SEC17/W1|Heaven and Hell fantasy or reality?

in Incredible India20 days ago

সবাইকে আমার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আশা করি আপ্নারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই পোস্টের মাধ্যমে প্রিয় কমিউনিটির চলমান এনগেজমেন্ট চ্যালেঞ্জে আমি আমার অংশগ্রহণ নিশ্চিত করছি। পাশাপাশি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমি আমার @kouba01 @jakaria121 @sayeedasultana@adylinah বন্ধুদেরকে ইনভাইট করছি এই চ্যালেঞ্জে অংশ নেয়ার জন্য।

Dark Blue Photographic Clouds and Man Silhouette Album Cover.jpg

Edited in Canva

এবারের চ্যালেঞ্জে বেশকিছু প্রশ্ন রাখা হয়েছে, আমি চেষ্টা করবো সেগুলোর সঠিক উত্তর আমার মত করে দেয়ার। তাহলে চলুন সরাসরি চলে যাই প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে।

Do you believe there is a place named heaven and hell out of this world? Justify your belief.

বিশ্বাস!! শব্দটা অতি ছোট হলেও এর গভীরতা যে কতটা ব্যাপক তা আমরা কল্পনাও করতে পারি না। আর সেটা যখন স্রষ্টার প্রতি বিশ্বাস বা স্বর্গ ও নরকের প্রতি বিশ্বাস এর প্রশ্নে আসে তখন এর পক্ষে বিপক্ষে অনেকেই অনেক ধরনের যুক্তি দাঁড় করিয়ে ফেলেন, কিন্তু আমাদের বোঝা উচিৎ যুক্তির বিচারে কোন কিছুকে খন্ডন করাকে বিশ্বাস বলে না বড়জোর সেটাকে চুক্তি বলা যেতে পারে। তাই আমি চুক্তি নয় বরণ বিশ্বাসের জায়গা থেকে যদি বলি তাহলে এক কথায় বলবো হ্যাঁ, পৃথিবীর বাইরে জান্নাত জাহান্নাম নামে চিরস্থায়ী জায়গা রয়েছে, আর সেটাই হবে আমাদের আসল ঠিকানা।

ধর্মকে আসলে যুক্তিতর্ক এর উর্ধে রাখাই ভালো। প্রতিটি মানুষ তার পরিবার থেকে প্রথম ধর্মীয় শিক্ষা রীতিনীতি সম্পর্কে জ্ঞান লাভ করে। প্রতিটা ধর্মেই ভালো কাজের প্রতি যেমন আদেশ করা হয়েছে খারাপ কাজের প্রতি তেমনি নিষেধ করা হয়েছে। ইসলামে যেটাকে জান্নাত বলা হয়েছে অন্যধর্মে আবার সেটি স্বর্গ আবার কারো কাছে Heaven. আবার খারাপ কাজের পরিণাম হিসেবে যাকে জাহান্নাম বলা হয় সেটি কারো কাছে নরক বা Hell নামে পরিচিত, মানে প্রতিটা ধর্মেই স্বর্গ ও নরকের কথা ঊঠে এসেছে।

স্বর্গ ও নরক না থাকলে মানুষ ভালো আর খারাপের পার্থক্য করতে চাইতো না, আর এর ফলাফল হতো ভয়াবহ, সবাই যার যার ইচ্ছেমতো কাজ করতো, আর এখানেই মানুষের লাগাম টানতে বানানো হয়েছে জান্নাত ও জাহান্নামের। কারণ যখন ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত ও খারাপ কাজের পরিণাম হিসেবে জাহান্নামের ভয় মানুষের মনে কাজ করে তখন সে ভালো খারাপের পার্থক্য নিজে থেকে করতে শিখে এবং ভালো কাজে আত্মনিয়োগ এর পাশাপাশি খারাপ কাজ থেকে বীরত থাকার চেষ্টা করে। স্বর্গ ও নরক আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর।

pexels-op-12518939.jpg
source

Do you believe karma decides our future, and we get results according to the same?

হ্যা, এটা অবশ্যই আমি বিশ্বাস করি যে কোন কিছুর ফলাফল মানুষের কর্মের উপর নির্ভর করে এবং এটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারক।

আমরা পৃথিবীতে যেমন কাজ করি তেমন ফল পাই, ঠিক তেমনি আমাদের মৃত্যুর পরের চিরস্থায়ী জীবনের বেলাতেই একই। আমরা সেই ছোটবেলায় পড়তাম

লেখাপড়া করে যে, গাড়ীঘোড়া চড়ে সে

মানে সেই ছোটবেলার এই একলাইন কথার মাধ্যমে আমাদের এই শিক্ষা দেয়া হতো যে এখন ভালোভাবে পড়লে ভবিষ্যতে তুমি অনেক বড় হবে, বাড়ি গাড়ীর মালিক হবে। আর এটাই তো সত্য, তাই না?

