অরিগ্যামি :-ছোট বোনের ক্লে দিয়ে তৈরি করা কিছু জিনিস।
হ্যালো প্রিয় বন্ধুরা ,
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা অরিগ্যামি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মূলত নতুন নতুন কিছু তৈরি করতে পছন্দ করি। বিশেষ করে আমি বিভিন্ন কিছু তৈরি করে আমার ঘর সাজাতে খুবই পছন্দ করি। আসলে রঙিন কাগজ কিংবা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতেও খুব ভালো লাগে। আমি মূলত চেষ্টা করি কাজগুলো সুন্দরভাবে করতে। মাঝেমধ্যে যখনই আমি সময় পাই তখনই কিছু বানাতে বসে পড়ি। আর আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি অরিগ্যামি পোস্ট নিয়ে আসলাম। আশা করবো আমার করা অরিগ্যামি আপনাদের সবার পছন্দ হবে।
আজকের এই অরিগ্যামিটি তৈরি করার জন্য যখন আমি ক্লে নিয়ে বসলাম তখন আমার ছোট বোন ইচ্ছা পোষণ করলো আজকে সে ক্লে দিয়ে কিছু বানাবে। যেহেতু সে এখনো ছোট তাই আমি তাকে সহযোগিতা করেছি তার ধারণা মতো এই জিনিস গুলো বানাতে। অল্প কিছু জিনিস হলেও তার ধারণা গুলো আমার কাছে ভালো লেগেছে। তাই আপনাদের সাথেও তা শেয়ার করলাম।
তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের অরিগ্যামি:-
উপকরণ
• ক্লে।
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে সে গোলাপি রঙের কিছু ক্লে বের করে নিল।
ধাপ - ২ :
এরপর একটু ক্লে হাতে নিয়ে গোল আকৃতি করে নিল।
ধাপ - ৩ :
এভাবে সে কয়েকটি ছোট ছোট বল আকৃতি করে বানিয়ে নিল।
ধাপ - ৪ :
এরপর সেগুলো একটার সাথে একটা জোড়া দিয়ে ফুল আকৃতি বানিয়ে নিলো।
ধাপ - ৫ :
এরপর সে হলুদ রঙের একটি ছোট বল বানিয়ে নিলো।
ধাপ - ৬ :
এরপর সেটি ফুলটির উপর বসিয়ে দিল।
ধাপ - ৭ :
এরপর সেই ফুলটি একটি হেয়ার ক্লিপের উপর লাগিয়ে নিল।
ধাপ - ৮ :
এরপর সে কয়েক রঙের ছোট ছোট আরো কিছু বল বানিয়ে নিলো।
ধাপ - ৯ :
তারপর সেগুলো একটার সাথে একটা জোড়া লাগিয়ে কয়েকটি ফুল বানিয়ে নিলো।
ধাপ - ১০ :
এরপর সে সেই ফুলগুলো একটি ছোট আয়নার উপরে লাগিয়ে নিল।
ধাপ - ১১ :
এরপর সে কপি রঙের একটু ক্লে নিল।
ধাপ - ১২ :
ক্লেটি সে লম্বাকৃতি করে নিল।
ধাপ - ১৩ :
এরপর সে সবুজ রঙের ক্লে দিয়ে পাতা আকৃতি বানিয়ে নিল।
ধাপ - ১৪ :
এরপর পাতাগুলো জোড়া লাগিয়ে নিল।
ফাইনাল আউটফুট
অবশেষে সে ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো বানানো শেষ করলো। এরপর আমি এর কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম।
আশা করবো তৈরি করা এই অরিগ্যামিটি আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে ফিরে আসবো।সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি।
ধন্যবাদ সবাইকে।
আমার পরিচয়
আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।
ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি আপনার ছোট বোনকে সাহায্য করেছেন কোন কিছু তৈরি করতে জেনে ভালো লাগলো। আপনার তৈরি করা জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি আপনার ছোট বোন অনেক পছন্দ করেছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।