ছেলেটির নাম দুর্জয়। ছেলেটির মায়ের এক চোখ অন্ধ!!স্কুলের বন্ধুদের সামনে দুর্জয় তার মাকে নিয়ে খুবই বিব্রত অবস্থায় পরতে হয়।
একবার ওর মা স্কুলে গেলো খাবার নিয়ে, দুর্জয় চিৎকার করে বললো তুমি মরে যাও না কেন? তাহলে আমাকে এই লজ্জা পেতে হয় না বন্ধুদের কাছে।
ছিঃ কি বিশ্রি দেখা যায় এক চোখে যখন তাকাও।
খুব মনোযোগ দিয়ে দুর্জয় লেখাপড়া করে, কারণ যত দ্রুত সম্ভব সে বড় হয়ে এখান থেকে চলে যেতে চায়। খুব ভালো রেজাল্ট করলো দুর্জয় , সেই সাথে প্রতিষ্ঠিত ও হল!
তার নিজের বাড়ি, গাড়ি, বউ, ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার!
একচোখ অন্ধ মায়ের কোন চিহ্নই নেই তার জীবনে|এদিকে বৃদ্ধা মৃত্যুর দিন গুনছে আর মরবার আগে একটি বারের জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুঁজে খুঁজে চলে গেলো ছেলের বাড়ি।
বৃদ্ধাকে দরজায় দেখে দুর্জয় হুংকার দিলো কোন সাহসে এসেছো এখানে?
দেখছনা তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে?দূর হও!!
মা মনে খুব কষ্ট বুকে নিয়ে ফিরে যায়। এর কয়েক বছর পরে স্কুলের পূনর্মিলনীতে বিশেষ অতিথী হয়ে গেলো দুর্জয়!অনুষ্ঠান শেষে কি মনে করে যেন বৃদ্ধাকে দেখতে গেলো।প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো বছর দুই আগেই তিনি গত হয়েছেন আর যাবার আগে তার সন্তান দুর্জয়ের জন্য একটা চিঠি রেখে গেছে !
দুর্জয় চিঠিখানা নিলো এবং পড়তে লাগলো,চিঠিতে লেখা আছে আমার সোনামনি দুর্জয় , জানি তুমি তোমার মা কে অনেক ঘৃণা করো। আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি, দিয়েছি শুধু লজ্জা।
মা হিসেবে আমি ব্যর্থ। এ জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী।
ছোটবেলায় একবার তোমার একটা এক্সিডেন্ট হয়েছিল আর তাতে তোমার একটা চোখ খুব খারাপ ভাবে আহত হয়েছিল। তুমি সারাজীবন একচোখ দিয়ে দেখবে, মা হিসেবে এটা আমি মেনে নিতে পারিনি, তাই নিজেই বাকি জীবন একচোখ দিয়ে দেখবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ তুমি দুচোখ দিয়ে দেখতে পারছো, আমার কাছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই।
তুমি ভালো থেকো বাবা,
ইতি তোমার
হতভাগা মা।😔😔😔😔
Source
There is reasonable evidence that this article has been spun, rewritten, or reworded. Repeatedly posting such content is considered spam.
Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.
More information and tips on sharing content.
If you believe this comment is in error, please contact us in #disputes on Discord
@resteemator is a new bot casting votes for its followers. Follow @resteemator and vote this comment to increase your chance to be voted in the future!