পর্ব ২ : সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক ভ্রমণের অভিজ্ঞতা (১০% shy-fox ও ৫% abb-school)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20220713_142513.jpeg
হ্যালো আমার বাংলা ব্লগের সদস্যগন আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্কের ২ নাম্বার পর্ব আপনাদের মাঝে তুলে ধরবো। আমার সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক ভ্রমণের প্রথম পর্ব যারা পড়েছিলেন তারা খুব ভালো ভালো মন্তব্য করেছিলেন। এবার আশা করছি আমার এই পার্ক ভ্রমণের শেষ পর্ব আপনাদের কাছে ভালো লাগবে।
IMG_20220715_165923.jpeg
একবার সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্কে যেয়ে মায়ায় জড়িয়ে যাই। কারন এই পার্কে একের ভিতর সব ছিলো। বিশাল জায়গা নিয়ে এই পার্ক। এই পার্কের ভিতর মিনি চিড়িয়াখানা ছিলো, যেখানে সেখানে খুব সুন্দর সুন্দর মূর্তি বানানো ছিলো, টুরিস্টদের বসার জন্য খুব সুন্দর সব জায়গায় করা ছিলো, খুব সুন্দর একটি লেক ও সেখানে নৌকা ছিলো রাইড করার জন্য। চারিদিকে এতো সুন্দর ভাবে সাজানো ছিলো যে এই পার্কটির মায়ায় জড়িয়ে গিয়েছিলাম।
IMG_20220715_171541.jpeg

IMG_20220715_171914.jpeg
আগের দিনের মতো আবার ও পার্কে আসে নৌকা নিলাম। তবে আগের দিন ৩ জন ৩ টা নৌকা নিছিলাম। কিন্তু এবার বড়ো দেখে একটা নৌকা নিয়ে আমরা আবার লেকের ভিতর নেমে পরলাম। এবার শুধু পার্কে এসেছিলাম নৌকা চালানোর জন্য।
IMG_20220715_172143.jpeg

IMG_20220715_172802.jpeg
আমরা যখন নৌকার পরে তখন হটাৎ করে মেঘ আর সাথে সাথে বৃষ্টি। আমরা লেকের উপরে যেতেই পারলাম না। তার আগে ভিজে গেলাম। তখন আলাদা এক অনুভুতি ছিলো। বৃষ্টির ভিতর আমরা বেশ মজা করলাম। এটাই আমার পার্কের শেষ পর্ব ছিলো। আশা করছি আপনাদের আমার কিছু ফটোগ্রাফি এবং ভ্রমণ অভিজ্ঞতা ভালো লেগেছে।

স্থান : শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ

ক্যামেরা পরিচিতি : Xiaomi ও Nikon

ক্যামেরা মডেল : K20 Pro ও D5300

Sort:  
 2 years ago 

সুন্দরবন ভ্রমণের এ পরবে সে আপনি অনেক সুন্দর সুন্দর আলোচিত্র এবং সুন্দর অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে নদীতে ভ্রমণের আপনার ফটোগ্রাফি গুলা দেখতে অসাধারণ লাগছে।।
আপনার মত আমার অন্যদিকে ঘুরতে অনেক ভালো লাগে বিশেষ করে নদীর পানিতে গোসল করতে তো আরো বেশি ভালো লাগে।।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুন্দরবন পিকনিক কর্নার এন্ড ফিস পার্ক তো দেখলাম খুবই আকর্ষণীয় এবং দারুন। কারণ আপনাদের ফটোগ্রাফি গুলোর মাধ্যমেই বুঝতে পারলাম যে জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এমন কোন জায়গায় একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে এটা স্বাভাবিক। তবে আপনারা বৃষ্টিতে ভিজে গিয়েছেন তাই আর লেকের উপরে যেতে পারেননি। তাছাড়া সেখানে মিনি চিড়িয়াখানা এবং টুরিস্ট এর জন্য বসার বিশেষ ব্যবস্থা রয়েছে যা আসলেই অনেক ভালো হয়েছে।টুরিস্টরা হাপিয়ে গেলে সেখানে রেস্ট নিতে পারবে। খুব ভালো লাগলো আজকের পর্ব পড়ে।

 2 years ago 

এই জায়গাটি আসলে অনেক সুন্দর একটি জায়গা। এখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছে হয়। সময় পেলে আবার যাওয়ার চেষ্টা করবো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য। আশা করছি আপনিও ভালো থাকবেন।

 2 years ago 

জি অবশ্যই সবাই সবার জন্য শুভকামনা করা খুবই প্রয়োজন।ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।