সমুদ্র এবং কর্ণফুলী নদীর সৌন্দর্য একসাথে উপভোগ করার স্থান চট্টগ্রাম জেলার পতেঙ্গা

in Steem For Bangladesh2 months ago

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

চট্টগ্রামের বিখ্যাত একটি জায়গা হচ্ছে সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটা পতেঙ্গা থেকে শুরু করে আনোয়ারা থানার বিভিন্ন জায়গা পর্যন্ত বিস্তৃত হয়েছে। কিন্তু সমুদ্র সৈকত ছাড়া ও চট্টগ্রামের আরো কয়েকটা স্থান বিখ্যাত তার মধ্যে অন্যতম একটি হলো কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী কে ঘিরে অনেকগুলো বসতি তৈরি হয়েছে। এবং বিদেশ থেকে যে কারগো জাহাজ গুলো আসে সেগুলো কিন্তু এই কর্ণফুলী নদী হয়েই চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। কর্ণফুলী নদীর তীর গেসেই কিন্তু তৈরি করা হয়েছে চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দর। ভ্রমন প্রিয় মানুষরা চট্টগ্রাম বিমানবন্দরের পাশে যে সুন্দর ভাবে একটা ব্রিজ তৈরি করেছে সেটার চারপাশে ভ্রমন করার জন্য আসে।কর্ণফুলী নদীর তীর গেসেই তৈরি করা হয়েছে নৌবাহিনীর একটি সুন্দর ঘাঁটি। যেই ঘাটি টা নেবাল নামে পরিচিত। সমুদ্র সৈকতের সৌন্দর্যের পাশাপাশি যারা নদীর শান্ত শিথিল পরিবেশ দেখতে পছন্দ করে তাদের জন্য এই স্থানটি খুবই পছন্দনীয়। কর্ণফুলী নদীর এক পাশে চট্টগ্রাম শহরের বিভিন্ন অঞ্চল গড়ে উঠেছে আবার অন্য পাশে রয়েছে গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলেই মূলত আমাদের গ্রাম দুধকুমড়া। গতকাল শহর এলাকার যে ঘাটতি রয়েছে এয়ারপোর্ট এর পাশে সেটা দিয়ে নদী পার হয়ে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজ। গ্রামের পাশে যে ঘাটা রয়েছে সেটার পাশেই কিন্তু চট্টগ্রামের বৃহত্তম সার ফ্যাক্টরি অবস্থান।

20240325_150440.jpg

20240325_150458.jpg

AnowaraLocation Map

আমাদের গ্রামের রাঙ্গাদিয়া ঘাট পার হয়ে 15 নম্বর ঘাট কিংবা এয়ারপোর্ট ঘাটে আসতে হয়। টানের উদ্বোধন হওয়ার পর থেকে নদী পথে যাতায়াত অনেকটাই কমে এসেছে। কিন্তু তবুও যারা অল্প সময়ে গ্রাম থেকে শহরে চলে আসতে চায় তাদের জন্য টানেলের তুলনায় ঘাট দিয়ে পার হওয়াটাই উত্তম। এই রাস্তাটা ব্যবহার করে যেমন তাড়াতাড়ি আসা যায় তেমনি খরচও কম পড়ে। চট্টগ্রাম শহরে দেখার মত যে সুন্দর জায়গা গুলো রয়েছে এর মধ্যে কিন্তু রাঙা ঘাটের আশেপাশে যে রেখা রয়েছে সেটাও কিন্তু খুবই চমৎকার। চট্টগ্রামের যে বৃহত্তম সার ফ্যাক্টরিটির রয়েছে সেটার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর হয় বিশেষ করে বর্ষাকালে। এ সময়ে এখানে কৃষ্ণচূড়া ফুলসহ বিভিন্ন রকমের ফুল ফুটে যার কারণে এইখানকার ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগে। অনেকেই স্থানে ভ্রমণ করতে আসে শুধু মাত্র সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য।

20240325_151805.jpg

AnowaraLocation Map

আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাঙ্গা দিয়া ঘাট পার হওয়ার পরে ইউরিয়া সার্ফ ফ্যাক্টরির যে সুন্দর রাস্তাটা রয়েছে সে রাস্তাটা অতিক্রম করে যেতে হয়। কথাই বলতে গেলে চট্টগ্রামে ভ্রমণ করার মত অনেকগুলো সুন্দর দৃশ্য রয়েছে। যারা গ্রামের সৌন্দর্য এবং সেই সাথে সমুদ্র সৈকত ও নদীর সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে চান তাদের জন্য কিন্তু চট্টগ্রামের এয়ারপোর্টঘাট পার হয়ে রাঙ্গা দিয়া ঘাটের যে অংশটা রয়েছে সেটা দেখতে খুবই ভালো লাগবে। এছাড়াও এখান থেকে চাইলেই পারকি সমুদ্র সৈকতে অনায় এসে চলে যাওয়া যাবে মাত্র ৫০ টাকা গাড়ি ভাড়া খরচ করার মাধ্যমে। ঈদের পরে এই বিভিন্ন জায়গায় ভ্রমণ করার একটা সুযোগ আমাদের হয়ে যাবে। চাইলেই ভ্রমন করে আসতে পারেন এই এলাকাগুলোতে

20240325_151814.jpg

AnowaraLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Sort:  
Loading...
 2 months ago 

The first thing known as a place of natural beauty in Bangladesh is Chittagong, which cannot be defined as the beauty of Chittagong. It is a very golden opportunity for those who live in Chittagong and also the people of Bangladesh, wherever they plan to visit, Chittagong will be the first place in their fixed list. I have visited the place several times and love it and will try to visit if I get a chance

 2 months ago 

Always welcome in my city

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69067.71
ETH 3754.33
USDT 1.00
SBD 3.72