My town ten pictures 🥰|| Gafargaon || Mymensingh
- ছবিতে আমার পিছনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন তাহলো শহীদ মিনার। যা শহীদের স্মরণে মুক্তিযুদ্ধের পরে নির্মান করা হয়।যা গফরগাঁও এর কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে পরিচিত।এটি গফরগাঁও শহরের জমতলা মোড় এর কাছে অবস্থীত।এখানে নির্দিষ্ট দিনে শহীদের স্মরণে সকলে এক সাথে উপস্থিত হয় এবং তাদের সম্মানে এক মিনিট দারিয়ে নিরবতা পালন করে এবং ফুল দিয়ে তাদের প্রতি সম্মান পদর্শন করে থাকে।
- এখন আপনার যে ছবিটি দেখতে পাচ্ছেন সে স্থানটির নাম হলো জামতলা মোড়, যার অবস্থান গফরগাঁও পৌর শহরের একেবারে মধ্যস্থলে।এখান থেকে গফরগাঁও এর ১৫টি ইউনিয়নের সাথে যানবাহন এর মাধ্যমে যাতায়ত করা যায় খুব সহজেই।
- এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো ব্রাক যা একটি বেসরকারি প্রতিষ্ঠান । যেখান থেকে গরীব,আসহায়,এমনকি প্রবাশীদের শল্প সুধে ঋন দেওয়া হয়। সেই ঋনেরর টাকা ব্যবহার করে গরীব,অসহায় লোকজন বিভিন্ন ধরনের ব্যবসায় গড়ে তুলেন যার মাধ্যমে বেকার সমস্যা দূর হয়ে থাকে।
*আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হলো ঐতিয্যবাহী গফরগাঁও রেলওয়ে স্টেসনের রাতের রেললাইন। এই রেললাইন বা গফরগাঁও রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনের মাধ্যমে যাতায়ত করে থাকে।
- এই ছবিতে আপনার ইট,পাথর, বালু সংমিশ্রনে নির্মিত যে অবকাঠামো দেখতে পাচ্ছেন সেটা হলো প্রাথমিক বিদ্যালয় যা একটি সরকারি প্রতিষ্ঠান। যে এখানে গ্রামের সকল শ্রেণীর মানুষের ছোট ছোট ছেলে মেয়ে পড়াশোনা করে থাকে।
- আপনারা এখন ছবিতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ময়মনসিংহ বিভাগের এর সাথে গফরগাঁও উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। যে রাস্তা ব্যবহার করে গফরগাঁও মানুষ ময়মনসিংহ শহরে গিয়ে তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো খুব সহজেই করে থাকে।
।
w3w
- ছবিতে আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি কৃষি জমি। যা একটি দেশের ঐতিয্যের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে থাকে।কারন যে দেশের কৃষি কাজ যত ভালো এবং উন্নত সে দেশ অর্থনৈতিক ভাবে তত উন্নত। কারন কৃষি কাজের মাধ্যমে খাবারের চাহিদা, বেকরত্ব বিভিন্ন সমস্যা পূরন হয়ে থাকে।
- এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটি একটি নদীর ওপর তোলা একটি ছবি। আর সেই নদীটির নাম হলো ব্রম্মপুত্র নদ।এই নদটি গফরগাঁও এর গাঁ গেশে অবস্থিত। এবং নদীটি গফরগাঁও গাঁ গেশে অন্য উপজেল দিতে অতিবাহিত হয়ে সে তার গন্তব্যে চলে যায়।
JOIN WITH US ON DISCORD SERVER:
Hi @nh-shanto you're on our Curation List for 500SP Minnowsupport Program.
Please remember to support others in the Newcomers Community by commenting and upvoting their post. Thank you.
You have been upvoted by @edlili24, Steem Greeters from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit and for curating 500SP Minnowsupport Program 500SP Minnowsupport Program
Follow @steemitblog for the latest update on Steem Community.