I do not know the boy's past story .....
ছেলেটার অতীত গল্প আমি জানি না।
ছেলেটা ভীষন একরোখা জেদী খামখেয়ালী যথেষ্ট গোঁয়ার টাইপ।
রাগ পুষে রাখতে জানে বেশ গোপনে আড়াল করে।
অভিমানী বলবো না, সময় গড়িয়ে অভিমান আর অভিমান নেই সব অভিযোগ হয়ে গেছে।
অভিযোগ অন্য কারও উপরে নয় কিছুটা নিজের সাথেই বাকিটা ঈশ্বরের কাছে।
ছেলেটা বোধহয় খুব বেশি পরিমানে আবেগী…
আবেগের তীব্র প্রসব বেদনা সইতে না পেরে,
একের পর এক অসুস্থ বিকালঙ্গ শব্দের জন্ম দেয় প্রতিদিন।
প্রতিবন্ধি শব্দের সাথেই খেলা করে রোজ,
অসুস্থ শব্দেরা আস্তে আস্তে বড় হতে থাকে…
কেউ কেউ দূর হতে বিকালঙ্গ শব্দের দল দেখে কবিতা ভেবে ভুল করে…
যারা একটু কাছে এসে বুঝতে পারে শব্দেরা সত্যি অসুস্থ!
তাদের মায়া হয় হয়তো করুণাও!
স্পর্শে অনুভবে ছুঁয়ে নাড়াচাড়া করে দেখতে চায় কেউ কেউ!
আগেই বলেছিলাম ছেলেটা ভীষন একরোখা গোঁয়ার!
গোগ্রাসে উপেক্ষা করতে জানে এসব মায়া করুণা!!!
অতঃপর অনেকেই আত্ম অহং নিয়ে মুখ ফিরিয়ে চলে যায়…
আর ছেলেটা সেই একঁঘেয়ে আবেগের প্রসব বেদনা..…শব্দ.…একরোখা.…অসভ্য.…বর্বর-ই রয়ে যায়!!!
beautiful photography . follower you vote
Thanks
Write good
thanks bro,plz follow me and vote my post