কলমি ফুল 🌼🌼

in আমার বাংলা ব্লগ20 days ago

IMG20241109092157_00.jpg


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে কলমি ফুলের কিছু ফটোগ্রাফি এবং একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সব সময়ই বেশ ভালো লাগে ৷ আর এই ভালো লাগা থেকে মাঝে মধ্যেই কিছু দৃশ্যে মুঠোফোনে ক্যামেরা বন্দি করে রাখি ৷ ভীষণ ভালো লাগে এসব দৃশ্যে ক্যামেরা বন্দি করে রাখতে ৷ আজ সকাল বেলা ঘুম থেকে উঠে বাড়ির পাশে ছোট্ট সবজি বাগানে গেছিলাম একটু ঘুরতে ৷ সেখানে বেশ কিছু সবজির গাছ লাগিয়েছি নিজেদের জন্য ৷ তার মাঝে ছোট একটা কলমি শাকের বাগানও ছিলো ৷ কলমি শাক গুলো বেশ বড় হয়েছে ৷ সাদা রঙের চমৎকার ফুলও ধরেছে কলমি শাক গুলোতে ৷ সকাল বেলার চকচকে রোদে ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে ৷ আমার কাছে এই দৃশ্যেটা বেশ ভালো লাগে ৷ তাই আবার বাড়ি এসে ব্যবহার করা মুঠোফোনটা নিয়ে বাগানে যাই কলমি ফুলের ফটোগ্রাফি করার জন্য ৷ এরপর কিছু সময় সেখানে দারিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি বেশ কিছু ফটোগ্রাফি এবং কিছু শর্ট ভিডিও ক্যাপচার করি ৷ এরপর ভাবলাম আজ এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি , এজন্য শর্ট ভিডিওগুলো হলকা এডিট করে আপনাদের মাঝে চলে আসলাম ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


IMG20241109092530_00.jpg

IMG20241109092127_00.jpg

IMG20241109092157_00.jpg

IMG20241109092153_00.jpg


কলমি ফুলের এই অপরূপ সৌন্দর্য্য আমার কাছে ব্যক্তিগত ভাবে ভীষণ ভালো লেগেছে ৷ সকাল বেলার চকচকে রোদ আর কুয়াশায় ভেজা কলমি ফুলের অপরূপ সৌন্দর্য আশা করি আপনাদেরও সবাইকে মুগ্ধ করে দেবে ৷ ফুলের উপর প্রজাপতি বসে থাকার দৃশ্যটা আরো বেশি মুগ্ধতার ৷ কিছু প্রজাপতি তখন ফুলের মধু নিতে ব্যস্ত ৷ কাছে থেকে এসব সৌন্দর্য উপভোগ করা আরো বেশি ভালোলাগার ৷ আজ আমি বেশ কিছুটা সময় প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করি ৷ বেশ ভালো লেগেছে আমার পুরো সময়টা ৷ তো চলুন এবার ভিডিওগ্রাফির মাধ্যমে কলমি ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যাক..

_আমার ক্ষুদ্র চেষ্টা ৷


কলমি ফুলের অপরূপ সৌন্দর্য্য ভিডিওগ্রাফি'র মাধ্যমে...


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি কলমি ফুলের অপরুপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ভিডিওগ্রাফিঃ কলমি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য
ক্যামেরাঃ redmi note10
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 09 Nov 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



@nirob70

Sort:  
 20 days ago 

কলমি ফুলের সৌন্দর্যময় দৃশ্য আপনি তুলে ধরেছেন ভিডিওটি দেখতে পেয়ে আরো ভালো লাগলো। সুন্দরময় এই দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

 18 days ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই , আপনার সুন্দর মতামত মন্তব্যের জন্য ৷

 20 days ago 

আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে কমলি ফুলের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পারলাম।কলমি ফুলের উপরে প্রজাপতির ঘুরে বেড়ানোর সুন্দর এই মুহূর্তটি দেখে খুব ভালো লাগলো।এত সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 18 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 20 days ago 

এই কলমি ফুলটা এক সময় আমার পুকুর পাড়ে ছিল। এগুলো বিদেশি বা হাইব্রিড কলমি। অনেক ভালো লাগলো দেখে আপনার চমৎকার এই কলমি ফুলের ভিডিওটা। খুব সুন্দর হয়েছে ভিডিও ধারণ করা।

 18 days ago 

এটা কলমি ফুল এটুকুই জানি ৷ আপনি এই কলমি ফুলের আরো কিছু তথ্য দিলেন দেখে আরো বেশি ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

 20 days ago 

কলমি ফুলের সৌন্দর্য বেশ দারুণভাবে তুলে ধরেছেন। কলমি ফুলের ভিডিওটা চমৎকারভাবে ধারণ করেছেন। কলমি ফুলের উপর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার পোষ্টের মাধ্যমে কলমি ফুলের অপরূপ সৌন্দর্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 18 days ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 20 days ago 

অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে। এ ধরনের ফটোগ্রাফি দেখে মনটা জুড়িয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 18 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 20 days ago 

প্রকৃতির প্রেমে পড়লে সেখান থেকে বের হওয়া বড়ই দুষ্কর। কেননা মনকে মুগ্ধতায় ভরিয়ে রাখে প্রকৃতি।ঠিক তেমনি আপনিও আজকে আপনার বাসার পাশের সবজি বাগান থেকে কলমি ফুলের চমৎকার একটি ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করয়েছেন। মনের ভালোলাগা থেকে এসব কাজ করতে ইচ্ছে করে। যাইহোক খুবই দুর্দান্তভাবে আপনি কলমি ফুলের ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ,ধন্যবাদ।

 18 days ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷

 19 days ago 

আহারে বড় সুন্দর আপনার ভিডিওগ্রাফিটি। কলমি ফুল আমি কখনো দেখিনি মানে আমাদের গ্রামের দিকে যা পাওয়া যায়। সমুদ্রের ধারের কর্মী ফুল দেখেছিলাম গোলাপি রঙের হয়। তবে আপনার ভিডিওগ্রাফির সব থেকে আকর্ষণীয় অংশ হলো কলমি ফুলের মাথায় প্রজাপতির মধু আহরণ। বেশ ভালো লাগলো।

 18 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 19 days ago 

সকাল সকাল সূর্যের আলো পরার কাররে কলমি ফুলটি দেখতে দারুণ লাগতেছে।আপনি ফটোগ্রাফি যেমন করছেন ঠিক তেমনি সুন্দর ভাবে ভিডিওগ্রাফি করছেন।বর্ণনা অসাধারণ ছিলো ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 19 days ago 

এই সময় মাঠে প্রচুর পরিমাণ কলমি ফুল দেখা যায়। একেবারে সুন্দর ছোট সাদা। বেশ চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টা। চমৎকার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।