"হলুদ সন্ধ্যা "অনুষ্ঠানের কিছু ফটোগ্রাফি

in Incredible India10 months ago (edited)
Untitled design.png
Made by Canva

Hello,

Everyone,

অনেকদিন পরে আপনাদের মাঝে আমার আর একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে এলাম। আজকের ফটোগ্রাফির বিষয় হল “হলুদ সন্ধ্যা” অনুষ্ঠানের কিছু অংশ। স্টিমিট প্লাটফর্মে যুক্ত হবার পর থেকেই প্রতিনিয়ত ছবি তুলছি ।এত ছবি তুলছি যা মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে কিন্তু ব্যস্ততার জন্য পোস্টার লেখা হচ্ছে না এবং ছবিগুলো দেওয়া হচ্ছে না।

IMG_20250305_221614.jpg

অনেক ব্যস্ততার মাঝেও আজ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি ।হলুদ সন্ধ্যা বা গায়ে হলুদ এই পর্বটি সেই আদিকাল থেকে চলে আসছে । মুসলিম রীতিতে কিংবা হিন্দু রীতিতে বলুন, গায়ে হলুদের প্রচলন রয়েছে। তবে হিন্দু রীতিমতে বিয়ের দিন গায়ে হলুদ দেয়া হতো ।

এই অনুষ্ঠানে কাঁচা হলুদ ব্যবহার করে ।কাঁচা হলুদের গুনাগুন তো আমরা সকলেই জানি ।কাঁচা হলুদ যেমন শরীরকে ঠান্ডা রাখে তেমনি জীবাণুমুক্ত রাখে। হিন্দুর রীতি মতে বিয়ের দিন বর-কনেকে উপবাস থাকতে হয় তাই বিয়ের দিন সকালবেলা বড়-কণেকে কাঁচা হলুদ দিয়ে স্নান করানো হয়।

IMG_20250305_221609.jpgIMG_20250305_222816.jpg

গায়ে হলুদ দেয়ার সময় পরিবারের অন্যান্য সদস্য,আত্মীয়-স্বজন সকলে মিলে আনন্দ উৎসব করে, যা বিয়ের একটি উৎসবের অংশে পরিণত হয়। আমার জানামতে, মুসলীম বিয়ে রীতিতে গায়ে হলুদের এই পর্বটি অনেক ধুমধাম করে হয় ।কাঁচা হলুদ, গিলা, ধান-দূর্বা দিয়ে ডালা সাজানো হয়, তার সাথে বাহারি রকমের পিঠা থাকে ।

সবাই মিলে বর-কনেকে আশীর্বাদ করে এবং গায়ে হলুদ মাখিয়ে দেয় ।শুভ বিবাহের আনন্দ উৎসবে অনেকগুলো পর্ব রয়েছে। মেহেদী পড়ানো, সংগীত, বিদ্ধীধান ভাঙ্গা, গায়ে হলুদ, অধিবাস ইত্যাদি ।এ উৎসবের ভিতরে হলুদ সন্ধ্যা খুব জমজমাট করে অনুষ্ঠিত হয়।

IMG_20250305_221847.jpg

বিয়ের দিন সকাল বেলা কাঁচা হলুদ দিয়ে স্নান করা হলেও আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা হলুদ সন্ধ্যার আয়োজন করা হয় । বিয়ের একটি উৎসব হিসেবে হলুদ সন্ধ্যা পালন করা হয়। এই উৎসবে বর বরের বাড়িতে বসে হলুদ সন্ধ্যা অনুষ্ঠান উদযাপন করে এবং কনে তার বাড়িতে বসে হলুদ সন্ধ্যা অনুষ্ঠান উদযাপন করে।

আত্মীয় স্বজন , প্রতিবেশী সকলে মিলে অনেক আনন্দ করে। নারী-পুরুষ সকলে হলুদ রঙের পোশাক পড়ে থাকেন। নাচ, গান করে সকলে আনন্দের সাথে এই পর্বটি উদযাপন করে থাকে ।নানা ধরনের ফল দিয়ে ডালা সাজানো হয় ।সাথে কেক ছিল।

আমরাও কেক কেটে হলুদ সন্ধ্যা উৎসব উদযাপন করলাম । বাবা-মা, গুরুজন থেকে শুরু করে ছোট-বড় সকলেই কনের গায়ে হলুদ লাগিয়ে থাকে। সকলের ভালোবাসো ও আশীর্বাদ নিয়ে নতুন জীবনের পথ শুরু করতে যাচ্ছে ।

IMG_20250305_221642.jpg

রূপচর্চার জন্য কাঁচা হলুদের তুলনা বলে শেষ করা যায় না ।কাঁচা হলুদের অনেক ঔষধি গুন আছে এবং এটি শুভ হিসেবে গণনা করা হয় তাইতো শুভ বিবাহের শুরুতেই হলুদ দিয়ে বড় ও কনেকে রাঙানো হয়। এই সুন্দর মুহূর্ত গুলোর কিছু ছবি তুলে রাখলাম। যেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20250305_234848.jpgIMG_20250305_235126.jpg

একজন দক্ষ ফটোগ্রাফার হওয়ার জন্য যতটা দক্ষতা দরকার আমার ততটা দক্ষতা নেই তারপরও আমি চেষ্টা করছি , আমার প্রতিটা ছবি সুন্দরভাবে ফুটিয়ে তুলার। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে বর- কনের জন্য সকলেই অনেক অনেক দোয়া / আশীর্বাদ করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোন পোস্ট নিয়ে আবার দেখা হবে ,সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Sort:  
Loading...
 10 months ago 

Thank you,sir @damithudaya

 9 months ago 

হলুদ সন্ধ্যা এটা অনেক আগে থেকেই হয়ে আসছে এই অনুষ্ঠানগুলো অনেক আগে থেকেই পালন করা হয়ে থাকে আপনার সবাই মিলে হলুদের অনুষ্ঠানে অনেক সুন্দর ভাবে অনেক বেশি আনন্দ করেছেন যেটা আপনাদের ফটোগ্রাফি এবং আপনার লেখা পড়ে বুঝতে পারলাম আসলে সবাই দক্ষ ফটোগ্রাফার হয়ে উঠবে এমনটা কখনোই হয়ে ওঠেনা। ঠিকই বলেছেন ফটোগ্রাফি করার জন্য দক্ষতার প্রয়োজন তবে আমাদের মধ্যে সেটা নেই অসংখ্য ধন্যবাদ পরিবারের সবার সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।