The Diary game |||||A beautiful day ||||

in Steem Bangladesh3 years ago

বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি আমার সারাদিনের কার্যকলাপ গুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক


IMG_20211205_094425_520.jpg

বন্ধুরা সকালবেলায় তেমন কিছু একটা করা হয় না প্রতিদিনের মত আজকেও ঘুম থেকে উঠলাম 8 টার দিকে ঘুম থেকে উঠে ফোন এ সময় নেকেড ব্রাশ বা হাতে নিয়ে ব্রাশ করতে চলে গেলাম তাইরে ব্রাশ করতে করতে বাইরে চলে গেলাম গ্রাস করে একটু পরে বাসায় চলে আসলাম এসে হাতমুখ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপরে সকালের নাস্তাটা সেরে নিলাম ফোনটা হাতে নিয়ে বিছানায় একটু ভিডিও দেখছিলাম

IMG_20211211_140339_567.jpg


দুপুরবেলা তেমন কিছু একটা করা হয় না বন্ধুরা বসে বসে ফোনে গেম খেলছিলাম বন্ধুদের সাথে গেম খেলতে ভালই মজা লাগে বারোটা বেজে গেল তারপরে বাসায় চলে আসলাম।
বাসায় এসে দুপুরের গোসল করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নাও খাওয়া-দাওয়া করে কাপড় পরিধান করে ফোনটা হাতে নিয়ে আমার বিছানায় শুয়ে শুয়ে টিকটক ভিডিও দেখছিলাম তারপরে ভাল লাগছিল না এখন গেম খেল্লাম ফুটবল গেম ফুটবল গেম খেলতে ভালো লাগে তারপর একটু বাইরে গিয়ে দোকানে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর আবার বাসায় চলে আসলাম আর এভাবে আমি বুঝতে পারলাম না


Screenshot_20210913-101952_1.png

বিকেলবেলা তেমন কিছু একটা করা হয় না বন্ধুরা বিকেল বেলায় বাসা থেকে বের হলাম একটু হাঁটতে হাঁটতে বাজার এর দিকে চলে আসলাম বাজারে ক্রিকেট খেলা দেখলাম|তারপরে বন্ধুর দোকানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসলে সে রাতের খাওয়া-দাওয়া করে নিলাম তারপর এই পোস্টে তৈরি করে প্রতিদিন একটু কম্পিউটারে ভিডিও দেখে শুয়ে পরলাম


তো বন্ধুরা এই ছিল আজকের মতো করে দেখা হবে আবার নতুন কোনো ডাইরি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG4hfFkZJoEajKUACRN9za...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

Sort:  
 3 years ago 

ছবি গুলো খুব সুন্দর তুলেছেন ।দিনটি সুন্দর কেটেছে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ।ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই