ভয়ানক একটি জায়গা ভ্রমণের অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20220713_123330.jpg

Redmi K20 Pro, 4.77 mm, f/1.75, ISO 1275

হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব ভয়ানক একটি জায়গা ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো। এটি ছিলো রাজা প্রতাপাদিত্যের রাজ্যের সাথে জড়িত একটি জায়গা।
DSC_0120.JPG
Redmi K20 Pro, 4.77 mm, f/1.75, ISO 1275

DSC_0174.JPG
Redmi K20 Pro, 4.77 mm, f/1.75, ISO 1275

IMG_20220713_122842.jpg
Redmi K20 Pro, 4.77 mm, f/1.75, ISO 1275

বরাবরের মতো আমরা ৩ ভাই একটি জায়গার কথা জানতে পারি। সেখানে নাকি রাজা প্রতাপাদিত্যের শাসন আমলে ফাসি দেওয়া হতো। যেখানে ফাসি দেওয়া হতো তার নিচে নাকি একটা গর্ত ছিলো। তার নিচে দিয়ে নাকি বেশ জোরে জলের প্রবাহ চলতো। সেখানে ফাসি দেওয়ার পর ছেড়ে দেওয়া হতো। যাদের ছেড়ে দেওয়া হতো তাদের অস্তিত্ব নাকি আর পাওয়া যেতো না। আমরা সেইখানে প্রবেশ করি। আমরা অল্প কিছুসময় সেখানে থাকতে পারি কারন তার ভিতরে গেলে শরীর কেমন শিহরিত হয়ে উঠছিলো। শরীরের লোমা সজা হয়ে যাচ্ছিলো। ভয়ানক এক অনুভুতি হচ্ছিলো। কেন জানিনা এইরকম হচ্ছিলো। এইজন্য ওখানে আমরা বেশি সময় থাকতে পারিনা। ওখান থেকে আমরা তারাতাড়ি বেরিয়ে আসি। এটাই ছিলো আমার একটি ভয়ানক অভিজ্ঞতা।

স্থান : শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ
ক্যামেরা পরিচিতি : Xiaomi
ক্যামেরা মডেল : K20 Pro