My town photography || Gafargaon - Mymensingh
- প্রথম ছবিতে আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি হলো গফরগাঁও মার্কাজ মসজিদ। এটি অনেক প্রাচীন একটি মসজিদ।এই মসজিদে এক সাথে প্রাই ৫ হাজারেরও বেশি মানুষ নামায আদায় করতে পারে।এটি গফরগাঁও উপজেলার কেন্দ্রীয় মসজিদ হিসাবে পরিচিত।গফরগাঁও মার্কাজ মসজিদ হল গফরগাঁও এর সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদের ডিজাইন খুবিই চমৎকার । বাহিরের দেশের আর্কিটেকচারার দিয়ে এটি ডিজাইন করা। প্রতি বৃহস্পতিবার সন্ধায় এই মসজিদে সাপ্তাহিক ইসলামিক জোর আয়জিত হয় ।
- এখন আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো গফরগাঁও মহিলা কলেজ। এটি ১৯৭২ সালে স্থাপিত হয়। এটি গফরগাঁও উপজেলার এক মাত্র কলেজ যা মেয়েদের উচ্চ শিক্ষার জন্য, মেয়েদের শিক্ষার হার বারানো জন্য স্থাপন করা হয়।এই কলেজ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে বের হয়ে থাকে।
*এখন আপনারা ৩য় যে ছবিটি দেখতেছেন সেটি হলো গফরগাঁও সরকারি কলেজ। এটি গফরগাঁও এর একমার্ত সরকারি কলেজ। এখানে ছেলে মেয়ে উভই এক সাথে পড়াশোনা করে থাকেন। এই কলেজে প্রাই ৫ হাজারের অধীক ছাত্র-ছাত্রী রয়েছে, যারা বিভিন্না ভিবাগে পড়াশোনা করে থাকে।
*এখন ছবিতে যে প্রতিষ্ঠানের নাম দেখতেপাচ্ছেন সেটি হলো একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এটার নাম হলো আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল ইলুম মার্কাজ মার্দাসা। এখানে প্রাই হাজারের অধিক ছেলে তাদের ধর্মীয় লাইনের পড়াশোনা করে থাকে।
- উপরে এখন যে খেলার মাঠটি দেখতে পাচ্ছেন সেটি হলো গফরগাঁও আস্কর আলি উচ্চ বিদ্যালয়ের মাঠ।এই বিদ্যালয়টি একটি প্রাচীণ প্রতিষ্ঠান।আর প্রতিষ্ঠানের এই মাঠে বাংলাদেশ জাতীয় টিমের খেলোয়ার মুহাম্মদ আশরাফুল ক্রিকেট খেলেগেছেন।
- এটি হলো কেন্দ্রীয় জামে আজহার মসজিদ।এটি ১৯৮৫সালে গফরগাঁও পৌর শহর জামতলা মোড় এর কাছে স্থাপন করা হয়।
- উপরের ছবিতে লাল সবুজের যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি তৈরি করা হয় বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যারা আংশ গ্রহণ করে সেই মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগার।
JOIN WITH US ON DISCORD SERVER:
You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.
Hi! you're on our Curation List for 500SP Minnowsupport Program.
Please remember to support others in the Newcomers Community by commenting and upvoting their post. Thank you.
You have been upvoted by @edlili24, Steem Greeters from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit and for curating 500SP Minnowsupport Program 500SP Minnowsupport Program
Follow @steemitblog for the latest update on Steem Community.
Check out the on going contest that happening on Steemit Community right now here Ongoing Contest on Steemit