The Diary game A simple day

in Steem Bangladesh3 years ago

হ্যালো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন?? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।আজকে আমি আমার সারাদিনের ঘটে যাওয়া কার্যকলাপ গুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক তাহলে


IMG_20211211_140348_715.jpg

সকাল বেলা ঘুম থেকে উঠলাম ৮টার দিকে।কয়েকদিন আগে থেকে রাতে একটু দেরি করেই ঘুমাই।তাই সকাল বেলা ঘুম থেকে উঠি একটু দেরি করেই।যাই হোক একটু পরে ব্রাশ করে ভালোভাবে মুখ ধুয়ে ফ্রেশহয়ে নিলাম।এরপরে সকালের নাস্তা সেরে ফেললাম । তারপরে একটু বাইরে চলে গেলাম। বাইরে কিছুক্ষণ বসে থেকে আবার বাসা চলে আসলাম। বাসায় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম।


IMG_20211211_161403_458.jpg

দুপুর বেলা আর কি করব বন্ধুরা। দুপুর বেলা তেমন কিছু একটা করা হয় না।আজকে একটু ঠান্ডা বেশি পরছে।দুপুরের গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। বাবা বললো একটু জমি দেখে আসতে। জমি বলতে বেচন খেত আমরা বলে থাকি।যেখানে ধানের জন্য বীজ বপন করা হয় সেটিই বেচন খেত। একটু পরে বাসায় চলে আসলাম। বাসা এসে হাত মুখ ধুয়ে নিলাম। একটু শুতে গিয়েই ঘুমিয়ে পড়লাম।


IMG_20211211_161319_865.jpg

বিকেল বেলা চলে গেলাম পাইকপাড়া খেলতে খেলতে। যদিও খেলাটি হয়নি। আমরা আমরাই একটু খেলে বাসায় চলে আসলাম। তারপরে বাজারে গেলাম। বাজারে কিছু নাস্তা করে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু ফুটবল গেম খেললাম। তারপরে এই পোস্টটি লিখতে শুরু করলাম।


তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতো করে দেখা হবে আবার নতুন কোনো ডাইরি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে