শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর (পর্ব-০৬) || শেষ পর্ব ||
"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
**
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
দেখতে দেখতে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর এর ৬ তম ও শেষ পর্বে উপস্থিত হয়ে গেলাম। আজকের পর্বে শেয়ার করবো প্রাচীন যুগে ব্যাবহৃত কিছু সামগ্রী। আজকে থাকছে কাশা বা পিতলের তৈরি কিছু সামগ্রী। আর এতদিন থেকে যারা আমার এই সিরিজটি ফলো করে আসছেন তাদের কাছে নিশ্চই ভালো লাগবে।
এখানে সর্ব বামে যেটি রয়েছ এটি হচ্ছে বর্শা। আর বাকি যে দুইটি জিনিস দেখতে পাচ্ছেন। এটি সবার সু পরিচিত সরতা। সরতা দিয়ে মূলত সুপারি কাটা হয়। আগে সুপারি কাটার জন্য বহুল ব্যাবহৃত ছিল এই সরতা। যদিও বর্তমানে এর প্রচলন ধীরে ধীরে অনেকটা কমে এসেছে।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এখানে দুটো জিনিস রয়েছে। একটি হচ্ছে হুক্কা আরেকটি ছোরা। আমি এর আগেও হুক্কা দেখছি তবে সেগুলা বেশিরভাগ ছিল কাঠের। আর এখানে যেটি দেখতে পাচ্ছে এটার একাংশ পিতলের তৈরি।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এটি হচ্ছে প্রদীপ। আগেকার সময়ে যখন হারিকেন চেরাগ কোনটাই আবিষ্কার হয় নি। তখন রাতে আলোর ব্যাবস্থা করার জন্য এভাবে প্রদীপ জ্বালানো হতো।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এটি হচ্ছে বদনা। তবে বর্তমান সময়ের বদনা আর তখনকার বদনার মধ্যে ব্যাপক ফারাক। আমি যখন প্রথম দেখেছি এই বদনা তখন চিনতে একটু বেশ অসুবিধায় হয়েছিল। যদি স্বারক লিপি না পড়তাম চিনতেই পারতাম না হাহা।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এটি হচ্ছে গণেশ ঠাকুর এর মূর্তি। এই মূর্তিটি সম্ভবত ঊনবিংশ শতাব্দীতে তৈরি। আর এই মূর্তির বিশেষত্ব হচ্ছে এটি পিতলের তৈরি এবং হাতের তৈরি। সেই সময়ে কোনরকম প্রযুক্তির সাহায্য ছাড়াই এরকম শৈল্পিক মূর্তি তৈরি সত্যিই দারুন ব্যাপার।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
এগুলা হচ্ছে পিতল বা তামার তৈরি হাড়ি, পাতিল, কলস। এগুলা বর্তমানে সময়ে প্রচুর রেয়ার আর পাওয়া যায়না বললেই চলে। আর এখন পর্যন্ত কারো ব্যাবহার করাও দেখি নি।
তারিখ: ১১ নভেম্বর, ২০২২
সময়: বিকেল ৪ টা ২৪ মিনিট
স্থান: সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর
যাইহোক এই ছিল **শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর** নিয়ে আমার উপস্থাপনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আমার এই উপস্থাপনার মাধ্যমে আপনারা অনেককিছুই প্রাচীন সামগ্রী দেখতে ও জানতে পেরেছেন বলে আমার বিশ্বাস। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। |
---|
শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের এর আগের পর্বগুলোও দেখেছিলাম। আপনি প্রতিটা পর্বে খুব সুন্দর করে জাদুঘরে সংরক্ষণ করে রাখা পুরাতন জিনিসের ফটোগ্রাফি শেয়ার করেছিলেন। আজকের পর্ব দেখেও অনেক ভালো লাগলো। বিশেষ করে পিতলের হাড়ি পাতিল দেখে অনেক ভালো লাগলো। জাদুঘরে গিয়ে পুরোনো দিনের জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে। পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।
ভাইয়া সোনারগাঁও,শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘরে আমিও কয়েকবার গিয়েছিলাম। পুরাতন জিনিষ গুলো দেখতে খুবই ভাল লাগে। বাংলা পুরাতন ইতিহাস জানা যায় সেখানে গেলে। ধন্যবাদ ভাইয়া।