অনিয়ম অন্ধকার
আজ হঠাৎ করে ভোররাতে ঘুমটা ভেঙ্গে গেলো ৷ কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করেও চোখে আর ঘুম আসছে না ৷ মুঠোফোনটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ভিডিও দেখলাম ৷ আরো কিছুটা সময় কাটিয়ে দিলাম চোখ বুঝে ৷ তাও চোখে ঘুম নেই , ভোরের আলো ফুটতে শুরু করেছে ৷ মানুষের চলাচল আর পশুপাখির কোলাহল শুনতে পারছি ৷ সবাই জেগেছে প্রকৃতির সঙ্গে অথচ আমি এই সময়টাও গভীর ঘুমে আচ্ছন্ন থাকি ৷ আজ কদিন ধরে হঠাৎ করেই মাঝরাতে কিংবা ভোররাতে ঘুম ভেঙ্গে যাচ্ছে আমার ৷ কারণ টা বেশ অজানা অবাক করার মতোই ৷ ঘুমাতে গেলেও চোখে ঘুম আসে নাহ ৷ কতক্ষণ চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করি , এরপর আরো কতটা সময় চলে যায় হঠাৎ ঘুম ভাঙ্গে ৷ মনে হয় সারা রাত চোখ বুঝে ঘুমানোর চেষ্টাই করলাম ৷ ঘুমাতে আর পারিনি ,,অথচ চলে গেছে কয়েক ঘন্টা ৷ চোখে মুখে একরাশ বিরক্তি আর খিটখিটে মেজাজ নিয়ে আজ ভোর সকালে বিছানা ছেড়ে উঠলাম ৷
একটা নতুন দিনের সূচনা হলো ৷ চারদিকে আবছা কুয়াশা , ঠান্ডা আবহাওয়া , শান্ত প্রকৃতি আর মানুষের ব্যস্ততা চলছে বেশ ভালোই ৷ তখনও সূর্য উঠেনি , ভোরের আলো ফুটেছে সবে ৷ গায়ে একটা চাদর জরিয়ে হাতে ব্রাশ নিয়ে হাটতে হাটতে রোডে চলে আসলাম ৷ বেশ ভালোই লাগছে ভোরের প্রকৃতির এই ছোঁয়া পেয়ে ৷ প্রকৃতির মতোই নিজেকে ধীরে ধীরে শান্ত অনুভূত হচ্ছে ৷ মনে হচ্ছে মিশে যাচ্ছি প্রকৃতির মাঝে ৷ নদীর উপর ব্রিজটাতে গিয়ে বসলাম ৷ কয়েকটা গাড়ি কিছু মানুষ যে যার মতো যাচ্ছে ৷ একটু পর হঠাৎ খেয়াল করলাম কিছু ছোট বাচ্চা একসাথে স্কুল ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে ৷ এরপর আরো কিছু ছাত্র-ছাত্রী সাইকেল করে যাচ্ছে ৷ এদের দেখে আমারও সেসব দিনের কথা মনে পড়ে গেলো ৷ এমনই ভোর বেলা ঘুম থেকে উঠে ঘন কুয়াশার মাঝে সাইকেল করে প্রাইভেটে যেতাম ৷ প্রচন্ড ঠান্ডা , ঘন কুয়াশা সব কিছুই উপেক্ষা করে প্রতিদিন নিয়ম করে ভোর বেলা ঘুম থেকে উঠে পড়তে যেতে হতো ৷ ইচ্ছে না থাকলেও যেতাম , মায়ের ডাকে সাড়া দিয়ে ৷ এরপর আজ বহুদিন হয়েছে , ভোরে ঘুম থেকে উঠা হয় না ৷ নতুন দিনের সূচনা দেখা হয় না ৷ প্রকৃতির সাথে জেগে ওঠা হয় না ৷ স্কুল জীবন শেষ হয়েছে , আর সেসব দিনও ফুরিয়ে গেছে ৷ এখন ভোরে ঘুম থেকে উঠার তাড়া নেই ৷ শাসন নেই , নিয়মের মাঝেও আমি নেই ৷ বড্ড অনিয়মের হারিয়ে গেছি ৷
ভোরের প্রকৃতি সত্যিই ভীষণ সুন্দর এবং শান্ত ৷ খুব ভোরে ঘুম থেকে উঠে সকাল টা উপভোগ করলেই বোঝা যায় , দিনের শুরুটা কতটা সুন্দর ভাবে হয় ৷ আস্তে আস্তে কুয়াশা কিছুটা কমে যাচ্ছে , পূর্বের আকাশে ধীরে ধীরে সূর্য উদয় হচ্ছে ৷ গ্রামের মাঠ আর ছোট নদীর মাঝে সূর্য উদয়ের এই দৃশ্যটা দেখতে সত্যিই ভীষণ অপূর্ব ৷ কিছুটা সময় আজ এভাবেই প্রকৃতির মাঝে কাটিয়ে দিলাম ৷ ভীষণ ভালো লাগলো , নিমিষেই মন মাইন্ড সব ফ্রেশ হয়ে গেল ৷ রাতের পর এমন সুন্দর একটা সকাল দেখে আজ মনে হলো একটুখানি পরিবর্তন জীবনেও খুব দরকার ৷ ভীষণ অন্ধকার আর অনিয়মে ডুবে আছি ৷ থমকে আছে জীবন , যার নেই কোনো স্বাদ গন্ধ ভালোবাসা ভালোলাগা ৷ থমকে যাওয়া জীবনটাকে এবার গতিশীল করতে হবে প্রকৃতির মতোই ৷ নিয়মের ঘরে ফিরতে হবে , জীবনে একটা সুন্দর সকাল খুব প্রয়োজন ৷ আর ভাল্লাগেনা রাতের অন্ধকারে আটকে যাওয়া এই জীবন ৷ এবার একটা ভোর আসুক , বাস্তব জীবনেও এমন একটা সুন্দর সকাল হোক , সূর্য উঠুক আর জীবনের সব অন্ধকার আবছা কুয়াশা আস্তে আস্তে দূর করুক ৷ অন্ধকার আর অনিয়মে থেকে থেকে ভিতরটা ধ্বংস প্রায় ৷
___নিরব !
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
https://x.com/Nirob7000/status/1855950038813589871?s=19