পৃথিবীতে যেমন নিজ কর্মের ফল মানুষ ভোগ করে, ঠিক তেমন ভালো কর্ম গুলো মৃত্যুর পরের জীবনে কারেন্সির মত কাজে আসে। ইসলাম ধর্মে কোন মানুষ যদি শিরকের গুনাহ ব্যতীত অন্য কোন গুনাহ করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন, এবং সেই ব্যক্তি জাহান্নামের সাজা ভোগ করার পর একটা সময় জান্নাতে চলে যায়। এখন এই যে সাজা ভোগ এটা কিসের উপর নির্ভর করবে? ওই যে বললাম কারেন্সি তথা পৃথিবীর ভালো কর্মের উপর। যার ভালো কাজ যত বেশি হবে, সে সেই ভালো কাজের বিনিময়ে ততো কম সাজা ভোগ করে তারাতারি জান্নাত বা স্বর্গে চলে যাবে, আর যার খারাপ কাজ যতো বেশি হবে সে তোতো বেশি সাজা ভোগ করার পর একটা সময় জান্নাতে চলে যাবে।

pexels-tara-winstead-8386423.jpg
source

তাই এটি অবলীলায় বলা যায় যে, মানুষের কর্মের উপরই দুনিয়া বা আখিরাতে তার ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারিত হয়, এতে কোন সন্দেহের অবকাশ নেই।

Do you believe immortality and chasteness are some factors that affect our lifestyle? Describe.

অমরত্ব ও পবিত্রতা মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। মানুষ বাচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয়। আমরা অবশ্যই কেউ অমর নই, সবাইকেই এই নশ্বর পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, তবে একজন মানুষ তার ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে থাকতে পারে। আর নিজেকে পুত:পবিত্র রাখার বাসনা থেকেই মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়।

মানুষ ভালো ভাবে জানে যে তার কাজ বা তার অমর সৃষ্টিই পারে তার কাজের মাধ্যমে আজীবন বাচিয়ে রাখতে, পৃথিবীতে যারা মহান বা যাদের মানুষ মৃত্যুর পরেও এখনো স্মরণ করে তাদের ইতিহাস ঘাটলে জানা যায় তারা তাদের ভালো কাজের জন্যেই সবার কাছে অমরত্ব লাভ করেছেন।

সুন্দর, সৎ ও পবিত্র চিন্তা মানুষকে ক্রমাগত ভালোকাজের দিকে ধাবিত করে, একজন সৎ ও ভালো মানুষের পক্ষে কখনোই অন্য কোন মানুষ তো দূরের কথা কোন প্রানীকেও কষ্ট দেয়া সম্ভব হয় না, আর স্রষ্টার সৃষ্টির মধ্যেই তো স্রষ্টা লুকিয়ে থাকেন, তাই তার সৃষ্টিকে ভালোবাসা মানেই স্রষ্টাকে ভালোবাসা।

পৃথিবীর সকল লোভ লালসা থেকে নিজেকে দূরে রেখে আমাদের ভালো কাজ গুলো হোক অপার্থিব জীবনের সুখ লাভের আশায়, এটাই হোক আমাদের জীবনের লক্ষ্য।

Sort:  
Loading...
 20 days ago 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একদম যথার্থ বলেছেন আপনার কথার সাথে আমিও একমত। যেকোনো ধর্মেই মানুষকে ভালো কাজের সাথে যুক্ত থাকতে বলেছে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছে।
আমাদের প্রত্যেককে এই পৃথিবী থেকে একদিন না একদিন চলে যেতে হবে। এই বাস্তব জীবনে যে যেমনটা করবে। সেই রকম অনুযায়ী পরকালে সে সেই রকম ফল ভোগ করবে।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করেছি প্রশ্ন গুলোর উত্তর আমার নিজের মত করে দেয়ার। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন।

 20 days ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্যে।আপনি প্রতিটি প্রশ্নের উত্তর সাবলীল এবং আপনার নিজের মত করে দিয়েছেন। আপনার সবগুলো কথার সাথে আমিও সহমত পোষণ করছি। ধর্ম নিয়ে তর্ক বা বারাবারি নয় বরং বিশ্বাস টাই আসল। আপনার প্রতিটি কথা আমার বেশ মনে ধরেছে।

ভাই প্রতিযোগীতায় আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

The belief in heaven and hell, karma influencing our future, and the impact of immortality and holiness on our lifestyle are all related. Trust is the higher power and the consequences of our actions shape our present and future. Living a life of integrity and righteousness can lead to immortalizing oneself through noble deeds. Ultimately, our actions determine our fate both in this world and the hereafter.

 17 days ago 

শুরুতেই জানাতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ প্রতিযোগীতায় প্রতিটি প্রশ্নের উত্তর গুলো সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করেছেন ৷

যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার জন্য শুভ হোক ৷

 15 days ago 

আপ্নাকেও অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি বলবো আপ্নিও এই চ্যালেঞ্জ গুলোতে অংশ নিন, বেশি বেশি পোস্ট পড়ুন। ভালো থাকবেন ভাই

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59561.47
ETH 3012.64
USDT 1.00
SBD 3.77