাঝে সাপোর্ট স্টাফ চা দিয়ে গেলেন। চা খেয়ে ব্যস্ততা শুরু।
দুপুর
আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তাই আজ আমাদের কাজের চাপও অনেকটা কম। তাই আজকের লাঞ্চ টাইম টা একটু আগেই হলো। ১ঃ৩০ এর দিকে কো-কলিগ রা মিলে লাঞ্চ করার জন্য প্রিপেয়ার্ড হলাম। যেহেতু আমার লাঞ্চ বাসা থেকে দিয়েছে সো আমি সেই খাবার ই খাবো বাট অপ্রত্যাশিত ভাবে আমাদের এক কলিগ আজ আমাদের তেহারি খাওয়ালেন সো লাঞ্চ টা আজ ভালোই হয়েছে। লাঞ্চ শেষ করে সেই ব্যস্ততা শুরু। যা শেষ হয়েছে ৫ঃ৩০ এর পর।
অফিসের ব্যস্ততা শেষ করে বের হলাম বাসার উদ্দেশ্যে প্রায় ৬ টার দিকে।
বিকেল
অফিসের ব্যস্ততার ভীড়ে বিকেল টা আর দেখার সুযোগ হয় না এখন আর। অফিসের ব্যস্ততা শেষ করে বাসায় ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আজো তাই হলো। তবুও আসা যাওয়ার মাঝে শহুরে বিকেল উপভোগ করি।
সন্ধ্যা
বাসায় এসে ফ্রেশ হলাম। এর মাঝে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সো নামাজ পড়ে নিলাম।
বউ আমার নাস্তা দিলো নাস্তা খেলাম। আজ সে সেমাই রান্না করেছে যা খেতে ভালোই লেগেছে। এর পর র'চা দিলো চা খেলাম।
যেহেতু সারাদিন ব্যস্ততার জন্য মোবাইল ইউজ করার সুযোগ হয়নি তাই কিছুক্ষণ মোবাইল ব্যবহার করলাম। ফেইসবুক, স্টিমইট, মেসেঞ্জারে ঘুরাঘুরি করলাম। ব্যাক্তিগত মেইল চেক করলাম। বাড়িতে আম্মুর সাথে মোবাইলে কথা বললাম।
এর পর কিছুক্ষণ বই পড়লাম। বরাবরই আমার বই পড়তে ভালো লাগে তাই সুযোগ পেলেই বই পড়ি।
রাত
বলা হয়ে থাকে সময় এবং স্রোত কখনোই কারো জন্য অপেক্ষা করে না। বাস্তবতা ও তাই কখন যে ১০ টা বেজে গেলো বুঝতেই পারিনি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। এশার নামাজ শেষ করে ডিনার করলাম। আজকের আয়োজন মুরগির মাংস, ডাল, ভাজি,ভাত। খাওয়াদাওয়া করে ঘুমানোর প্রস্তুতি।
আগামীকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া এসএমএস এসেছে যা আগামী দিতে হবে তার উপর অফিস আছে সো তাড়াতাড়ি ভ্যাক্সিন দেওয়ার জন্য তাড়াতাড়ি যেতে হবে যেহেতু এখন ভীড় অনেক থাকে।
আলহামদুলিল্লাহ! ব্যস্ততার মাঝে হলেও সময় গুলো ভালো যাচ্ছে, তার জন্য উপর ওয়ালার প্রতি কৃতজ্ঞতা। এই মহামারী পরিস্থিতিতে সুস্থ থাকাটাই হচ্ছে বড় নেয়ামত। সবার জন্য রইলো শুভকামনা। আজ এই পর্যন্তই।
নিরাপদ থাকুন. সুস্থ থাকুন!!
সবার জন্য শুভ কামনা!
ধন্যবাদান্তে
@msi-shishir
ভালো দিন কাটিয়েছেন ভাই
আলহামদুলিল্লাহ ভাই।।
আপনার পোস্টের ছবি গুলো সুন্দর ছিল। আমার এখনো ভ্যাকসিন দেয়ার এস এম এস আসলো না।😭
থ্যাঙ্কিউ সো মাস ব্রাদার।।
আমরা আজ ভ্যাক্সিন নিয়ে আসলাম।।