ট্রাভেল পোস্ট : মিনি সুন্দরবন ভ্রমনের অভিজ্ঞতা (10% shy-fox এবং ৫% abb-school)
হ্যালো আমার বাংলা ব্লগের সদস্যগন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি সুন্দর পর্যটন কেন্দ্র ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো। এই পর্যটন কেন্দ্রটির নাম হলো রূপসী দেবহাটা পর্যটন কেন্দ্র। এর আর একটি নাম আছে সেটি হলো মিনি সুন্দরবন।
আমরা ৩ ভাই মিনি সুন্দরবনের উদ্দেশ্য সকাল সকাল বেরিয়ে পড়ি। আকাশে মেঘের দল দৌড়াদৌড়ি করছিলো। পরিবেশটা ছিলো খুবই চমৎকার। আমরা ২০ টাকা করে ৩ টা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি।
ভিতরে প্রবেশ করে দেখি মাঝখানে লেক ও তার একপাশে জংগল। লেকের চারিদিকে বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে রাখা হয়েছে টুরিস্টদের দৃষ্টি আকর্ষণের জন্য। তাছাড়া আমরা এখানে একটি গরুর গাড়িও দেখতে পাই।
তারপর আমরা পুলের উপর দিয়ে জংগলের ভিতর প্রবেশ করি। যতই ভিতরে যাই ততই দেখি শুধু জংগল আর জংগল। পরিবেশটা ছিলো খুবই শীতল ও অসাধারণ।
তারপর আমরা এই পর্যটন কেন্দ্রের আর এক পাশে চলে যাই। সেখানে যেয়ে দেখি নদীর পাশে বসার জন্য একটি ঘর রয়েছে। সেখানে যেয়ে জানতে পারি নদীর ওপার ভারত। নদীর ওপারে বসিরহাট নাম করে ভারতে যে জায়গা রয়েছে সেটি। কি সুন্দর একটি জায়গা একপাশে ভারত আর এক পাশে বাংলাদেশ মাঝখানে একটি নদী। এই দৃশ্যটি আমার কাছে খুবই অসাধারণ ছিলো। আমার এই ভ্রমণ কাহিনি এইপর্যন্ত। আশা করছি আপনাদের আমার এই ভ্রমণ কাহিনি ভালো লেগেছে।
স্থান : শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : Xiaomi ও Nikon
ক্যামেরা মডেল : K20 Pro ও D5300
ভাইয়া একপাশে ভারত আরেক পাশে বাংলাদেশ আর মাঝখানে নদী এই দৃশ্য সরাসরি দেখে আপনার যেমন ভালো লেগেছে তেমনি আপনার পোস্টের এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। মিনি সুন্দরবনের ভিতরের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমার বাস্তবে গিয়ে দেখতে খুব ইচ্ছে করছে। আপনার মিনি সুন্দরবন ঘুরাঘুরি করার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যা সময় থাকলে ঘুরে আসতে পারেন জায়গাটা আসলে অনেক সুন্দর। আর আমার ফটোগ্রাফির প্রসংশা করার জন্য আপনাকে ধন্যবাদ।
জঙ্গলের মধ্য দিয়ে কাঁঠের মাচা এটা সুন্দরবনে দেখেছিলাম। একেবারে সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে। এবং লেক গুলো বেশ চমৎকার লাগছে। ভাই যদি জায়গাটার সঠিক লোকেশন বলতেন ভালো হতো। মানে জেলা উপজেলা বা কীভাবে যাব। ভালো ছিল আপনার পোস্ট টা।।
ভাই এটি জেলা সাতক্ষীরা, উপজেলা শ্যামনগর, গ্রাম দেবহাটা। ভাই আপনি শ্যামনগর উপজেলা থেকে বাইক ভাড়া করে ওখানে যেতে পারবেন।
আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে।।
আপনাকেও ধন্যবাদ।
আপনি তো দেখছি বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন। এভাবে ঘুরাঘুরি করতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনার ঘুরাঘুরির মুহূর্ত পড়ে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি জায়গাটা কিন্তু বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কাটানো মুহূর্ত সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ জানাই সুন্দরভাবে আমার ব্লগটি উপভোগ করার জন্য।
মিনি সুন্দরবন জায়গাটি দেখতে বেশ চমৎকার মনে হচ্ছে। নদীর একপাশে বাংলাদেশের অন্যপাশে ইন্ডিয়া দেখতে তো ভালো লাগার কথা। তাছাড়া কৃত্রিম কিছু জিনিস বানিয়ে আরো বেশি আকর্ষণীয় করেছে ভিতরে জঙ্গলের মধ্যে কাঠের রাস্তা দিয়ে সুন্দরবনের একটা ফিল নিয়ে এসেছে। আসলেই জায়গাটা বেশ চমৎকার। ভালো লেগেছে আমার কাছে। সবাই মিলে বেশ মজা করেছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ।
হ্যা জায়গাটা আসলে অনেক সুন্দর। আর সবাই মিলে আমরা বেশ মজাও করেছিলাম ওখানে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনারা তিন ভাই মিনি কক্সবাজার ঘুরতে গিয়েছেন এবং সেখানে গিয়ে দৌড়াদৌড়ি করেছেন। আসলে ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে হয় অনেক বেশি রোমাঞ্চকর এবং রঙিন অন্যান্য সময় গুলোর থেকে। এ সময়টা খুব দ্রুতই শেষ হয়ে যায় দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। সেখানকার কিছু চমৎকার ফটোগ্রাফিও আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
ভাই ওই জায়গাটার নাম মিনি সুন্দরবন। আর হ্যা ভাই খুব সুন্দর একটা মূহুর্ত কাটিয়েছিলাম ওখানে। আর আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনারা ২০ টাকা করে তিনটি টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছিলেন তাহলে। আসলে এরকম একটা সুন্দর জায়গা একপাশে ভারত আর একপাশে বাংলাদেশ মাঝখানে একটি নদী। এরকম দৃশ্য দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আপনার মিনি সুন্দরবন ঘুরাঘুরি করার মুহূর্ত পড়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনারা পুলের উপর দিয়ে জঙ্গলে প্রবেশ করেছিলেন তাহলে। যাইহোক সম্পূর্ণ ঘোরাঘুরি করার মুহূর্ত এক কথায় অসাধারণ ছিল।
হ্যা এতো সুন্দর জায়গা হিসেবে টিকিটের দাম অনেক কম। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিলো। খুব সুন্দর একটি ফিল পাওয়া যায় ওখানে গেলে। আপনার মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
ফটোগ্রাফি পোস্টে অবশ্যই লোকেশন দিতে হবে, নতুবা পোস্ট কিউরেশনে যাবে না।
এখনি এডিট করে সঠিক করুন।
আপু ঠিক করে দিছি।