হ্যালো স্টিমিয়ান,
শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মত আজকেও নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজকে আমি গোধূলী বেলার কিছু ফতোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।
আমার বাসার আশেপাশে বড় কোন বিল্ডিং না থাকায় ছাদে গেলে পশ্চিম আকাশ টা ভালো ভাবে দেখা যায়। কিছুদিন আগে ছাদে গিয়ে দেখি আকাশটা খুব সুন্দর রঙ ধারণ করেছে। পাশাপাশি মসজিদের মিনার, আর লাল নীল রঙ এর আকাশ মিলে দারুণ একটা দৃশ্য পেলাম। দেরি না করে ঝটপট কিছু ফতোগ্রাফি করে ফেললাম। আজকে সেই ফটোগ্রাফি গুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসা যাক সুন্দর ফটোগ্রাফি গুলো।
Golden Hour Photography
তো এই ছিল আমার করা আজকের সুন্দর কিছু ফটোগ্রাফি। কেমন লাগলো আমার আজকের করা ফটোগ্রাফি, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই |
Post Details
Camera | Samsung M31 |
Category | Photography |
Photographer | @mukitsalafi |
Location | Dhaka, Bangladesh |