কবিতা :- " প্রেম বসন্ত "।
হ্যালো প্রিয় বন্ধুরা ,
আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি অন্যের কবিতা মনোযোগ দিয়ে পড়ি এবং নিজেও গুছিয়ে লিখতে চেষ্টা করি। সত্যি বলতে বিশেষ করে কবিতা লেখার অনুভূতিটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি মনে করি কবিতা লেখাটাও একটা অনুভূতির ব্যাপার। যেটা হয়তোবা সবার পক্ষে সম্ভব না। আমি যদিও মাঝেমধ্যেই লেখালেখি করার চেষ্টা করি। তবে যখনই সময় সুযোগ পাই আমি কবিতা লিখতে বসে পড়ি। কিন্তু কতটুকু সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব সেটা জানি না। তবে আজকে আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। আশা করবো আমার লেখা আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
প্রেম ভালবাসা হলো আবেগ আর মায়ার এক অন্যরকম ছোঁয়া। যায একজন মানুষকে কখনো বিরহ এনে দেয়। আর কখনো এনে দেয় অফার তৃপ্ততা। বসন্ত বাতাস যেমন শীতল তেমনি প্রেমের আবাস ছোঁয়াও মধুর শীতল । বসন্তে যেমন ফুলে ফুলে ভরে যায় সারা বাগান তেমনি ভালোবাসা একজন প্রেমিক - প্রেমিকা মন হয়ে যায় ফুলেল রঙিন। একজন মানুষকে ভালবেসে তার প্রিয় মানুষের জন্য যেন উপমার কোন কমতি থাকে না। প্রেমিক- প্রেমিকা তখন অনন্য প্রকৃতিতে শুধু তার প্রিয় মানুষেরই উপমা খুঁজে বেড়ায়।
তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার স্বরচিত কবিতাটি :-
" প্রেম বসন্ত "
শুষ্ক পাতায় পাতায়
সবুজ সতেজ আবরণ,
পুষ্প ফুটে ফুটে
আজ নন্দিত সারা কানন।
তোমার বিহনে বিরহে
প্রহর গুনে গুনে প্রিয়তমা,
আজ তবে ফিরেছে
ধরায় বসন্তবেলা।।
দেখ প্রকৃতি আজ মুগ্ধ
সুশীতল সমীরণে,
তব হৃদয় আমার স্তব্ধ
প্রেমের তৃষ্ণার্ত বিরহে।।
উষ্ণ কিরণে তব
স্পুটিত আজ বসন্ত,
তোমারই হৃদয়মাঝে
মন আমার আজ ডুবন্ত।।
দেখো হে প্রিয়তমা
আজ সেজেছে এই আকাশ,
নীল সাদা মেঘে তব
ওই আকাশ ভরা।।
ভালোবেসে চেয়েছি তোমায়
আমার হৃদয় আঙ্গিনায়,
ভালোবাসায় রাখবো তোমায়
আমার হৃদয় জোছনায়।।
প্রিয় তুমি আমার
স্বপ্ন প্রেম বসন্ত,
আমার ভালবাসার
তুমিই চির অর্ধাঙ্গী।।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
লেখক | @nigarjebin |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
![IMG-20240330-WA0006.jpg](
আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।
ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
বসন্তের সাথে দারুন ভাবে ভালোবাসাকে উপস্থাপন করেছেন আপু। সত্যি বসন্তের ঋতু টা যেন ভালোবাসার জন্যই তৈরি হয়েছে এমন মনে হয়। খুবই ভালো লাগলো আপু আপনার লেখা কবিতাটি পড়ে। পরবর্তীতে আবারো এরকম সুন্দর সুন্দর কবিতা পড়ার অপেক্ষায় রইলাম আপু।
খুব সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ,আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনার এই প্রেম বসন্ত কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রেম ভালোবাসা হল আবেগ মায়ার অন্যরকম ছোঁয়া। ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
https://x.com/Nigarjebin/status/1813555542167855422?t=Va6rOE7drhlY0NvkMAurdQ&s=19
খুব সুন্দর একটি কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা লেখা কবিতাটা বেশ দারুন হয়েছে। কবিতার প্রতিটা লাইন অসাধারণভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। কবিতার ছন্দ লাইন সব মিল ছিল। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।