রেললাইন দিয় হাটতে কেনা ভালোবাসেsteemCreated with Sketch.

রেললাইন দিয়ে হাঁটতে কেনা ভালোবাসে। আমাদের বাসা থেকে রেললাইন প্রায় চার কিলোমিটার দূরে তাই সবসময় রেললাইনের কাছে যাওয়া হয়না। তাই যখনি রেললাইনের কাছে যাই তখনি লাইন দিয়ে হাঁটাহাঁটি করি সেটা আবার খুব শতর্কতার সাথে হাঁটি কারণ বলা যায়না কখন ট্রেন চলে আসে। আমাদের রেললাইনটা প্রায় দুই কিলোমিটার সোজা তাই যখন ট্রেন লাইন দিয়ে আসে অনেক দূর থেকে দেখা যায় দেখতেও অনেক সুন্দর লাগে। আবার যখন ট্রেনে করে সব ভাই বোন কোথাও বেড়াতে যাই তখন ট্রেনের জার্নি টাও অনেক ভালো লাগে আবার ট্রেনে জার্নি করার সময় সবচেয়ে ভালো লাগে বাদাম খাওয়া ঝালমুড়ি খাওয়া যতক্ষণ জার্নি করি ততক্ষন ঝালমুড়ি বাদাম খাওয়া চলতেই থাকে। আবার ফেমিলি নিয়ে ট্রেনে জার্নি করার মজাই অন্যরকম।

1000001857.jpg

1000001859.jpg

1000001858.jpg

1000001860.jpg

1000001861.jpg